Applications are invited for recruitment of the following post in Gaighata Development Block, North 24 Paraganas, West Bengal.
Post: Gram Rozgar Sahayak
Total Vacancy: 4
Eligibility: Must have passed HS with Science or Vocational Stream with Physics & Maths, Certificate in Computer Applications. Must be resident of the said Dev. Block.
Age limit: 18 to 35 years as on 8th April, 2022.
Last Date of Receipt of Application: 8th April, 2022 till 5pm.
……………………………………………
উত্তর ২৪ পরগণা জেলার গাঁইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত চাঁদপাড়া, ইছাপুর-I, রামনগর ও শিমুলপুর গ্রাম পঞ্চায়েত অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে ৪ জন নিয়োগ করা হবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও, পরবর্তীতে প্রার্থীর দক্ষতা পর্যালোচনা করে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে৷ দরখাস্ত জমা করতে হবে ৮ এপ্রিল, ২০২২ বিকাল ৫ টা-র মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ ফিজিক্স ও ম্যাথামেটিক্স (আবশ্যিক বিষয়) নিয়ে ভোকেশনাল শাখায় পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে ৬ মাসের একটি কোর্স পাশ করা আবশ্যক৷ প্রার্থীকে গাঁইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত কোনো একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে৷ বয়স: ২৩ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.north24parganas.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড / সার্টিফিকেট (বয়সের প্রমাণপত্র), কম্পিউটার জ্ঞানের সার্টিফিকেট, ভোটার পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড-এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্র একটি খামে ভরে গাঁইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের এমজিএনআরইজিএ সেলের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে (নোটিফিকেশন নং-185/MGNREGA)৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.north24parganas.gov.in
Official Notification: Click Here