Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

INDIA POST HIRING 38926 GDS / ভারতীয় ডাক বিভাগে ৩৮,৯২৬ গ্রামীণ ডাকসেবক

Applications are invited from the eligible candidates for engagement of following post.

Post: Gramin Dak Sevaks (GDS) as BPM, ABPM, Dak Sevak.

Total Vacancy: 38,926

Eligibility: 10th pass, Knowledge of local language, cycling, computer & mobile.

Age limit: 18-40 years as on 5th June, 2022

Salary: BPM- Rs. 12,000, ABPM, Dak Sevak- Rs. 10,000

Application Fee: Rs. 100 (fee is exempted for all female candidates, SC/ST candidates, PwD candidates and Transwomen candidates).

Last Date of Online Application: 5th June, 2022.

………………………………………………………

ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন পোস্টাল সার্কেলে ‘গ্রামীণ ডাকসেবক’ (জিডিএস) ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক পদে ৩৮,৯২৬ জন  নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৫ জুন, ২০২২-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ইংরাজি ও অংক সহ মাধ্যমিক পাশ হতে হবে ও মাধ্যমিক পর্যন্ত স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে, সঙ্গে সাইকেল / সুকটার / মোটর সাইকেল চালানো ও কম্পিউটার / ল্যাপটপ / পিওএস / মোবাইল ব্যাবহার জানতে হবে৷ বয়স:  ৫ জুন, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি ১৩ বছর ও তপশিলি সম্প্রদায় ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতন: প্রতিদিন ৪ ঘণ্টা কাজের জন্য ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের ন্যূনতম বেতন ১২,০০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক পদের ন্যূনতম বেতন ১০,০০০ টাকা৷

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৩৮,৯২৬৷ (১) পশ্চিমবঙ্গ: ১৯৬৩৷ এর মধ্যে বাংলা ভাষা- ১৮৫০ (জেনাঃ ৭৮১, তঃজাঃ ৪১১, তঃউঃজাঃ ৮৮, ওবিসি ৩৮৬, আর্থিকভাবে অনগ্রসর ১৩৫, শারীরিক প্রতিবন্ধী ৪৯)৷ হিন্দি / ইংরাজি ভাষা- ৪৮ (জেনাঃ ২৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ৪, শারীরিক প্রতিবন্ধী ১),  নেপালি ভাষা- ২৬ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৩, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ১, শারীরিক প্রতিবন্ধী ১), নেপালি / বাংলা ভাষা- ১৩ (জেনাঃ ৪, তঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ৩), নেপালি / ইংরাজি ভাষা- ২৬ (জেনাঃ ১৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ৩, শারীরিক প্রতিবন্ধী ১)৷ (২) অন্ধ্রপ্রদেশ: ১৭১৬৷ (৩) অসম: ১১৪৩৷ (৪) বিহার: ৯৯০৷ (৫) ছত্তিসগড়: ১২৫৩৷ (৬) দিল্লি: ৬০৷ (৭) গুজরাট: ১৯০১৷ (৮) হরিয়ানা: ৯২১৷ (৯) হিমাচল প্রদেশ: ১০০৭৷ (১০) জম্মু-কাশ্মীর: ২৬৫৷ (১১) ঝাড়খণ্ড: ৬১০৷ (১২) কর্ণাটক: ২৪১০৷ (১৩) কেরালা: ২২০৩৷ (১৪) মধ্যপ্রদেশ: ৪০৭৪৷ (১৫) মহারাষ্ট্র: ৩০২৬৷ (১৬) উত্তর-পূর্ব: ৫৫১৷ (১৭) ওড়িশা: ৩০৬৬৷ (১৮) পাঞ্জাব: ৯৬৯৷ (১৯) রাজস্থান: ২৩৯০৷ (২০) তামিলনাড়ু: ৪৩১০৷ (২১) তেলেঙ্গানা: ১২২৬৷ (২২) উত্তরপ্রদেশ: ২৫১৯৷ (২৩) উত্তরাখণ্ড: ৩৫৩৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://indiapostgdsonline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও ট্রান্স-মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে এবং মাধ্যমিকের মার্কশিট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷  প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://indiapostgdsonline.gov.in

Official Notification: Click Here

Circle-wise vacancy list: Click Here

Registration Link: Click Here

Apply Online: Click Here

 

Share it :