No. HCSL/PROJ/HR/01/20-21 Vol-I (B)
Hooghly Cochin Shipyard Limited (HCSL), a Wholly Owned Subsidiary of Cochin Shipyard Limited invites Online applications from candidates fulfilling the eligibility requirements for filling up of the following positions in Workmen category at Kolkata.
Post: Junior Technical Assistant (Mechanical), Junior Technical Assistant (Electrical), Storekeeper, Operator (Plasma Plate Cutting Machine), Operator (Press), Operator (Pipe Bending), Operator (Crane), Operator (Plate Preservation), Welder Cum Fitter [Welder/ Welder (Gas & Electric)], Welder Cum Fitter (Fitter).
Eligibility: Post Wise Different.
Age (As on 01.02.2021): Not exceed 35 years.
Total Vacancy: 10.
(i) Junior Technical Assistant (Mechanical) : 1 (U.R).
(ii) Junior Technical Assistant (Electrical) : 1 (U.R).
(iii) Storekeeper : 1 (U.R).
(iv) Operator (Plasma Plate Cutting Machine) : 1 (U.R).
(v) Operator (Press) : 1 (U.R).
(vi) Operator (Pipe Bending) : 1 (U.R).
(vii) Operator (Crane) : 1 (U.R).
(viii) Operator (Plate Preservation) : 1 (U.R).
(ix) Welder Cum Fitter [Welder/ Welder (Gas & Electric)] : 1 (U.R).
(x) Welder Cum Fitter (Fitter) : 1 (U.R).
Salary: Post Wise Different.
Online application closing date: 2 February, 2021.
Website: www.cochinshipyard.com
……………………………………………………………………..
হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টোরকিপার, অপারেটর, ওয়েল্ডার কাম ফিটার পদে ১০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২১ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল): কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৩,৫০০ টাকা থেকে ৭৭,০০০ টাকা৷
(২) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল): কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৩,৫০০ টাকা থেকে ৭৭,০০০ টাকা৷
(৩) স্টোরকিপার: গ্র্যাজুয়েট সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ অথবা মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৩,৫০০ টাকা থেকে ৭৭,০০০ টাকা৷
(৪) অপারেটর (প্লাজমা প্লেট কাটিং মেশিন): মাধ্যমিক পাশের পর যে কোনো ট্রেডে আইটিআই পাশ ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২২,৫০০ টাকা থেকে ৭৩,৭৫০ টাকা৷
(৫) অপারেটর (প্রেস): মাধ্যমিক পাশের পর ফিটার / মেশিনিস্ট / শিট মেটাল ওয়ার্কার ট্রেডে আইটিআই পাশ ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২২,৫০০ টাকা থেকে ৭৩,৭৫০ টাকা৷
(৬) অপারেটর (পাইপ বেন্ডিং): মাধ্যমিক পাশের পর ইলেক্ট্রিশিয়ান / মেশিনিস্ট / ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডে আইটিআই পাশ ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২২,৫০০ টাকা থেকে ৭৩,৭৫০ টাকা৷
(৭) অপারেটর (ক্রেন): মাধ্যমিক পাশের পর ইলেক্ট্রিশিয়ান / মেশিনিস্ট / ইলেক্ট্রনিক মেকানিক / ফিটার ট্রেডে আইটিআই পাশ ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২২,৫০০ টাকা থেকে ৭৩,৭৫০ টাকা৷
(৮) অপারেটর (প্লেট প্রিজার্ভেশন): মাধ্যমিক পাশের পর যে কোনো ট্রেডে আইটিআই পাশ ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২২,৫০০ টাকা থেকে ৭৩,৭৫০ টাকা৷
(৯) ওয়েল্ডার কাম ফিটার (ওয়েল্ডার / ওয়েল্ডার – গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): মাধ্যমিক পাশের পর ওয়েল্ডার / ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ট্রেডে আইটিআই পাশ ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২২,৫০০ টাকা থেকে ৭৩,৭৫০ টাকা৷
(১০) ওয়েল্ডার কাম ফিটার (ফিটার): মাধ্যমিক পাশের পর ফিটার / শিট মেটাল ওয়ার্কার ট্রেডে আইটিআই পাশ ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২২,৫০০ টাকা থেকে ৭৩,৭৫০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.cochinshipyard.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৪০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম ডেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Click Here To Download The Official Notification : Get Details