Advt. No. HVF/RG/FTB/RECT/JTC/2025/03
Heavy Vehicle Factory invites online applications for the following post.
Post: Junior Technician.
Total vacancy: 1850.
Eligibility: post wise different.
Age limit: within 35 years (as on 14/07/2025).
Salary: 21,000/-.
Application Fee : 300/-.
Last Date for Submit Application: 14th July, 2025.
………………………………….
হেভি ভেহিকেলস ফ্যাক্টরিতে ১৮৫০ জুনিয়র টেকনিশিয়ান
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা আর্মারড ভেহিকেলস নিগম লিমিটেডের সহযোগী সংস্থা হেভি ভেহিকেলস ফ্যাক্টরি জুনিয়র টেকনিশিয়ান পদে ১৮৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১৯ জুলাই, ২০২৫ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৯ জুলাই, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট / ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷(ট্রেড অনুযায়ী বিভিন্ন)। এককালীন বেতন: প্রতি মাসে ২১,০০০ টাকা ও অন্যান্য ভাতাও পাওয়া যাবে৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে https://oftr.formflix.org ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official Website: https://oftr.formflix.org/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২/ ৭ /২০২৫)।