Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

ICG (EAST) HIRING 80 CIVILIANS / কোস্ট গার্ডে ৮০ সিভিলিয়ান গ্রুপ ‘সি’

Indian Coast Guard Region (East) invites applications for the following post.

Post: Civilian posts

Total Vacancy: 80

Engine Driver – 8

Sarang Lascar – 3

Storekeeper – 4

Motor Transport Driver – 24

Fireman – 6

ICE Fitter (Skilled) – 6

Store Keeper Grade II – 4

Spray Painter – 1

MT Fitter/ MT Tech/ MT Mech – 6

MTS (Mali) – 3

MTS (Peon) -10

MTS (Daftry) – 3

MTS (Sweeper) – 3

Sheet Metal Worker (Semi-Skilled) – 1

Electrical Fitter (Semi-Skilled) – 1

Labourer – 1

Eligibility:

Engine Driver – 10th passed and certificate

Sarang Lascar – 10th passed and certificate

Storekeeper – 12th passed and 1-year experience

Motor Transport Driver – 10th passed and valid driving license. 2 years of experience.

Fireman – 10th passed 

ICE Fitter (Skilled) – 10th passed and completed apprenticeship OR ITI OR 4 years of experience

Spray Painter – 10th passed and completed the apprenticeship

MT Fitter/ MT Tech/ MT Mech – 10th passed and 2 years of experience

MTS  – 10th passed and 2 years of experience

Sheet Metal Worker (Semi-Skilled) – 10th passed or ITI and 3 years of experience

Electrical Fitter (Semi-Skilled) – 10th passed or ITI and 3 years of experience

Labourer – 10th passed or ITI and 3 years of experience

Age Limit: Engine Driver and Sarang Lascar – 18 to 30 years,

   Others – 18 to 27 years

Pay Scale:

Engine Driver (Group C), Sarang Lascar – Rs.5200-20200+2400 & Revised Pay Matrix Level 4 Rs. 25500-81100

Fireman, Motor Transport Driver, Fireman, ICE Fitter, Store Keeper, Spray Painter, MT Fitter/ MT Tech/ MT Mech – Rs.5200+20200+1900 & Revised Pay Matrix Level 2 Rs. 19900-63200.

MTS, Worker, Electrical Fitter, Labourer – Rs.5200-20200+1800 & Revised Pay Matrix Level 2 Rs. 18000-56900.

Last Date of Receipt of Application: 20 February, 2022.

……………………………………………………………………………………….

ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজিয়ন (ইস্ট), চেন্নাই, ইঞ্জিন ড্রাইভার, সারঙ লস্কর, স্টোর কিপার, সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, ফায়ারম্যান, আইসিই ফিটার, স্প্রে পেইন্টার, এমটি ফিটার, মাল্টি টাস্কিং স্টাফ, শিট মেটাল ওয়ার্কার, ইলেকট্রিক্যাল ফিটার, লেবারার পদে ৮০ জন সিভিলিয়ান নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ইঞ্জিন ড্রাইভার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন ড্রাইভার কম্পিটেন্সির সার্টিফিকেট থাকতে হবে ৪০০ বোট হর্সপাওয়ারের কোনো ভেসেলে সারঙ হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ২৫,৫০০ টাকা থেকে ৮১,১১০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, কারাইকাল, মাণ্ডাপাম, বিশাখাপত্তনম৷

(২) সারঙ লস্কর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সারঙ কম্পিটেন্সির সার্টিফিকেট থাকতে হবে ২০ হর্সপাওয়ারের কোনো ভেসেলে সারঙ-ইন-চার্জ হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ২৫,৫০০ টাকা থেকে ৮১,১১০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, কারাইকাল, মাণ্ডাপাম৷

(৩) স্টোর কিপার গ্রেডII: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, তুতিকোরিন, বিশাখাপত্তনম৷

(৪) সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড)[এমটিডি (ওজি]: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হালকা ও ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কমপক্ষে ২ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা ও মোটর মেকানিজমের জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৪ (জেনাঃ ১৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, তুতিকোরিন, পন্ডিচেরি, বিশাখাপত্তনম৷

(৫) ফায়ারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি (তঃউঃজাঃ ও পার্বত্য অঞ্চলের বাসিন্দার বেলায় ২.৫ সেমি ছাড়), বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি, ওজন কমপক্ষে ৫০ কেজি হতে হবে৷ শারীরিক সমক্ষমতার পরীক্ষায় ৯৬ সেকেন্ডের মধ্যে ১৮৩ মিটার দূরত্বে ৬৩.৫ কেজি ওজনের একজন মানুষকে বহন করে নিয়ে যেতে হবে, লং জাম্পের মাধ্যমে ২.৭ মিটার চওড়া গর্ত অতিক্রম করতে হবে (দুইপায়ে ল্যান্ডিং হতে হবে), হাত ও পায়ের সাহায্যে ৩ মিটার উঁচু দড়ি চড়তে হবে৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, তুতিকোরিন, পন্ডিচেরি৷

(৬) আইসিই ফিটার (স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷  সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই স্বীকৃত ট্রেনিং কোর্স পাশ ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা আইটিআই ট্রেনিং-এর সুযোগ না থাকলে সংশ্লিষ্ট ট্রেডে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, বিশাখাপত্তনম৷

(৭) স্প্রে পেইন্টার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- তুতিকোরিন

(৮) এমটি ফিটার / এমটি টেক / এমটি মেক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও অটোমোবাইল ওয়ার্কশপে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, ওবিসি ২)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, তুতিকোরিন৷

(৯) মাল্টি টাস্কিং স্টাফ (মালি): মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৩ জানুয়ারি,  ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, তুতিকোরিন৷

(১০) মাল্টি টাস্কিং স্টাফ (পিওন): মাধ্যমিক বা সমতুল পাশ ও অফিস অ্যাটেনড্যান্ট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, তুতিকোরিন৷

(১১) মাল্টি টাস্কিং স্টাফ (ডাফট্রি): মাধ্যমিক বা সমতুল পাশ ও অফিস অ্যাটেনড্যান্ট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই৷

(১২) মাল্টি টাস্কিং স্টাফ (সুইপার): মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই, তুতিকোরিন৷

(১৩) শিট মেটাল ওয়ার্কার (সেমি স্কিলড): মাধ্যমিক বা সমতুল পাশ অথবা আইটিআই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই৷

(১৪) ইলেকট্রিক্যাল ফিটার (সেমি-স্কিলড): মাধ্যমিক বা সমতুল পাশ অথবা আইটিআই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই৷

(১৫) লেবারার: মাধ্যমিক বা সমতুল পাশ অথবা আইটিআই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ হবে৷ বয়স: ২৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা ও অন্যান্য ভাতা (প্রিরিভাইজড) ও ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷  নিয়োগ হবে- চেন্নাই৷

সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.indiancoastguard.gov.in ওয়েবসাইট-এ প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি সই করে সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, ড্রাইভিং লাইসেন্স (যদি প্রযোজ্য হয়), ট্রেড  সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)-এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর ‘Application for the post of……………………………..’’ লিখে সাধারণ ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় – The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai- 600009৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড/স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.indiancoastguard.gov.in/

Official Notification:

https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202201190457127187374Advertisement(East).pdf

Share it :