Institute of Banking Personnel Selection is inviting applications for recruitment to Specialist Officers’ posts through Common Recruitment Process (CRP SPL-XI).
Post: I.T. Officer (Scale-I)
Agricultural Field Officer (Scale I)
Rajbhasha Adhikari (Scale I)
Law Officer (Scale I)
HR/Personnel Officer (Scale I)
Marketing Officer (Scale I)
Total Vacancy: 1828
I.T. Officer (Scale-I) – 220
Agricultural Field Officer (Scale I)- 884
Rajbhasha Adhikari (Scale I)- 84
Law Officer (Scale I)- 44
HR/Personnel Officer (Scale I)- 61
Marketing Officer (Scale I) – 535
Eligibility:
IT Officer (Scale-I) – 4 year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation OR Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications OR Graduate having passed DOEACC ‘B’ level.
Agricultural Field Officer (Scale 1) – 4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture.
Rajbhasha Adhikari (Scale I)- Post Graduate Degree in Hindi with English as a subject at the degree (graduation) level OR Postgraduate degree in Sanskrit with English and Hindi as subjects at the degree (graduation) level.
Law Officer (Scale I)- Bachelor Degree in Law (LLB) and enrolled as an advocate with Bar Council.
HR/Personnel Officer (Scale I)- Graduate and Two Years Full-time Post Graduate degree or Two Years Full-time Post Graduate Diploma in Personnel Management / Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law.
Marketing Officer (Scale I)- Graduate and Two Years Full-time MMS (Marketing)/ Two Years Full-time MBA (Marketing)/ Two Years Full-time PGDBA / PGDBM/ PGPM/ PGDM with specialization in Marketing.
Age limit: 20 to 30 years as on 01.11.2021
Application fee: Rs. 850 (Rs. 175 for SC/ST/PWDs)
Last Date of Online Application: 23rd November, 2021
………………………………………………..
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আই.বি.পি.এস) দ্বারা আয়োজিত ‘কমন রিক্রুটমেন্ট প্রসেস’ CRP SPL-XI) -এর মাধ্যমে দেশের ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) আইটি অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, এইচআর / পার্সোনেল অফিসার, মার্কেটিং অফিসার পদে ১৮২৮ জন ‘স্পেশালিস্ট অফিসার’ নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২১-এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে (জন্ম তারিখ হতে হবে ২ নভেম্বর, ১৯৯১ থেকে ১ নভেম্বর, ২০০১-এর মধ্যে)৷ তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (ক) এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (স্কেল-১) পোস্ট কোড-02 : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল হাসব্যান্ড্রি / ভেটেরিনারি সায়েন্স / ডেয়ারি সায়েন্স / ফিশারি সায়েন্স / পিসিকালচার / এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন / কো-অপারেশন অ্যান্ড ব্যাঙ্কিং / এগ্রো-ফরেস্ট্রি / ফরেস্ট্রি / এগ্রিকালচারাল বায়োটেকনোলজি / ফুড সায়েন্স / এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট / ফুড টেকনোলজি / ডেয়ারি টেকনোলজি /এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / সেরিকালচার বিষয়ে ৪ বছরের ডিগ্রি কোর্স পাশরা আবেদনের যোগ্য৷ মোট শূন্যপদ : ৮৮৪৷ (১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১,ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (২) কানাড়া ব্যাঙ্ক : ৩০০ (জেনাঃ ১২২, তঃজাঃ ৪৫, তঃউঃজাঃ ২২,ওবিসি ৮১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩০)৷ (৩) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৩০০ (জেনাঃ ১২৩, তঃজাঃ ৪৫, তঃউঃজাঃ ২২,ওবিসি ৮১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৯)৷ (৪) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ২৬০ (জেনাঃ ১৪০, তঃজাঃ ২৭, তঃউঃজাঃ ১৩, ওবিসি ৪২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩৮)৷ (খ) মার্কেটিং অফিসার (স্কেল-১) পোস্ট কোড-06 : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ও ২ বছরের পূর্ণ সময়ের এমএমএস (মার্কেটিং) / এমবিএ (মার্কেটিং) / ২ বছরের পূর্ণ সময়ের পিজিডিবিএ / পিজিডিবিএম / পিজিপিএম / পিজিডিএম (মার্কেটিং-এ স্পেশালাইজেশন) পাশ হতে হবে৷ মোট শূন্যপদ : ৫৩৫৷ (১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১,ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (২) কানাড়া ব্যাঙ্ক : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৩) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৫০০ (জেনাঃ ২৭০, তঃজাঃ ৫১, তঃউঃজাঃ ২৫, ওবিসি ৮১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭৩)৷
(গ) আইটি অফিসার (স্কেল-১) পোস্ট কোড -01: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন-এ ৪ বছরের বি.ই বা বি.টেক পাশ অথবা উল্লেখিত বিষয়গুলিতে স্নাতকোত্তর পাশ অথবা স্নাতক সহ DOEACC ‘B’ লেভেল পাশ হতে হবে৷ মোট শূন্যপদ : ২২০৷ (১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৭০ (জেনাঃ ৩০, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫,ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ (২) কানাড়া ব্যাঙ্ক : ২০ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৩) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১,ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৪) ইউকো ব্যাঙ্ক : ৭৫ (জেনাঃ ৩৩, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ (৫) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৩০ (জেনাঃ ১৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷
(ঘ) রাজভাষা অধিকারী (স্কেল-১) পোস্ট কোড-03 : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে স্নাতকোত্তর, সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে বা সংসৃকতে স্নাতকোত্তর, সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ মোট শূন্যপদ : ৮৪৷ (১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ (২) কানাড়া ব্যাঙ্ক : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৩) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১,ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৪) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৫৫ (জেনাঃ ৩০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷
(ঙ) এইচআর /পার্র্সেনেল অফিসার (স্কেল-১) পোস্ট কোড -05 : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ও পার্র্সেনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / এইচআর / এইচআরডি / সোশ্যাল ওয়ার্ক / লেবার ল বিষয়ে ২ বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে৷ মোট শূন্যপদ : ৬১৷ (১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ (২) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১,ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৩) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৩০ (জেনাঃ ১৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷
(চ) ল অফিসার (স্কেল-১) পোস্ট কোড-04 : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ মোট শূন্যপদ : ৪৪৷ (১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ (২) কানাড়া ব্যাঙ্ক : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৩) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৩০ (জেনাঃ ১৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷
আইটি অফিসার (স্কেল-১) পদ ছাড়া অন্যান্য পদগুলির প্রার্থীদের কম্পিউটার অপারেশনস / ল্যাঙ্গুয়েজ বিষয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্রি পাশ হতে হবে বা হাহ সুকল / কলেজ / ইনস্টিটিউট-এ ইনফরমেশন টেকনোলজি বিষয় পড়ে থাকতে হবে৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে৷ www.ibps.in ওয়েবসাইটের হোম পেজে গিয়ে ‘CRP Specialist Officers’ অপশন ওপেন করে ‘CLICK HERE TO APPLY ONLINE FOR CRP-Specialist Officers (CRP-SPL-XI)’ লিঙ্কে ক্লিক করলেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে৷ এরপর “CLICK HERE for New Registration”-এ ক্লিক করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা একটি ৪.৫ সেমি× ৩.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি ২০ কেবি থেকে ৫০ কেবি (ডাইমেনসন ২০×২৩০ পিক্সেলস) ফাইল সাইজের মধ্যে, সাদা কাগজে কালো কালি দিয়ে করা সই ১০ কেবি থেকে ২০ কেবি (ডাইমেনসন ১৪×৬০ পিক্সেলস) ফাইল সাইজের মধ্যে, সাদা কাগজে কালো বা নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ ২০ কেবি থেকে ৫০ কেবি (ডাইমেনসন ২৪০× ২৪০ পিক্সেলস) ফাইল সাইজের মধ্যে ও সাদা কাগজে কালো কালি দিয়ে “I, ………………………. (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” বয়ানটি নিজ হাতে লিখে ৫০ থেকে ১০০ কেবি (ডাইমেনসন ৮০×৪০০ পিক্সেলস) ফাইল সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অললাইনে দরখাস্ত ফি জিএসটি-সহ ৮৫০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ১৭৫ টাকা) জমা করতে হবে৷ নির্দেশ অনুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও ই-রিসিপ্ঢ ১ কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (২ পর্র্যয়ে) ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অনলাইন পরীক্ষা হবে প্রিলিমিনারি ও মেইন এই দু’ভাগে৷ প্রিলিমিনারি পরীক্ষা হবে ২ ঘণ্টা সময় সীমার ১২৫ নম্বরের৷ ল অফিসার্স ও রাজভাষা অধিকারী পদের জন্য অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এই সব বিষয়ে – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন, ২৫ নম্বর), রিজনিং এবিলিটি (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল অ্যাওয়ারনেস টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি (৫০ টি প্রশ্ন, ৫০ নম্বর)৷ প্রতিটি বিষয়ের জন্য ৪০ মিনিট করে সময় পাওয়া যাবে৷ আইটি অফিসার, এগ্রিকালচার ফিল্ড অফিসার, এইচআর / পার্র্সেনেল অফিসার ও মার্কেটিং অফিসার পদের জন্য অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এই সব বিষয়ে – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন, ২৫ নম্বর), রিজনিং এবিলিটি (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৫০ টি প্রশ্ন, ৫০ নম্বর)৷ প্রতিটি বিষয়ের জন্য ৪০ মিনিট করে সময় পাওয়া যাবে৷ প্রার্থীদের তিনটি বিষয়েই আই.বি.পি.এস দ্বারা নির্র্ধরিত নূ্যনতম কাট-অফ মার্কস পেতে হবে৷ প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর, ২০২১৷ এই পরীক্ষায় সফল হলে মেইন পরীক্ষা দিতে হবে৷ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোবে জানুয়ারি, ২০২২৷ অনলাইন মেইন পরীক্ষা হবে ৩০ জানুয়ারি, ২০২২৷ রাজভাষা অধিকারী পদের জন্য ৬০ মিনিটে ৬০ নম্বরের মেইন পরীক্ষা হবে৷ প্রোফেশনাল নলেজ (অবজেক্টিভ ৪৫টি প্রশ্ন) ও প্রোফেশনাল নলেজ (ডেসক্রিপটিভ ২টি প্রশ্ন)৷ অন্যান্য পদের মেইন পরীক্ষা হবে ৪৫ মিনিট সময় সীমার ৬০ নম্বরে৷ প্রশ্ন হবে প্রোফেশনাল নলেজ বিষয়ে (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর)৷ ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ নম্বর কাটা যাবে৷ পরীক্ষা হবে ভারতের বিভিন্ন শহরে৷ পশ্চিমবঙ্গের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রগুলি হল— আসানসোল, দুর্র্গপুর, বৃহত্তর কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি৷ মেইন পরীক্ষা হবে বৃহত্তর কলকাতা ও শিলিগুড়িতে৷ পশ্চিমবঙ্গের স্টেট কোড হল ৪৬৷ অসমের পরীক্ষা কেন্দ্রগুলি হল – ডিব্রুগড়, গুয়াহাটি, জোড়হাট, শিলচর, তেজপুর৷ অসমের স্টেট কোড হল ১৪৷ বিহারের পরীক্ষা কেন্দ্রগুলি হল – আরা, ঔরাঙ্গাবাদ, ভাগলপুর, দ্বারভাঙা, গয়া, মুজাফফরপুর, পাটনা, পূর্ণিয়া৷ বিহারের স্টেট কোড হল ১৫৷ ঝাড়খণ্ডের পরীক্ষা কেন্দ্রগুলি হল— বোকারো, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি৷ ঝাড়খণ্ডের স্টেট কোড হল ২৫৷ ওড়িশার পরীক্ষা কেন্দ্রগুলি হল – বালাসোর, বেরহামপুর (গঞ্জাম), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, রৌরকেল্লা, সম্বলপুর৷ ওড়িশার স্টেট কোড হল ৩৬৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.ibps.in
Official Notification: https://www.ibps.in/wp-content/uploads/DetailedAdvtCRPSPLXI.pdf
Apply Online: https://ibpsonline.ibps.in/crpspxinov21/