Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

IIPB RECRUITING 650 GDS / ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে ৬৫০ গ্রামীণ ডাকসেবক

Advertisement No.: IPPB/HR/CO/REC/2022-23/01

Applications are invited by India Post Payment Bank from the eligible candidates for engagement of following post.

Post: Gramin Dak Sevaks (GDS) as Executives

Total Vacancy: 650

Eligibility: Graduate, Minimum 2 years of working experience as GDS.

Age limit: 20-35 years as on 30th April, 2022

Salary: Rs. 30,000

Application Fee: Rs. 700

Last Date of Online Application: 20th June, 2022.

……………………………………………..

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন পোস্টাল সার্কেলে এক্সিকিউটিভ পদে ৬৫০ জন গ্রামীণ ডাকসেবক (জিডিএস) নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ২ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও, কাজের মান পর্যালোচনা করে চুক্তির মেয়াদ আরও ১ বছর বাড়ানো হতে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ মে, ২০২২-এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: ভারত সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষা প্রতিষ্ঠান / বোর্ড থেকে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে গ্রামীণ ডাকসেবক পদে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক এবং উক্ত পদে ১০ মে, ২০২২ পর্যন্ত কর্মরত হতে হবে৷  বয়স:  ৩০ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷ বেতন: ৩০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৬৫০৷ (১) পশ্চিমবঙ্গ: ৩৩৷  (২) অন্ধ্রপ্রদেশ: ৩৪৷ (৩) অসম: ২৫৷ (৪) বিহার: ৭৬৷ (৫) ছত্তিসগড়: ২০৷ (৬) দিল্লি: ৪৷ (৭) গুজরাট: ৩১৷ (৮) হরিয়ানা: ১২৷ (৯) হিমাচল প্রদেশ: ৯৷ (১০) জম্মু-কাশ্মীর: ৫৷ (১১) ঝাড়খণ্ড: ৮৷ (১২) কর্ণাটক: ৪২৷ (১৩) কেরালা: ৭৷ (১৪) মধ্যপ্রদেশ: ৩২৷ (১৫) মহারাষ্ট্র: ৭১৷ (১৬) উত্তর-পূর্ব: ১৫৷ (১৭) ওড়িশা: ২০৷ (১৮) পাঞ্জাব: ১৮৷ (১৯) রাজস্থান: ৩৫৷ (২০) তামিলনাড়ু: ৪৫৷ (২১) তেলেঙ্গানা: ২১৷ (২২) উত্তরপ্রদেশ: ৮৪৷ (২৩) উত্তরাখণ্ড: ৩৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://ippbonline.com/web/ippb/current-openings ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ৭০০ টাকা অনলাইনে জমা দিয়ে ই- রিসিপ্ট প্রিন্ট করে নিতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর ৪.৫ সেমি × ৩.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি (২০× ২৩০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১৪× ৬০ পিক্সেল, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো/নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (১৪× ৬০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে “I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” লেখা  ডিক্লেয়ারেশন (৮০× ৪০০ পিক্সেল/ ১০ সেমি ×৫ সেমি মাপের, ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে ও সাম্প্রতিকতম জীবনপঞ্জী পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা, হুগলি, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, আসানসোল৷ পরীক্ষার সম্ভাব্য সময় জুন, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.ippbonline.com

Official Notification: Click Here

 

Share it :