SPECIAL RECRUITMENT DRIVE (SRD) FOR OBC/SC/ST – 02/2021 BATCH
The Indian Coast Guard, an Armed Force of the Union, offers a challenging career to young and dynamic Indian male candidates for General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) and invites ‘online’ application for SC, ST and OBC category only.
Post : Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer).
Eligibility :Candidates who have passed Bachelor’s degree from any recognised university with minimum 60% marks in aggregate (i.e. 1st Semester to 8th Semester for BE/B.Tech Course or 1st year to last year for Bachelor Degree candidates wherever applicable). Mathematics and Physics as subjects up to intermediate or class XIIth of 10+2+3scheme of education or equivalent with 60% aggregate in Mathematics and Physics. {Candidates not in possession of Physics and Maths in 10+2 (intermediate) or equivalent level are not eligible for General Duty (GD)}.
Age: Born between 01 Jul 1996 to 30 Jun 2000 (Both dates inclusive).
Total Vacancy: 25 (SC- 5, ST-14, OBC-6 ).
Salary : 56,100/-
Online application closing date : 27 December 2020.
Website : https://www.joinindiancoastguard.gov.in/
………………………………………………………………………………………………………………
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড) গ্রুপ-‘এ’ গেজেটেড অফিসার পদমর্যাদার জেনারেল ডিউটি ব্র্যাঞ্চে ‘অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট‘ পদে তপশিলি সম্প্রদায়ভুক্ত ২৫ জন ছেলে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর, ২০২০, রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷
বয়স : জন্ম তারিখ হতে হবে ১ জুলাই ১৯৯৬ থেকে ৩০ জুন ২০০০-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা : কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট বা বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ম্যাথমেটিক্স ও ফিজিক্স নিয়ে পড়ে থাকতে হবে এবং প্রতি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর পেয়ে থাকতে হবে৷ শুধুমাত্র তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীরা আবেদনের যোগ্য৷
শারীরিক মাপজোক : উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৭ সেমি, সঙ্গে মানানসই ওজন থাকতে হবে৷ দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ৬/৬, ৬/৯ ও চশমা সহ ৬/৬, ৬/৬ হতে হবে৷
বেতনক্রম : প্রতি মাসে ৫৬,১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইটের ‘opportunities’ বটনে ক্লিক করে৷‘Recruitment of Assistant Commandant – 02/2021 Batch (SRD)’তে ক্লিক করে ‘Asst. Commandanty General Duty’ সিলেক্ট করে ‘I Agree’ বটনে ক্লিক করলে ‘Online Application’ ডিসপ্লে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (১০ কেবি থেকে ৪০ কেবি) ও সই (১০ কেবি থেকে ৩০ কেবি) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে অপলোড করতে হবে৷ দরখাস্তটি পূরণ করার জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অ্যাপ্লিকেশন পূরণ করে সাবমিট করার পর একটি ইউনিক অ্যাপ্লিকেশন / রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে সেটিকে প্রার্থীকে কোথাও লিখে রাখতে হবে, পরে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এর প্রয়োজন হবে৷ প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ৬ জানুয়ারি, ২০২১ থেকে এই URL থেকে https://joinindiancoastguard.gov.in / reprint.aspx৷
প্রার্থী বাছাই পদ্ধতি : দরখাস্তের ভিত্তিতে শটলিস্ট করা প্রার্থীদের প্রিলিমিনারি সিলেকশন, ফাইনাল সিলেকশন, মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে৷ প্রিলিমিনারি পরীক্ষা সম্ভাব্য তারিখ ২০ জানুয়ারি, ২০২১ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২১৷ পরীক্ষা কেন্দ্র হল —Coast Guard Regional Headquarters (North Fast), Synthesis Business Park, 6th floor, Shrachi Building, New Town, Rajarhat, Kolkata – 700 161৷ অতিরিক্ত তথ্যর জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Click Here To Download The Official Notification: Get Details