Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

INDIAN AIR FORCE RECRUTING AGNIVEER VAYU / এয়ারফোর্সে অগ্নিবীরবায়ু নিয়োগ

AGNIVEERVAYU INTAKE 01/2023

Indian Air Force has released a notification to recruit Agniveer Vayu.

Post: Agniveer Vayu

Eligibility:

Science Subjects-

Candidates should have passed Intermediate/10+2/ Equivalent examination with Mathematics, Physics and English from an Education Board listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English.

OR

Passed Three years Diploma Course in Engineering (Mechanical/ Electrical/ Electronics/ Automobile/ Computer Science/ Instrumentation Technology/ Information Technology) from a Government recognized Polytechnic institute with 50% marks in aggregate and 50% marks in English in diploma course (or in Intermediate/Matriculation, if English is not a subject in Diploma Course).

OR

Passed Two years Vocational Course with non-vocational subject viz. Physics and Maths from State Education Boards/Councils which are listed in COBSE with 50% marks in aggregate and 50% marks in English in vocational course (or in Intermediate/ Matriculation, if English is not a subject in Vocational Course).

(b) Other Than Science Subjects-

Passed Intermediate / 10+2 / Equivalent Examination in any subject approved by Central / State Education Boards listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English.

OR

Passed two years vocational course from Education Boards listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English in vocational course or in Intermediate/Matriculation if English is not a subject in Vocational Course.

Age limit: 21 years (born between 27 June 2022 and 27 December 2005)

Monthly Salary: Rs 30,000 – Rs. 40,000

Application Fee: Rs. 250.

Last Date of Application: 23/11/2022 till 5 pm.

……………………………

কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে এয়ারফোর্সে অগ্নিবীরবায়ু পদে অবিবাহিত পুরুষ ও মহিলাদের চার বছরের জন্য নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ নভেম্বর, ২০২২ বিকেল ৫ টার মধ্যে৷

যোগ্যতা: বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বরসহ ম্যাথমেটিক্স, ফিজিক্স ও ইংরেজি (৫০ শতাংশ নম্বর) বিষয় নিয়ে ইন্টারমিডিয়েট/উচ্চমাধ্যমিক/সমতুল পরীক্ষা পাশ হতে হবে অথবা মোট ৫০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিকস / অটোমোবাইল / কম্পিউটার সায়েন্স / ইনস্ট্রুমেনটেশন টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে ডিপ্লোমা কোর্সের ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে বা ইন্টারমিডিয়েট / মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে (ডিপ্লোমা কোর্সে ইংরেজি বিষয় না থাকলে) ৫০ শতাংশ নম্বর পেতে হবে অথবা মোট ৫০ শতাংশ নম্বরসহ নন-ভোকেশনাল ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ২ বছরের ভোকেশনাল কোর্স পাশ হতে হবে, সঙ্গে ভোকেশনাল কোর্সের ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে বা ইন্টারমিডিয়েট/মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে (ভোকেশনাল কোর্সে ইংরেজি বিষয় না থাকলে) ৫০ শতাংশ নম্বর পেতে হবে৷ বিজ্ঞান বিভাগ বাদে অন্যান্য বিভাগের ক্ষেত্রে কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বরসহ যে কোনও বিষয় নিয়ে ইন্টারমিডিয়েট/উচ্চমাধ্যমিক/সমতুল পরীক্ষা পাশ হতে হবে, সঙ্গে ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে অথবা মোট ৫০ শতাংশ নম্বরসহ ২ বছরের ভোকেশনাল কোর্স পাশ হতে হবে, সঙ্গে ভোকেশনাল কোর্সের ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে বা ইন্টারমিডিয়েট/মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে (ভোকেশনাল কোর্সে ইংরেজি বিষয় না থাকলে) ৫০ শতাংশ নম্বর পেতে হবে৷

বয়স: ২৭ জুন, ২০০২ থেকে ২৭ ডিসেম্বর, ২০০৫-এর মধ্যে জন্মতারিখ হতে হবে৷ নিয়োগের সময় বয়সের ঊর্ধসীমা ২১ বছর ধার্য করা হয়েছে৷

শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে পুরুষদের বেলায় কমপক্ষে ১৫২.৫ সেমি ও মহিলাদের বেলায় কমপক্ষে ১৫২ সেমি৷ পুরুষদের বেলায় বুকের ছাতির মাপ কমপক্ষে ৭৭ সেমি হতে হবে ও ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে৷ মহিলাদের বেলায় বক্ষপ্রাচীর সামঞ্জস্যপূর্ণ হতে হবে ও ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে৷ উচ্চতা ও বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে৷ দুই চোখে দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬/১২ ও চশমাসহ ৬/৬ হওয়া আবশ্যক৷ কালার ভিসন হতে হবে সিপি-II৷

বেতন: মাসিক বেতন হবে প্রথম বছরে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরে ৩৬,৫০০ টাকা, চতুর্থ বছরে ৪০,০০০ টাকা৷ মাসিক বেতনের ৭০ শতাংশ হাতে পাওয়া যাবে আর বাকি ৩০ শতাংশ কেটে নেওয়া হবে মেয়াদ শেষে প্রাপ্ত সুবিধার জন্য৷ চার বছর পরে চুক্তির মেয়াদ শেষে ঐ অর্থ এবং সমহারে সরকারি অনুদান মিলিয়ে মিলবে ১০ লক্ষ ৪ হাজার টাকার ‘সেবা নিধি’ প্যাকেজ৷ এই প্যাকেজের সাথে সুদের টাকাও অতিরিক্ত পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://agnipathvayu.cdac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ অনলাইনে দরখাস্ত করার সময় ১০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (বড় হরফে প্রার্থীর নাম ও ছবি তোলার তারিখ লেখা স্লেট প্রার্থীর বুকের সামনে থাকবে), ১০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে প্রার্থীর বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, ১০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে প্রার্থীর সই, ১০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে বাবা / মা-র সই (যদি প্রার্থীর বয়স ১৮ বছরের কম হয়), ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরসহ ডিপ্লোমা মার্কশিট (যদি প্রযোজ্য হয়) এবং মাধ্যমিক পাশের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট / উচ্চমাধ্যমিক / সমতুল পরীক্ষার মার্কশিট বা ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার অন্তিম বর্ষের মার্কশিট ও মাধ্যমিকের মার্কশিট (যদি ডিপ্লোমা কোর্সে ইংরেজি বিষয় না থাকে) বা ২ বছরের ভোকেশনাল কোর্সের মার্কশিট ও ইংরেজি, ফিজিক্স, ম্যাথমেটিক্স বিষয় সহ নন-ভোকেশনাল কোর্সের মার্কশিট আপলোড করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় আধার কার্ডের নম্বর দিতে হবে৷ দরখাস্ত ফি ২৫০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ফেজ-I, ফেজ-II, ফেজ-III পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ফেজ-I পরীক্ষায় থাকবে অনলাইন লিখিত পরীক্ষা৷ ফেজ-II-তে হবে নথিপত্র যাচাই, শারীরিক সক্ষমতার পরীক্ষা, অ্যাডাপ্টাবিলিটি টেস্ট-I ও অ্যাডাপ্টাবিলিটি টেস্ট-II৷ ফেজ-III-তে হবে ডাক্তারি পরীক্ষা৷ অনলাইন পরীক্ষা হবে ১৮ জানুয়ারি, ২০২৩ থেকে ২৪ জানুয়ারি, ২০২৩৷ প্রভিশনাল সিলেক্ট লিস্ট প্রকাশিত হবে ৩১ মে, ২০২৩ এবং ফাইনাল এনরোলমেন্ট লিস্ট প্রকাশিত হবে ১০ জুন, ২০২৩৷ চার বছরের মেয়াদ শেষে অগ্নিবীরবায়ু পদাধিকারীদের স্কিল সার্টিফিকেট প্রদান করা হবে এবং সর্বাধিক ২৫ শতাংশ অগ্ণিবীরকে এয়ারফোর্সের রেগুলার ক্যাডারে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://agnipathvayu.cdac.in

Official Notification: Click Here

Share it :