Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

GRADUATE APTITUDE TEST IN ENGINEERING – 2022 / ‘গেট’ পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং-এর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স

IIT Kharagpur has announced to conduct the Graduate Aptitude Test in Engineering (GATE) on 5th, 6th, 12th and 13th February 2022.

Eligibility: A candidate who is currently studying in the 3rd or higher years of any undergraduate degree program OR has already completed any government approved degree program in Engineering / Technology / Architecture / Science / Commerce / Arts is eligible to appear for GATE 2022 examination.

Age limit: NA

Last date of online application: 24 September, 2021

Application fee: Rs. 1500 (Rs. 750 for SC/ ST/ PwD/ Female)

ইঞ্জিনিয়ারিং-এর পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভরতি ও পড়াশুনোয় আর্থিক সহায়তা পাওয়ার জন্য ‘গেট’ পরীক্ষায় বসার অনলাইন আবেদন গ্রহণ  শুরু হয়েছে৷ বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের তৃতীয় বর্ষ বা উচ্চতর বর্ষে  পাঠরত অথবা ইতিমধ্যেই সরকার স্বীকৃত ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি / আর্কিটেকচার / সায়েন্স / কমার্স / আর্টস ডিগ্রি প্রোগ্রামে উত্তীর্ণ হয়ে থাকলে গেট ২০২২ পরীক্ষায় আবেদন করা যাবে৷ গেট পরীক্ষায় পাশ করলে ভরতি হওয়া যাবে এই সকল প্রতিষ্ঠানে-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর ও সাতটি আইআইটি প্রতিষ্ঠানে (আই.আই.টি মুম্বই, দিল্লি, গুয়াহাটি, কানপুর, খড়গপুর, মাদ্রাজ ও রুরকি)৷ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন- ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনস, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গেট স্কোর বিবেচনা করে৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের গ্রুপ-এ লেভেল পোস্ট যেমন সিনিয়র ফিল্ড অফিসার, সিনিয়র রিসার্চ অফিসার পোস্টে গেট পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে সরাসরি নিয়োগ করা হয়৷ গেট-২০২২ পরিচালনার দায়িত্বে রয়েছে আইআইটি খড়গপুর৷ গেট পরীক্ষা নেওয়া হবে এই ২৯টি পেপারে-এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল অ্যান্ড প্ল্যানিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইকোলজি অ্যান্ড ইভোলিউশন, জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং, জিওলজি অ্যান্ড জিওফিজিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল  ইঞ্জিনিয়ারিং,  ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং,  স্ট্যাটিসটিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স৷ একজন প্রার্থী যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন৷

পরীক্ষা পদ্ধতি : অনলাইন কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে  ৫, ৬, ১২ ও ১৩ ফেব্রুয়ারি, ২০২২৷ ১০০ নম্বরের পরীক্ষায় ৬৫টি প্রশ্ণের জন্য ৩ ঘণ্টা সময় থাকবে৷ ভুল উত্তরের জন্য ১ নম্বরের এমসিকিউ’র ক্ষেত্রে এক তৃতীয়াংশ, ২ নম্বরের এমসিকিউ’র ক্ষেত্রে দুই তৃতীয়াংশ নম্বর কাটা যাবে৷  নিউমেরিক্যাল অ্যানসার টাইপ (ন্যাট) প্রশ্ণের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই৷ অনলাইন পরীক্ষার ফলপ্রকাশ করা হবে ১৭ মার্চ, ২০২২৷ স্কোর কার্ড ডাউনলোডের তারিখ শেষ হয়ে যাওয়ার পর স্কোর কার্ডের সফট কপি পাওয়া যাবে ৫০০ টাকা ফি এর বিনিময়ে৷ স্কোর কার্ড ৩ বছর পর্যন্ত বৈধ থাকবে৷

আবেদনের পদ্ধতি : অনলাইনে ৩০ আগস্ট, ২০২১ থেকে ২৪ সেপ্ঢেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবেhttps://gate.iitkgp.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা প্রয়োজন৷ অনলাইন আবেদনের পূর্বে  রঙিন পাসপোর্ট মাপের ছবি (৩.৫ সেমি× ৪.৫ সেমি) জেপিজি ফরম্যাটে  স্ক্যান করে নেবেন৷ এরপর দৈর্ঘ্য ও প্রস্থের ১ : ৩.২৫-৩.৭৫ অনুপাতের একটি বক্সের মধ্যে কালো বা নীল কালিতে সই করে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন৷ ২৪ সেপ্ঢেম্বর, ২০২১ তারিখ ও তার পূর্বে আবেদন করলে আবেদন ফি তপশিলি সম্প্রদায়, প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ৭৫০ টাকা, অন্যান্য প্রার্থীদের ১৫০০ টাকা দিতে হবে৷ ২৫ সেপ্ঢেম্বর, ২০২১ তারিখ থেকে  ১ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত extended closing date for online submission)  আবেদন করা যাবে সেক্ষেত্রে  আবেদন ফি তপশিলি সম্প্রদায়, প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ১২৫০ টাকা, অন্যান্য প্রার্থীদের ২০০০ টাকা দিতে হবে৷ অনলাইন আবেদন ঠিকঠাক হলে প্রার্থীর ই-মেল আইডি’তে এনরোলমেন্ট আই ডি আসবে, এটি প্রিন্ট আউট করে রাখতে হবে, পরে প্রয়োজন পড়বে৷ অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে প্রিন্ট করা যাবে ৩ জানুয়ারি, ২০২২ থেকে৷ আরো বিস্তারিত তথ্য পাবেন উল্লেখিত ওয়েবসাইটে৷

Official websitehttps://gate.iitkgp.ac.in/

 

Share it :