Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

INDIAN ARMY REQUIRES 189 OFFICERS সেনাবাহিনীতে ১৮৯ অফিসার

Indian Army invites online applications from eligible unmarried male and female candidates for Short Service Commision (Tech Entry).

Total vacancy: 189.

Eligibility: B.E / B.Tech.

Age limit: 20 to 27 years (as on 1st April, 2022).

Last Date of Online Application: 27 October, 2021till 3pm.

…………………………………………

ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনের (৫৮তম মেন ও ২৯তম উইমেন, টেকনিক্যাল)  মাধ্যমে ১৮৯ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার প্রার্থী নিয়োগ করবে৷ বি.ই অথবা বি.টেক পাশ অবিবাহিত ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ বর্ষের ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন৷ সেক্ষেত্রে ১ এপ্রিল, ২০২২-এর ‘অফিসার ট্রেনিং অ্যাকাডেমি’রট্রেনিং-এর ১২ সপ্তাহ আগে, পাশের সার্টিফিকেট জমা করতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে (জন্ম তারিখ হতে হবে ২ এপ্রিল, ১৯৯৫ থেকে ১ এপ্রিল, ২০০২-এর মধ্যে)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ অক্টোবর, ২০২১ বেলা ৩টের মধ্যে৷

ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অনুযায়ী যোগ্যতা ও শূন্যপদ : (১) সিভিল, বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি: শূন্যপদ ৪৪ (পুরুষ ৪১, মহিলা ৩)৷ সিভিল ইঞ্জিনিয়ারিং , সিভিল ইঞ্জিনিয়ারিং (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং), স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং (কনস্ট্রাকশন টেকনোলজি), সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, সিভিল টেকনোলজি, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন টেকনোলজি, কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, জিও ইনফরমেটিক্স, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং (এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং), সিভিল ইঞ্জিনিয়ারিং (পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং) অথবা এনভায়রনমেন্টাল প্ল্যানিং -এ বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২) আর্কিটেকচার: শূন্যপদ ৩ (পুরুষ ২, মহিলা ১)৷  আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, অথবা আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্টশিপ-এ বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (৩) মেকানিক্যাল: শূন্যপদ ২২ (পুরুষ ২০, মহিলা ২)৷  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,  মেকানিক্যাল (মেকাট্রনিক্স) ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং-এ বি.ই/বি.টেক পাশ হতে হবে৷(৪) ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স: শূন্যপদ ১৫ (পুরুষ ১৪, মহিলা ১)৷  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার), পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (পাওয়ার সিস্টেম), ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল  ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (৫) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /কম্পিউটার টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি/এম.এসসি (কম্পিউটার সায়েন্স): শূন্যপদ ৩৬ (পুরুষ ৩২, মহিলা ৪)৷ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,  কম্পিউটার সায়েন্স  ইঞ্জিনিয়ারিং, থ্রি ডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, অ্যাডভান্স কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার  ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার সায়েন্স  অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স  অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স  ইঞ্জিনিয়ারিং, কম্পিউটিং ইন কম্পিউটিং, কম্পিউটিং ইন মাল্টিমিডিয়া, কম্পিউটিংইন সফটওয়্যার, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার  ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রক্সি অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, কম্পিউটার  ইঞ্জিনিয়ারিং (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (নেটওয়ার্কিং), ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স প্রোগ্রাম, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা এম.এসসি কমিপউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (৬) ইনফরমেশন টেকনোলজি:  শূন্যপদ ১১

(পুরুষ ৯, মহিলা ২)৷ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড  ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার  ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন  টেকনোলজি, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা এম.এসসি ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (৭) ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন: শূন্যপদ ৫ (পুরুষ)৷ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (টেকনোলজিনিশিয়ান ইলেক্ট্রনিক রেডিও), ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (টেকনোলজি ইন ইলেক্ট্রিক রেডিও), এম.এসসি ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পাশ হতে হবে৷ (৮) টেলিকমিউনিকেশন: শূন্যপদ ৩ (পুরুষ)৷ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ (৯) ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন: শূন্যপদ ৮ (পুরুষ)৷ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (কমিউনিকেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (মাইক্রোওয়েভ), অ্যাডভান্স কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অ্যাডভান্স ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা এম.এসসি কমিউনিকেশন / মাইক্রোইলেক্ট্রনিক্স অ্যান্ড অ্যাডভান্স কমিউনিকেশন পাশ হতে হবে৷ (১০) স্যাটেলাইট কমিউনিকেশন: শূন্যপদ ২ (পুরুষ)৷ স্যাটেলাইট কমিউনিকেশনে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ (১১) ইলেক্ট্রনিক্স: শূন্যপদ ২ (পুরুষ)৷ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ড্রাইভ, পাওয়ার ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল টেকনিকস ফর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, ইলেক্ট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ডিজাইন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স টেকনোলজি, রেড্যি ফিজিক্স অ্যান্ড ইলেক্টরনিক্সস, ইলেক্ট্রনিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অপটিক্স অ্যান্ড অপ্ঢো ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিমেটিক ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷  (১২) মাইক্রো ইলেক্ট্রনিক্স অ্যান্ড মাইক্রোওয়েভ: শূন্যপদ ২ (পুরুষ)৷ মাইক্রো ইলেক্ট্রনিক্স অ্যান্ড মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ (১৩) অ্যারোনটিক্যাল / অ্যারোস্পেস / অ্যাভিওনিক্স: শূন্যপদ ৬ (পুরুষ ৫, মহিলা ১)৷ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিং, অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (১৪) রিমোট সেন্সিং: শূন্যপদ ১ (পুরুষ)৷ রিমোট সেন্সিং-এ বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (১৫) ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ৪ (পুরুষ)৷ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (১৬) প্রোডাকশন: শূন্যপদ ১ (পুরুষ)৷ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এ বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (১৭) অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৩ (পুরুষ)৷ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (অটোমোবাইল), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (প্রোডাকশন), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ওয়েল্ডিং টেকনোলজি), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন-এ বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (১৮) ইন্ডাস্ট্রিয়াল / ম্যানুফ্যাকচারিং / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট: শূন্যপদ ২ (পুরুষ)৷ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল / ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (১৯) ব্যালিস্টিক: শূন্যপদ ১ (পুরুষ)৷ ব্যালিস্টিক ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২০) বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১ (পুরুষ)৷ মেডিক্যাল ইলেক্ট্রনিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২১) ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১ (পুরুষ)৷ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২২) টেক্সটাইল: শূন্যপদ ১ (পুরুষ)৷ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২৩) ফুড টেক: শূন্যপদ ১ (পুরুষ)৷ ফুড টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২৪) এগ্রিকালচার: শূন্যপদ ১ (পুরুষ)৷ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২৫) মেটালার্জিক্যাল / মেটালার্জি অ্যান্ড এক্সপ্লোসিভ: শূন্যপদ ১ (পুরুষ)৷ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটাল টেকনোলজি, মেটালার্জি অ্যান্ড মেটালার্জি ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটিরিয়াল সায়েন্সে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২৬) নিউক্লিয়ার টেকনোলজি: শূন্যপদ ১ (পুরুষ)৷নিউক্লিয়ার টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২৭) অপ্ঢো ইলেক্ট্রনিক্স: শূন্যপদ ২ (পুরুষ)৷অপ্ঢো ইলেক্ট্রনিক্স,  অপ্ঢিক্স অ্যান্ড অপ্ঢো ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২৮) ফাইবার অপ্ঢিক্স: শূন্যপদ ২ (পুরুষ)৷ফাইবার অপটিক্সে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (২৯) ওয়ার্কশপ টেকনোলজি: শূন্যপদ ২ (পুরুষ)৷ওয়ার্কশপ টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (৩০) লেজার টেক: শূন্যপদ ২ (পুরুষ)৷লেজার টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (৩১) বায়ো টেক: শূন্যপদ ১ (পুরুষ)৷বায়ো টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (৩২) রাবার টেকনোলজি: শূন্যপদ ১ (পুরুষ)৷রাবার টেকনোলজিতে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ (৩৩) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১ (পুরুষ)৷ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক পাশ হতে হবে৷

শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৫৭.৫ সেমি, সঙ্গে মানানসই ওজন থাকতে হবে ও মেয়েদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৫২ সেমি সঙ্গে মানানসই ওজন থাকতে হবে (গোর্র্খ, নেপালি, অসমিয়া, গাড়োয়ালি প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন)৷ বেতন: ট্রেনিং শেষে নিয়োগ হবে ‘লেফটেন্যান্ট’ পদে৷ মূল বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা, এমএসপি ১৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷ ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে প্রতি মাসে ৫৬,১০০  টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.joinindianarmy.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে ‘অফিসার এন্ট্রি অ্যাপ্লাই/লগইন’-এ ক্লিক করে রেজিস্ট্রেশন করার পর দরখাস্ত পূরণ করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর‘PDF’ ক্লিক করে দরখাস্তের ২ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্ট-লিস্টেড প্রার্থীদের ই-মেল মারফত ইন্টারভিউয়ের কললেটার পাঠানো হবে৷ ইন্টারভিউ নেবে সার্ভিস সিলেকশন বোর্ড (এসএসবি)৷ এসএসবি ইন্টারভিউ হবে এই চারটি কেন্দ্রে — এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু, কাপুরথালা৷ নির্বাচিত প্রার্থীদের ৪৯ সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি’তে৷ ট্রেনিং শুরু হবে ২০২২ সালের এপ্রিল মাসে৷ ট্রেনিং শেষে সফলরা মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিফেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যাটেজিক  স্টাডিজ এর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাবেন ও সঙ্গে সেনাবাহিনীতে অফিসার পদে নিযুক্ত হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official website: https://joinindianarmy.nic.in/default.aspx

Get details: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/

Share it :