Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

HRRL RECRUITS 131 PERSONNEL

Advt. No. HRRL/RECT/02/2025

HPCL Rajasthan Refinery Ltd. invites online applications for the following posts.

Post: Junior Executives, Assistant Officer, Medical Officer, Senior Officer, Assistant Accounts Officer, Accounts Officer, Engineer, Assistant Engineer, Senior Engineer, Senior Manager.

Total vacancy: 131.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 10th August, 2025 till 11:45 pm.

…………………………………………………………………………………………………………………………………….

এইচপিসিএল রাজস্থান রিফাইনারিতে ১৩১

হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগ এইচপিসিএল রাজস্থান রিফাইনারি জুনিয়র এক্সিকিউটিভ,  অ্যাসিস্ট্যান্ট অফিসার, মেডিক্যাল অফিসার, সিনিয়র অফিসার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাকাউন্টস অফিসার, কোম্পানি সেক্রেটারি, ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার পদে ১৩১ জন ছেলেমেয়ে নিয়োগ  করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ আগস্ট, ২০২৫ রাত ১১টা ৪৫ মিনিটের মধ্যে৷

যোগ্যতা: হিন্দি বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে ও গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) এইচআর / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / সাইকোলজি বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে বা এমবিএ (এইচআর / পার্সোনেল ম্যানেজমেন্ট) পাশ হতে হবে বা এমএসডব্লু পাশ হতে হবে৷ অথবা  কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার / সোশ্যাল সায়েন্স / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি / লেবার ওয়েলফেয়ার বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে বা এমএসডব্লু পাশ হতে হবে অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে সোশ্যাল ওয়ার্ক / লেবার ওয়েলফেয়ার / সোশ্যাল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) এমবিবিএস পাশ সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল হেলথের অ্যাসোসিয়েট ফেলোশিপ (এএফআইএইচ) থাকতে হবে৷ স্টেট / ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে৷  অথবা প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট / ফেলো মেম্বারশিপ থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট বা ল পাশ হলে অগ্রাধিকার পাবেন৷ অথবা প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ) সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 বয়স:  পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.hrrl.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ১১৮০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷

Official Website: https://hrrl.in/Hrrl/home.jsp

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৩ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply