Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Indian Air Force – Airmen Recruitment / বায়ুসেনায় কয়েকশো এয়ারম্যান

INTAKE 01/2022

Indian Air Force invites online application from unmarried male (Indian/Nepalese) candidates for selection test for INTAKE 01/2022 to join as Airmen in Group ‘X’ Trades [Except Education Instructor Trade] and Group ‘Y’ Trade [Except Indian Air Force (Security) and Musician Trade].

Post: Group ‘X’ (Except Education Instructor Trade), Group ‘Y’ [Except IAF(S) and Musician Trades], Group ‘Y’ Medical Assistant Trade Only.

Eligibility: (a) Group ‘X’ (Except Education Instructor Trade): Passed Intermediate/10+2/Equivalent examination with Mathematics, Physics and English from an Education Board listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English. OR Passed Three years Diploma Course in Engineering in any stream, as mentioned in the drop down menu of apply online section under candidate’s login on the CASB web portal www.airmenselection.cdac.in. The candidate should have completed the course from a Government recognized Polytechnic institute with 50% marks in aggregate and 50% marks in English in diploma course (or in Intermediate/Matriculation, if English is not a subject in Diploma Course).

(b) Group ‘Y’ [Except IAF(S) and Musician Trades]: Passed Intermediate / 10+2 / Equivalent Examination in any stream/subjects approved by Central / State Education Boards listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English. OR Passed two years vocational course from Education Boards listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English in vocational course or in Intermediate/Matriculation if English is not a subject in Vocational Course.

(c) Group ‘Y’ Medical Assistant Trade Only: Passed 10+2/Intermediate/ equivalent exam with Physics, Chemistry, Biology and English from an Education Board listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English.

Age: 21 Years ( Born between 16 January 2001 and 29 December 2004 ).

Salary: During training, a stipend of Rs. 14,600/- per month shall be paid.

(a) Group ‘X’ Trades (Except Education Instructor Trade). Rs.33,100/- per month plus Dearness allowance (as applicable) which, in subsequent years, may rise as per the career progression of the individual.

(b) Group ‘Y’ [Except IAF(S) and Musician Trades]. Rs. 26,900/- per month plus Dearness allowance (as applicable) which, in subsequent years, may rise as per the career progression of the individual.

Online application closing date: 07 February 2021 (1700h).

Website: www.careerindianairforce.cdac.in or www.airmenselection.cdac.in

……………………………………………………………………………………………………………….

ভারতীয় বায়ুসেনা ‘এয়ারম্যান’ পদে গ্রুপ ‘এক্স’ (এডুকেশন ইনস্ট্রাক্টর ট্রেড ছাড়া) ও গ্রুপ ‘ওয়াই’ ট্রেডে [ইন্ডিয়ান এয়ার ফোর্স (সিকিউরিটি) ও মিউজিশিয়ান ট্রেড ছাড়া] কয়েকশো অবিবাহিত ছেলে নেবে৷ নিয়োগ হবে 01/2022 ব্যাচের জন্য৷ বয়স হতে হবে ২১ বছরের মধ্যে (জন্ম তারিখ হবে ১৬ জানুয়ারি, ২০০১ থেকে ২৯ ডিসেম্বর, ২০০৪-এর মধ্যে)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ জানুয়ারি, ২০২১ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২১-এর বিকেল ৫টার মধ্যে৷

(১) গ্রুপ ‘এক্স’ ট্রেডে যোগ্যতা : অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি বিষয় নিয়ে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে ইংরেজিতে ৫০% নম্বর থাকতে হবে অথবা সরকার স্বীকৃত কোনো পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ৫০% নম্বর সহ যে কোনো ট্রেডে ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে ও অবশ্যই ইংরেজি বিষয়ে ৫০% নম্বর থাকতে হবে৷ আর যদি ডিপ্লেমা কোর্সে ইংরেজি বিষয়ে না থাকে তাহলে দশম/দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ইংরাজিতে ৫০% নম্বর পেয়ে থাকতে হবে৷

(২) গ্রুপ ‘ওয়াই’ ট্রেডে যোগ্যতা: যে কোনো শাখায় ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরাজিতে ৫০% নম্বর থাকতে হবে৷

(৩) গ্রপ ‘ওয়াই’ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের যোগ্যতা : মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের জন্য ম্যাথমেটিক্স, ফিজিক্স ও ইংরাজি বিষয় নিয়ে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরাজিতে ৫০% নম্বর থাকতে হবে৷

শারীরিক মাপজোক: ৩ টি ট্রেডের ক্ষেত্রেই আবেদনের জন্য ছেলেদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫২.৫ সেমি সঙ্গে মানানসই ওজন৷ বুকের ছাতি ৫ সেমি পর্যন্ত বর্ধিত হতে হবে৷

স্টাইপেন্ড ও বেতন: নির্বাচিত প্রার্থীদের জয়েন্ট বেসিক ফেজ ট্রেনিং হবে  বেসিক ট্রেনিং ইনস্টিটিউটে৷ তখন স্টাইপেন্ড পাওয়া যাবে প্রতি মাসে ১৪,৬০০ টাকা৷ গ্রুপ ‘এক্স’ ট্রেডে প্রতি মাসে ৩৩,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷ গ্রুপ ‘ওয়াই’ ট্রেডে প্রতি মাসে ২৬,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷ মাস্টার ওয়ার্যান্ট অফিসার পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.careerindianairforce.cdac.in বা www.airmenselection.cdac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি, মোবাইল নম্বর ও আধার কার্ডের নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় নিম্নলিখিত নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে- মাধ্যমিক বা সমতুল পরীক্ষার পাশের শংসাপত্র, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র, ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার শেষ বর্ষের মার্কশিট, প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা ( ২০২০ সালের ডিসেম্বর মাসের আগে নয়) পাসপোর্ট মাপের রঙিন ছবি (১০ কেবি থেকে ৫০ কেবি ফাইল সাইজ)৷ বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (১০ কেবি থেকে ৫০ কেবি ফাইল সাইজ), সই (১০ কেবি থেকে ৫০ কেবি ফাইল সাইজ)৷  প্রার্থীর ছবি তুলতে হবে বুকের কাছে কালো স্লেট ধরে, তাতে সাদা চক দিয়ে নিজের নাম ও ছবি তোলার তারিখ লেখা থাকবে৷ দরখাস্তের ফি ২৫০ টাকা অনলাইনে ডেবিট/ ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করতে হবে৷ অফলাইনে চালানের মাধ্যমে অ্যাক্সিস ব্যাঙ্কের যে কোনো শাখায় জমা দেওয়া যাবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন ও শারীরিক সক্ষমতার পরীক্ষার ভিত্তিতে৷ লিখিত পরীক্ষা হবে অনলাইনে৷ গ্রুপ‘এক্স’-এর লিখিত পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণির সিবিএসই সিলেবাস অনুযায়ী ইংরেজি, ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয়ে সময় থাকবে ৬০ মিনিট৷ গ্রুপ‘ওয়াই’-এর লিখিত পরীক্ষা হবে ইংরাজি, রিজনিং ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে, সময় থাকবে ৪৫ মিনিট৷ গ্রুপ‘এক্স’ ও গ্রুপ‘ওয়াই’-এর কমন পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণির সিবিএসই সিলেবাস অনুযায়ী ইংরেজি, ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয়ে, সময় থাকবে ৮৫ মিনিট৷ প্রতি প্রশ্ণের মান ১ নম্বর৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ নম্বর কাটা যাবে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় ডাকা হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় সাড়ে ৬ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড়, ১০টি পুশ আপ, ১০টি সিট আপ ও ২০ বার স্কোয়াট আপ করতে হবে৷ সবশেষে ডাক্তারি পরীক্ষার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে৷ লিখিত পরীক্ষা হবে ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল, ২০২১৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইটগুলি দেখুন৷

Click Here To Download The Official Notification : Get Details

 

Share it :