Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

INDIAN COAST GUARD RECRUITS 322 NAVIK & YANTRIK / ভারতীয় কোস্ট গার্ডে ৩২২ নাবিক ও যান্ত্রিক

Online applications are being invited from male Indian citizens  for recruitment to the post of Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik (02/2022 Batch) in the Indian Coast Guard.

Post:  Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik

Total Vacancy: 322

Navik (General Duty)- 260

Navik (Domestic Branch)- 35

Yantrik- 27

Eligibility:  10th, 12th, Diploma (Engineering)

Age limit: 18 to 22 years

Basic Pay: Navik (General Duty), Navik (Domestic Branch)- Rs. 21,700; Yantrik- Rs. 29,200.

Last Date of Online of Application: 14th January, 2021

……………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় কোস্ট গার্ড নাবিক (জেনারেল ডিউটি), নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) ও যান্ত্রিক পদে (০২/২০২২ ব্যাচে) ৩২২ জন ছেলে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ জানুয়ারি, ২০২২, সকাল ১১টা থেকে ১৪ জানুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷ পদ অনুযায়ী যোগ্যতা:(১) নাবিক (জেনারেল ডিউটি): কেন্দ্র / রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স : ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ১ আগস্ট, ২০০০ থেকে ৩১ জুলাই, ২০০৪ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ২৬০ (জেনাঃ ১১২, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ১১, ওবিসি ৭২, আর্থিকভাবে অনগ্রসর ২৮)৷ বেতনক্রম : মূল বেতন হবে ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷ প্রধান অধিকারী /প্রধান সহায়ক ইঞ্জিনিয়ার পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে, তখন মূল বেতন হবে ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ): কেন্দ্র / রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ  হতে হবে৷ বয়স : ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ১ অক্টোবর, ২০০০ থেকে ৩০ সেপ্ঢেম্বর, ২০০৪ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ৩৫ (জেনাঃ ১২, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম : মূল বেতন হবে ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷ প্রধান অধিকারী /প্রধান সহায়ক ইঞ্জিনিয়ার পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে, তখন মূল বেতন হবে ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) যান্ত্রিক: মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা এআইসিটিই অনুমোদিত ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিং-এ ৩ বা ৪ বছরের ডিপ্লোমা পাশ বা উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিং-এ ২ বা ৩ বছরের ডিপ্লোমা পাশ হলে আবেদনের যোগ্য৷ বয়স : ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ১ আগস্ট, ২০০০ থেকে ৩১ জুলাই, ২০০৪ তারিখের মধ্যে (সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: মেকানিক্যাল: ১৩ (জেনাঃ ৪,  তঃউঃজাঃ ৬, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১), ইলেক্ট্রিক্যাল: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২), ইলেক্ট্রনিক্স: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : মূল বেতন হবে ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷ প্রধান অধিকারী /প্রধান সহায়ক ইঞ্জিনিয়ার পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে, তখন মূল বেতন হবে ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷

শারীরিক মাপজোক : উচ্চতা হতে হবে অন্তত ১৫৭ সেমি (অসম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুনাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, গাড়োয়াল, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ছেলেরা উচ্চতায় ৫ সেমি ছাড় ও লাক্ষাদবীপের ছেলেরা উচ্চতায় ২ সেমি ছাড় পাবেন), উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি (অন্তত ৫ সেমি পর্যন্ত সম্প্রসারণ ক্ষমতা) ও স্বাভাবিক ওজন থাকতে হবে৷ শরীরের কোনো অংশে স্থায়ী ট্যাটু বা উল্কি থাকলে আবেদন করা যাবে না৷

আবেদন করার পদ্ধতি :  অনলাইনে দরখাস্ত করতে হবে https://joinindiancoastguard.cdac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীর সাম্প্রতিককালে তোলা (১৫ ডিসেম্বর, ২০২১ বা তার পরে) একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি, নিজের সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র প্রতিটি ১০ থেকে ১০০ কেবির মধ্যে স্ক্যান করে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ-এর প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ মাধ্যমে৷ ৪৫ মিনিট সময়সীমার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে – ইংরেজি (১৫ নম্বর), ম্যাথমেটিক্স (২০ নম্বর), জেনারেল নলেজ (৫ নম্বর), সায়েন্স (১০ নম্বর) ও রিজনিং (১০ নম্বর)৷ প্রশ্ন হবে মাধ্যমিক মানের৷ নাবিক  জেনারেল ডিউটি প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দু’টি পার্টে৷ পার্ট-১: ৪৫ মিনিট সময়সীমার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে – ইংরেজি (১৫ নম্বর), ম্যাথমেটিক্স (২০ নম্বর), জেনারেল নলেজ (৫ নম্বর), সায়েন্স (১০ নম্বর) ও রিজনিং (১০ নম্বর)৷ প্রশ্ন হবে মাধ্যমিক মানের টাইপ৷ পার্ট-২: ৩০ মিনিট সময়সীমার ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে – ম্যাথমেটিক্স (২৫ নম্বর), ফিজিক্স (২৫ নম্বর)৷ প্রশ্ন হবে উচ্চমাধ্যমিক মানের৷ যান্ত্রিক ব্রাঞ্চে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দু’টি পার্টে৷ পার্ট-১: ৪৫ মিনিট সময়সীমার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে – ইংরেজি (১৫ নম্বর), ম্যাথমেটিক্স (২০ নম্বর), জেনারেল নলেজ (৫ নম্বর), সায়েন্স (১০ নম্বর) ও রিজনিং (১০ নম্বর)৷ প্রশ্ন হবে মাধ্যমিক মানের৷ পার্ট-২: ৩০ মিনিট সময়সীমার ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে সংশ্লিষ্ট শাখার বিষয়ে (৫০ নম্বর)৷ প্রশ্ন হবে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা মানের৷ প্রতিটি পদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৭ মিনিটে ১.৬ কিমি দৌড়, ২০ বার উঠ-বস ও ১০ বার পুশ-আপ৷ নাবিক (জেনারেল ডিউটি) ও যান্ত্রিক পদে সফল প্রার্থীদের ট্রেনিং শুরু হবে ২০২২ সালের আগস্ট মাসে আইএনএস চিল্কায়৷ নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে সফল প্রার্থীদের ট্রেনিং শুরু হবে ২০২২ সালের অক্টোবর মাসে আইএনএস চিল্কায়৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://joinindiancoastguard.cdac.in

Official Notification: Click Here

Share it :