Advt. no. IGM/HR(Estt.)/Rect./02/2022
India Government Mint, Kolkata invites online applications for the following posts.
Post: Junior Technician, Lab assistant, Sub-station operator, Supervisor (Assay).
Total vacancy: 19
Eligibility: ITI/Diploma/Graduate in relevant trade (post-wise different).
Age limit: post-wise different
Pay-scale: post-wise different
Last Date of Online Application: 29/11/2022
………………………………..
কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, কলকাতা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান টার্নার (সিএনসি অপারেটর), সাব-স্টেশন অপারেটর, জুনিয়র টেকনিশিয়ান (মেশিনিস্ট), জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল), সুপারভাইজার (অ্যাসে), জুনিয়র টেকনিশিয়ান (ফার্নেসম্যান), জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিকস), জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডার) পদে ১৯ জন নিয়োগ করবে৷ ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে সুপারভাইজার (অ্যাসে) পদের বেলায় ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ও অন্যান্য পদের বেলায় ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর, ওবিসি প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম হবে সুপারভাইজার (অ্যাসে) পদের বেলায় ২৭৬০০ টাকা থেকে ৯৫৯১০ টাকা ও অন্যান্য পদের বেলায় ১৮৭৮০ টাকা থেকে ৬৭৩৯০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্লান্ট) ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনা: ৩, ওবিসি ১)৷
(২) জুনিয়র টেকনিশিয়ান টার্নার (সিএনসি অপারেটর): টার্নার ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷
(৩) সাব-স্টেশন অপারেটর: ইলেকট্রিশিয়ান ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে, সঙ্গে স্টেট লাইসেন্স বোর্ড (ইলেকট্রিক্যাল) প্রদত্ত ওয়্যারম্যানস পারমিট থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷
(৪) জুনিয়র টেকনিশিয়ান (মেশিনিস্ট): মেশিনিস্ট / মেশিনিস্ট (গ্রিনডার) ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ মিলিং-১, গ্রিনডিং-১৷
(৫) জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল): মেশিনিস্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৬) সুপারভাইজার (অ্যাসে): কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা / বিই / বিটেক পাশ হতে হবে, সঙ্গে ইনর্গানিক কেমিস্ট্রি বিষয় পড়া থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৭) জুনিয়র টেকনিশিয়ান (ফার্নেসম্যান): ফাউন্ড্রি / ব্ল্যাকস্মিথ ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৮) জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিকস): ইলেকট্রনিকস ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৯) জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডার): ওয়েল্ডার ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে http://igmkolkata.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ পরীক্ষা ফি ৬০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও ওবিসি প্রার্থীদের শুধুমাত্র ইন্টিমেশন চার্জ ২০০টাকা জমা দিতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি (৪.৫ সেমি×৩.৫ সেমি, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), কালো কালিতে করা সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো / নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (৩ সেমি× ৩ সেমি, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো / নীল কালিতে লেখা বয়ান “I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” (১০ সেমি× ৫ সেমি, ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি/জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর, ২০২২ থেকে জানুয়ারি ২০২৩৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://igmkolkata.spmcil.com
Official Notification: Click Here