Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

HCL HIRING 45 APPRENTICES / হিন্দুস্তান কপারে ৪৫ অ্যাপ্রেন্টিস

Notification No. HCL/HR/GraduateApprentices/2021-22

Post: Graduate Apprentice Trainee

Total Vacancy: 45

Eligibility: Degree (4 year) / Diploma with Degree in relevant Engineering stream.

Age limit: As per Apprenticeship Act.

Stipend: Rs. 9,000.

Online Application will be started from: 23th April, 2022.

Last Date of Online Application: 13th May, 2022

………………………………………………………..

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড, কলকাতা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে ৪৫ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করবে৷ অ্যাপ্রেন্টিসশিপ আইন অনুযায়ী বয়সসীমা নির্ধারিত হবে৷ প্রতি মাসে ৯০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ এপ্রিল, ২০২২ থেকে ১৩ মে, ২০২২-এর মধ্যে৷

ট্রেড অনুযায়ী যোগ্যতা: (১) মাইনিং: মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ডিগ্রি বা ডিপ্লোমা পাশ ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ২১ (জেনা: ১১, ত:জা: ২, ত:উ:জা: ৬, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(২) ইলেকট্রিক্যাল: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি বিষয়ে ৪ বছরের ডিগ্রি বা ডিপ্লোমা পাশ ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১১ (জেনা: ৬, ত:জা: ২, ত:উ:জা: ১, ওবিসি ২)৷

(৩) মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / মাইনিং মেশিনারি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ডিগ্রি বা ডিপ্লোমা পাশ ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১০ (জেনা: ৫, ত:জা: ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷

(৪) সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিং / আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ডিগ্রি বা ডিপ্লোমা প্লাস ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনা: ২, ওবিসি ১)৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS) পোর্টালে রেজিস্ট্রেশন করার মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www. hindustancopper.com ওয়েবসাইট ৷

Official Websitewww.hindustancopper.com

Official Notification: Will be available soon.

Share it :