Institute of Hotel Management, Catering Technology & Applied Nutrition invites applications for the following posts.
Post: Assistant Lecturer cum Assistant Instructor, Lower Division Clerk, Teaching Associate (contractual).
Total vacancy: 21. Assistant Lecturer cum Assistant Instructor: 8, Lower Division Clerk: 7, Teaching Associate (contractual): 6.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Pay scale: post wise different.
Last Date for Submit Application: 28th November, 2022 till 5 pm.
………………………………………..
ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউনিট্রশন অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, টিচিং অ্যাসোসিয়েট পদে ২১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৮ নভেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা- (১) অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকটর: ক্যাটাগরি এ: হসপিটালিটি / ট্যুরিজম বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট বা এমবিএ পাশ হতে হবে৷ হোটেল অ্যাডমিনিস্ট্রেশন / হসপিটালিটি ম্যানেজমেন্ট / হোটেল ম্যানেজমেন্ট / হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন / কালিনারি আর্টস / কালিনারি সায়েন্স বিষয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি বা তিনতারা কোনো হোটেলে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ প্রার্থীদের অবশ্যই এনএইচটেট পাশ হতে হবে৷ ক্যাটাগরি বি: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ হসপিটালিটি / হোটেল অ্যাডমিনিস্ট্রেশন / হসপিটালিটি ম্যানেজমেন্ট / হোটেল ম্যানেজমেন্ট / হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন / কালিনারি আর্টস পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই এনএইচটেট পাশ হতে হবে৷ হসপিটালিটি সম্বন্ধীয় কোনো বিষয়ে পিএইচ.ডি পাশ প্রার্থীদের বেলায় এনএইচটেট পাশ (ক্যাটাগরি এ ও বি উভয়ক্ষেত্রেই) আবশ্যিক নয়৷ বয়স: ২৮ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(২) লোয়ার ডিভিশন ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ ১ বছর কাজের অভিজ্ঞতা ও হিন্দি টাইপ জানা থাকলে ভালো হয়৷ বয়স: ২৮ নভেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ২, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৩) টিচিং অ্যাসোসিয়েট (কনট্রাকচুয়াল): (ক) উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ৬০ শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এনএইচটেট পাশ করা আবশ্যক অথবা (খ) উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি ও মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি যে কোনো একটি পরীক্ষায় মোট ৬০ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে৷ এনএইচটেট পাশ করা আবশ্যক বয়স: ২৮ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে টিচিং এবিলিটি টেস্ট ও সাবজেক্ট স্কিল টেস্টের মাধ্যমে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.ihmctan.edu ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Institute of Hotel Management (payable at Mumbai)’-এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও সঠিক মূল্যের ডাকটিকিট লাগানো একটি খাম জমা দিতে হবে৷ খাম ও নথিপত্রসহ পূরণ করা দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Principal, Institute of Hotel Management, Catering Technology & Applied Nutrition, Veer Savarkar Marg, Dadar, Mumbai – 400028৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.ihmctan.edu
Get details: Click Here