Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

HOWRAH DCPU RECRUITING EMPLOYEES / শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

Memo No. 499/DCPS/HOW

District Child Protection Unit, Howrah, is inviting applications for recruitment to the following posts in the district’s Juvenile Justice Board on contractual basis.

Post: Bench Clerk, Orderly, Night Guard

Total Vacancy: 3.

Eligibility: Bench Clerk – HS, Others – Class VIII

Age Limit: 21-40 years as on 1.1.2022

Salary: Bench Clerk – Rs. 14,770, Others – Rs. 7000

Last Date of Receipt of Application: 21st June, 2022 till 5:30 pm.

………………………………

হাওড়া জেলার শিশু সুরক্ষা দপ্তর জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডে বেঞ্চ ক্লার্ক, আর্দার্লি, নাইট গার্ড পদে ৩ জন কর্মী নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ২১ জুন, ২০২২-এর মধ্যে৷ দরখাস্ত জমা করতে হবে ২১ জুন, ২০২২ বিকেল সাড়ে ৫ টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) বেঞ্চ ক্লার্ক: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ কম্পিউটার নলেজ থাকলে ও ক্লারিক্যাল কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ১৪,৭৭০ টাকা৷

(২) আর্দার্লি: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১(অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৭০০০ টাকা৷

(৩) নাইট গার্ড: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১(অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৭০০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায় ও ওবিসি প্রার্থীদের জন্য পদ সংরক্ষিত রয়েছে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত পাঠাতে হবে https://howrah.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত  রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর পদের নাম লিখে ‘Office of the District Magistrate, Social Welfare Section, Old Collectorate Building, 1 Rishi Bankim Chandra Road, Howrah-711101’ ঠিকানায় রাখা ড্রপবক্সে জমা করতে হবে অথবা ডাকযোগে উক্ত ঠিকানায় পাঠাতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: বেঞ্চ ক্লার্ক পদে লিখিত পরীক্ষা (৮০ নম্বর), কম্পিউটার নলেজ টেস্ট (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ আর্দার্লি ও নাইট গার্ড পদে ইন্টারভিউয়ের (২০ নম্বর) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Websitehttps://howrah.gov.in

Official Notification:   Click Here

Share it :