Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

IARI HIRES 641 TECHNICIANS / কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থায়  ৬৪১ টেকনিশিয়ান

Advt. No. 1-1/2021Rectt Cell/Technician

Indian Agricultural Research Institute invites online applications for the following post.

Post: Technician (T-1)

Total Vacancy: 641 (UR: 286, SC: 93, ST: 68, OBC: 133, EWS: 61)

Eligibility: Matriculation

Age limit: 18 years to 30 years

Pay: Rs. 21700 + allowances

Application Fee: Rs. 1000 (Rs. 300 for SC/ST/Woman/PwBD candidates)

Last Date of Online Application: 10th January, 2022

……………………………………

কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, নিউ দিল্লি, টেকনিশিয়ান(T-1) পদে ৬৪১ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ ডিসেম্বর, ২০২১ থেকে ১০ জানুয়ারি ২০২২-এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল পাশ হওয়া আবশ্যক৷ বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ :  ৬৪১ (জেনা:২৮৬, ত:জা: ৯৩, ত:উ:জা: ৬৮, ওবিসি ১৩৩, আর্থিকভাবে অনগ্রসর ৬১)৷ বেতন :  প্রতিমাসে ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷  আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.iari.res.in ওয়েবসাইটের  রিক্রুটমেন্ট সেল ট্যাবে গিয়ে  এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷ বিঃ দ্রঃ বিজ্ঞাপনে উল্লেখিত শূন্যপদ পরবর্তীতে বাড়তে বা কমতে পারে৷

Official Website: www.iari.res.in

Official Notification: Click Here

Share it :