Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

GARDEN REACH SHIPBUILDERS AND ENGINEERS LIMITED TO HIRE 262 APPRENTICES & TRAINEES / গার্ডেনরিচ শিপবিল্ডার্সে ২৬২ অ্যাপ্রেন্টিস ও ট্রেনি

Garden Reach Shipbuilders and Engineers Limited, Kolkata is inviting applications for the recruitment to 262 posts of Apprentice & Trainee.

Posts: Trade Apprentice (Ex-ITI), Trade Apprentice (Fresher), Graduate Apprentice, Technician Apprentice, HR Trainee.

Total Vacancy: 262

Trade Apprentice (Ex-ITI) – 170 Posts

Trade Apprentice (Fresher) – 40 Posts

Graduate Apprentice – 16 Posts

Technician Apprentice – 30 Posts

HR Trainee – 6 Posts

Eligibility:

Trade Apprentice (Ex-ITI) – All India Trade Test & National Trade Certificate.

Trade Apprentice (Fresher) – 10th

Graduate Apprentice & Technician Apprentice – B.E/B.Tech

HR Trainee – Graduate, PG in relevant discipline

Age Limit: Trade Apprentice (Ex-ITI) -14 to 25 years

Trade Apprentice (Fresher) – 14 to 20 years

Graduate Apprentice, Technician Apprentice, HR Trainee – 14 to 26 years as on 01.09.2021

Stipend:
Trade Apprentice (Ex-ITI) – Rs. 7,000/- or Rs. 7,700/

Trade Apprentice (Fresher) – 1st year Rs. 6,000/- and 2nd year Rs. 6,600/-

Graduate Apprentice – Rs.15,000/-

Technician Apprentice – Rs.10,000/- for Kolkata and Rs. 9,000/- for Ranchi

HR Trainee – Rs.15,000/- per month (Consolidated)

Last date of online application: 1st October, 2021

……………………

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স-আইটিআই), ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেসার), গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, এইচআর ট্রেনি পদে ২৬২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স আইটিআই): অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাশ ও সংশ্লিষ্ট কোনও ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে – ফিটার, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, পাইপ ফিটার, কার্পেন্টার, ড্রাফটসম্যান (মেকানিক্যাল), প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক মেকানিক, পেন্টার, মেকানিক (ডিজেল), ফিটার(স্ট্রাকচারাল), সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (ইংলিশ), এমএমটিএম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স, রেফ্রিজারেটার অ্যান্ড এসি মেকানিক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ১৪ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭০৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে ৭,০০০ টাকা / ৭,৭০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷ ট্রেনিং হবে কলকাতা ও রাঁচিতে৷

(২) ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেসার): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড গুলিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে- ফিটার, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, পাইপ ফিটার৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ১৪ থেকে ২০ বছরের মধ্যে শূন্যপদ: ৪০৷ স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রথম বছরে প্রতি মাসে ৬,০০০ টাকা ও দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬,৬০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷ ট্রেনিং হবে কলকাতায়৷

(৩) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট যে কোনও একটি শাখায় বি.ই / বি.টেক পাস হতে হবে- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনেলজি, সিভিল৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ১৪ থেকে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে ১৫,০০০ স্টাইপেন্ড পাবেন৷ ট্রেনিং হবে কলকাতায়৷

(৪) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট যে কোনও একটি শাখায় ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংপাশ প্রার্থীরাই আবেদনের যোগ্য – মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিভিল৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ১৪ থেকে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩০৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে কলকাতার জন্য স্টাইপেন্ড পাবেন ১০,০০০ টাকা ও রাঁচির জন্য প্রতি মাসে ৯,০০০ টাকা৷

(৫) এইচআর ট্রেনি : ফুল টাইম গ্র্যাজুয়েট এবং কমপক্ষে ৬০% নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত, ওবিসি ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) বা প্রথম শ্রেণিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট / হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট  / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / সোশ্যাল ওয়ার্ক / লেবার ওয়েলফেয়ার বিষয়ে এমবিএ / পিজি ডিগ্রি / পিজি ডিপ্লোমা বা সমতুল পাশ হতে হবে৷  বয়স: ১ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ১৪ থেকে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে ১৫,০০০ স্টাইপেন্ড পাবেন৷ ট্রেনিং হবে কলকাতায়৷

সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল ৩ বছর ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.grse.nic.in ও https://jobapply.in/grse2021app ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্ত করার আগে ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স-আইটিআই), ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেসার) পদের প্রার্থীকে নাম নথিভুক্ত করতে হবে অ্যাপ্রেন্টিস ট্রেনিং পোর্টালে https://apprenticeshipindia.org/candidate-registration এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীকে নাম নথিভুক্ত করতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম পোর্টালে https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action৷ এইচআর ট্রেনি পদের প্রার্থীরা উল্লিখিত ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দরখাস্ত করতে পারবেন এর জন্য প্রার্থীর একটি  বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীকে সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স-আইটিআই), ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেসার), গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷  এইচআর ট্রেনি পদের প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.grse.nic.in

Official Notification: Apprentice- https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Garden-Reach-Apprentices-Advt.-Detail-01.09.21.pdf

Trainee- https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/garden-reach-HR-Trainee-Advt.-Detail-01.09.21.pdf

Share it :