Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

HEALTH WORKERS IN PURLUIA / পুরুলিয়া জেলায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

Memo. No. CMOH/samiti/1768

DHFWS, Purulia invites applications for the following contractual posts.

Post: Staff Nurse, Community Health Assistant, Counsellor, Medical Officer.

Total Vacancy: 6

Eligibility:  Diploma/Graduate/PG in relevant disciplines.

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Last Date of Online Application: 9/12/2022

……………………..

পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স, সিএইচএ, কাউন্সেলরমেডিক্যাল অফিসার পদে ৬ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ ডিসেম্বর, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম ট্রেনিং কোর্স পাশ হতে হবে বা বিএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷

(২) সিএইচএ: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷

(৩) কাউন্সেলর: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ২০,০০০ টাকা৷

(৪) মেডিকেল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: www.purulia.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি ও সই (৫০ কেবি সাইজের মধ্যে) এবং সরকার প্রদত্ত সচিত্র পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মার্কশিট, অভিজ্ঞতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র (২০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: স্টাফ নার্স ও সিএইচএ পদের বেলায় শিক্ষাগত যোগ্যতার ফাইনাল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, কাউন্সেলর পদের বেলায় লিখিত পরীক্ষা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে এবং মেডিক্যাল অফিসার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.purulia.gov.in

Official Notification: Click Here

Share it :