Advt. No. INCOIS/RMT/03/2021
Indian National Centre for Ocean Information Services (INCOIS) is inviting applications for recruitment to 82 posts of Project Scientists & Project Scientific Assistants.
Post: Project Scientist III, Project Scientist II, Project Scientist I, Project Scientific Assistant II, Project Scientific Assistant I.
Total vacancy: 82. Project Scientist III – 7, Project Scientist II – 15, Project Scientist I – 40, Project Scientific Assistant II – 5, Project Scientific Assistant I – 15.
Eligibility: M.Sc./ B.E / B.Tech, B.Sc
Age limit: Project Scientist III – 45 years, Project Scientist II – 40 years, Project Scientist I – 35 years, Project Scientific Assistant II – 35 years, Project Scientific Assistant I – 28 years.
Pay scale: Project Scientist III – Rs. 78,000 + HRA, Project Scientist II – Rs. 67,000 + HRA, Project Scientist I – Rs. 56,000 + HRA, Project Scientific Assistant II – Rs. 50,000, Project Scientific Assistant I – Rs. 39,000.
Last date of online application: 21 September, 2021
…………………………………..
কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিসেস-এ প্রোজেক্ট সায়েন্টিস্ট III, প্রোজেক্ট সায়েন্টিস্ট II, প্রোজেক্ট সায়েন্টিস্ট I, প্রোজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট II, প্রোজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টI পদে ৮২ জনকে নিয়োগ করা হবে৷ দরখাস্ত জমা করতে হবে অনলাইনে ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর মধ্যে৷ পদ অনুযায়ী যোগ্যতা : (১) প্রোজেক্ট সায়েন্টিস্ট III (পোস্ট কোড :01) : কমপক্ষে ৬০% নম্বরসহ ওশেনিক সায়েন্সে / অ্যাটমোসফেরিক সায়েন্স / ক্লাইমেট সায়েন্স / জুওলজি / ফিশারিজ / মেরিন সায়েন্স / মেরিন বায়োলজি / মেটেওরোলজি / ওশেনোগ্রাফি / ফিজিক্যাল ওশেনোগ্রাফি / ফিজিক্স / ম্যাথেমেটিক্স-এ মাস্টার ডিগ্রি অথবা মেকানিক্যাল শাখায় এমই / এমটেক ডিগ্রি বা মেকানক্যাল শাখায় বিই / বিটেক ডিগ্রি থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফিজিক্যাল ওশেনোগ্রাফি / মেরিন সায়েন্স / অ্যাটমোসফেরিক সায়েন্স / ফিশারি সায়েন্সে পিএইচডি ডিগ্রি থাকলে ভালো হয়৷ বয়স : ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ এককালীন বেতন : প্রতিমাসে ৭৮,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) প্রোজেক্ট সায়েন্টিস্ট III (পোস্ট কোড :02) : কমপক্ষে ৬০% নম্বরসহ কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার ডিগ্রি বা এমই /এমটেক বা বিই / বিটেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি থাকলে ভালো হয়৷ বয়স : ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ এককালীন বেতন : প্রতিমাসে ৭৮,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৩) প্রোজেক্ট সায়েন্টিস্ট II (পোস্ট কোড :03) : কমপক্ষে ৬০% নম্বরসহ সায়েন্স কমিউনিকেশন / ওশেনিক সায়েন্স / অ্যাটমোসফেরিক সায়েন্স / ক্লাইমেট সায়েন্স / মেরিন সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সায়েন্স কমিউনিকেশন / ফিজিক্যাল ওশেনোগ্রাফি / মেরিন সায়েন্স / মেটেওরোলজি / অ্যাটমোসফেরিক সায়েন্সে পিএইচডি ডিগ্রি থাকলে ভালো হয়৷ বয়স : ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ এককালীন বেতন : প্রতিমাসে ৬৭,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৪) প্রোজেক্ট সায়েন্টিস্ট II (পোস্ট কোড :04) : কমপক্ষে ৬০% নম্বরসহ কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার ডিগ্রি অথবা এমই / এমটেক বা বিই / বিটেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে ভালো হয়৷ বয়স : ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ এককালীন বেতন : প্রতিমাসে ৬৭,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৫) প্রোজেক্ট সায়েন্টিস্ট II (পোস্ট কোড :05) : কমপক্ষে ৬০% নম্বরসহ ওশেনিক সায়েন্স / অ্যাটমোসফেরিক সায়েন্স / ক্লাইমেট সায়েন্স / মেরিন সায়েন্সে / মেটিওরোলজি / ওশেনোগ্রাফি / ফিজিক্যাল ওশেনোগ্রাফি / মেরিন বায়োলজি / ফিজিক্স / ম্যাথামেটিক্স-এ মাস্টার ডিগ্রি অথবা মেকানিক্যাল / এনভায়রনমেন্টাল শাখায় এমই / এমটেক বা বিই / বিটেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ফজিক্যাল ওশেনোগ্রাফি / মেরিন সায়েন্স / কেমিক্যাল ওশেনোগ্রাফি / মেটিওরোলজি / অ্যাটমোসফেরিক সায়েন্স / ম্যাথামেটিক্স-এ পিএইচডি ডিগ্রি থাকলে ভালো হয়৷ বয়স : ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ এককালীন বেতন : প্রতিমাসে ৬৭,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৬) প্রোজেক্ট সায়েন্টিস্ট I (পোস্ট কোড :06) : কমপক্ষে ৬০% নম্বরসহ কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / সিভিল / ইলেকট্রিক্যাল শাখায় মাস্টার ডিগ্রি বা বিই / বিটেক পাশ হতে হবে৷ কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে ভালো হয়৷ বয়স : ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ এককালীন বেতন : প্রতিমাসে ৫৬,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৭) প্রোজেক্ট সায়েন্টিস্ট I (পোস্ট কোড :07) : কমপক্ষে ৬০% নম্বরসহ ওশেনিক সায়েন্সে / অ্যাটমোসফেরিক সায়েন্স / ক্লাইমেট সায়েন্স / জুওলজি / ফিশারিজ / মেরিন সায়েন্স / মেটিওরোলজি / ওশেনোগ্রাফি / ফিজিক্যাল ওশেনোগ্রাফি / মেরিন কেমিস্ট্রি / মেরিন বায়োলজি / ফিজিক্স / ম্যাথেমেটিক্স / জিওইনফরমেটিক্স / জিওফিজিক্স / ওশেন টেকনোলজি / ন্যাভাল আর্কিটেকচর বিষয়ে মাস্টার ডিগ্রি বা মেকানিক্যাল শাখায় বিই / বিটেক ডিগ্রি থাকা আবশ্যক৷ ফিজিক্যাল ওশেনোগ্রাফি / মেরিন সায়েন্স / কেমিক্যাল ওশেনোগ্রাফি / মেটিওরোলজি / অ্যাটমোসফেরিক সায়েন্স / ম্যাথেমেটিক্স / জিওইনফরমেটিক্স / জিওফিজিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে ভালো হয়৷ বয়স : ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ এককালীন বেতন : প্রতিমাসে ৫৬,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৮) প্রোজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট II (পোস্ট কোড :08) : কমপক্ষে ৬০% নম্বরসহ কম্পিউটার / ফিজিক্স / ম্যাথামেটিক্স / স্ট্যাটিস্টিক্স / বায়োলজি / জুওলজি / ফিশারিজ / কেমিস্ট্রি / ইক্ট্রেনিস্কে বিএসসি ডিগ্রি অথবা বিসিএ বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / সিভিল / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে৷ কম্পিউটারে বেসিক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ এককালীন বেতন : প্রতিমাসে ৫০,০০০ টাকা ও অন্যান্য ভাতা.
(৯) প্রোজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট I (পোস্ট কোড :09) : কমপক্ষে ৬০% নম্বরসহ কম্পিউটার / ফিজিক্স / ম্যাথামেটিক্স / স্ট্যাটিস্টিক্স / বায়োলজি / জুওলজি / ফিশারিজ / কেমিস্ট্রি / ইলেকট্রনিস্কে বিএসসি ডিগ্রি অথবা বিসিএ বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / সিভিল / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে৷ কম্পিউটারে বেসিক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ২২ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ এককালীন বেতন : প্রতিমাসে ৩৯,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
পদ অনুযায়ী শূন্যপদ : প্রোজেক্ট সায়েন্টিস্ট III : ৭ (অসংরক্ষিত) – (পোস্ট কোড01 : ৬, পোস্ট কোড02 : )৷ প্রোজেক্ট সায়েন্টিস্ট II : ১৫ (অসংরক্ষিত) – (পোস্ট কোড03 : ১, পোস্ট কোড04 : ৪, পোস্ট কোড05 : ১)৷ প্রোজেক্ট সায়েন্টিস্ট I : ৪০ (জেনাঃ ১৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর ৩) – (পোস্ট কোড06 : ১০, পোস্ট কোড07 : ৩)৷ প্রোজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট II (পোস্ট কোড08 : ৫ (জেনাঃ ৪,ওবিসি ১)৷ প্রোজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট I (পোস্ট কোড09 : ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে https://www.incois.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সই জেপিজি ফরম্যাটে (সর্বোচ্চ ১০০ কেবি-এর মধ্যে) এবং শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, জন্ম প্রমাণপত্র, শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) পিডিএফ ফরম্যাটে (সর্বোচ্চ ১০০ কেবি-এর মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুসারে ধাপে-ধাপে দরখাস্ত পূরণ করার পর সাবমিট করে তার এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ প্রিন্ট কপি পাঠানোর দরকার নেই৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রোজেক্ট সায়েন্টিস্ট III, প্রোজেক্ট সায়েন্টিস্ট II, প্রোজেক্ট সায়েন্টিস্ট I পদ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে৷ বাকি পদের ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://www.incois.gov.in/
Click here to get the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Indian-National-Centre-for-Ocean-Information-Services.pdf