Memo No. 8283/GA
Midnapore Municipality is inviting applications from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of Honorary Health Workers (HHWs).
Post: Honorary Health Workers
Total Vacancy: 4
Eligibility: Madhyamik Pass
Age limit: 30-40 years as on 01.01.2021. In case of SC / ST / OBC (A / B) candidates, the lower age limit is 22 years.
Remuneration: Rs. 4,500.
Last date of receipt of application: 15th December, 2021 before 4pm
……………………………………………….
মেদিনীপুর পৌরসভায় ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে ৪ জন বিবাহিতা / আইনত বিবাহ বিচ্ছিন্না / বিধবা মহিলা নিয়োগ করা হবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুত্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷ যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পৌরসভার বাসিন্দা হতে হবে৷ মাধ্যমিক বা সমতুল পাশ হওয়া আবশ্যক৷ সমাজসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও ওবিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে কমপক্ষে ২২ বছর৷ দরখাস্ত পাঠাতে হবে ১৫ ডিসেম্বর, ২০২১ বিকেল ৪টের মধ্যে৷ বেতন : প্রতি মাসে ৪,৫০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.midnaporemunicipality.com ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত একটি পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে স্বামীর নাম-সহ বিবাহের শংসাপত্র / ভোটার কার্ড / রেশন কার্ড / আধার কার্ড (বিবাহিত মহিলাদের ক্ষেত্রে), স্বামীর ডেথ সার্টিফিকেট (বিধবা মহিলাদের ক্ষেত্রে), আদালত প্রদত্ত ডিভোর্স অর্ডারের (বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর“Application for the post of Honorary Health Worker (HHW) under Midnapore Municipality” লিখে সরাসরি পুরসভা অফিসের(P.S- Kotwali, P.O- Midnapore, Dist.: Paschim Midnapore, PIN – 721101) নির্দিষ্ট ড্রপবস্কে ফেলতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : মাধ্যমিক পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: http://midnaporemunicipality.com/
Official Notification: Click Here