Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

GAIL RECRUITING 48 TRAINEES / গেইল (ইন্ডিয়া) লিমিটেডে ৪৮ ট্রেনি

GAIL (India) Limited invites application for the following post through GATE-2022.

Post: Executive Trainee

Total Vacancy: 48

Executive Trainee (Instrumentation) – 18

Executive Trainee (Mechanical) – 15

Executive Trainee (Electrical) – 15

Eligibility:

Executive Trainee (Instrumentation) – Bachelor Degree in Engineering in Instrumentation/ Instrumentation & Control/ Electronics & Instrumentation / Electrical & Instrumentation / Electronics / Electrical & Electronics with minimum 65% marks.

Executive Trainee (Mechanical) – Bachelor Degree in Engineering/Technology in Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical & Automobile with minimum 65% marks.

Executive Trainee (Electrical) – Bachelor Degree in Engineering in Electrical/ Electrical & Electronics with minimum 65% marks.

Age Limit: 26 years

Last Date of Online Application: 16 March 2022 upto 6 PM.

……………………………………………………………………………….

রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল (ইন্ডিয়া) লিমিটেড গেট-২০২২ পরীক্ষার মাধ্যমে এক্সিকিউটিভ ট্রেনি পদে ৪৮ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৬ মার্চ, ২০২২-এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি হলে ১৫ বছর ও ওবিসি-এনসিএল হলে ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ মার্চ, ২০২২ সন্ধ্যে ৬টার মধ্যে৷

এক্সিকিউটিভ ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ ) ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স  বিষয়ে বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

এক্সিকিউটিভ ট্রেনি (মেকানিক্যাল): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ ) মেকানিক্যাল / প্রোডাকশন / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল / ম্যানুফ্যাকচারিং / মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল বিষয়ে বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

এক্সিকিউটিভ ট্রেনি (ইলেকট্রিক্যাল): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ) ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স  বিষয়ে বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

এক্সিকিউটিভ ট্রেনি পদে আবেদন করতে হলে প্রার্থীকে ২০২১ সালে সংশ্লিষ্ট ডিগ্রি পেয়ে থাকতে হবে৷ চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী হলে সর্বশেষ সেমিস্টার বা বর্ষে উল্লিখিত নম্বর পেয়ে থাকতে হবে৷ এক্সিকিউটিভ ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন) পদের প্রার্থীদের জন্য নির্দিষ্ট গেট-২০২২ পেপার- ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (কোড:IN)৷ এক্সিকিউটিভ ট্রেনি (মেকানিক্যাল) পদের প্রার্থীদের জন্য নির্দিষ্ট গেট-২০২২ পেপার- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড:ME)৷ এক্সিকিউটিভ ট্রেনি (ইলেকট্রিক্যাল) পদের প্রার্থীদের জন্য নির্দিষ্ট গেট-২০২২ পেপার- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড:EE)৷

আবেদন করার পদ্ধতি:  অনলাইনে দরখাস্ত করতে হবে https://gailonline.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীকে অবশ্যই সঠিক গেট-২০২২ রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট নিয়ে তাতে সই করে ও সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি সেঁটে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট ২০২২ পরীক্ষায় প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitehttps://gailonline.com

Official Notification: Click Here

Share it :