Export-Import Bank of India, an all-India premier financial institution engaged in financing, facilitating and promoting India’s international trade, having a network of 19 offices in India & overseas, invites applications from fresh management graduates.
Post: Management Trainee (Law), Management Trainee (International Trade & Finance/Industry/ Country Risk Analysis & Economic Research),Management Trainee (Information Technology), Management Trainee (Human Resource).
Eligibility :(i)Management Trainee (Law) :MBA/PGDBA, with specialisation in Finance or Chartered Accountants (CA).MBA/PGDBA course should be of a minimum 2 years full time duration, with a specialisation in Finance. In case of CA, passing the professional examination is sufficient.Minimum 60% aggregate marks / equivalent Cumulative Grade Points Average (CGPA), in both Graduation and Post-Graduation.Post Graduates who have completed/passed their MBA / PGDBA or Chartered Accountancy in Calendar Year 2019 or 2020 OR candidates who have appeared /appearing for the MBA/PGDBA or Chartered Accountancy and are expecting their results in the year 2021 are eligible to apply
(ii) Management Trainee (Law) :Fresh graduate in Law/LLB. Fresh graduates who have completed/passed their graduation in the recent past are eligible to apply. Minimum 60% aggregate marks in graduation.
(iii) Management Trainee (International Trade & Finance/Industry/ Country Risk Analysis & Economic Research) :Fresh post-graduates in Economics with specialisation in International Trade and/or Financial Economics and/or Industrial Economics and/or Agriculture Economics.Minimum 60% aggregate marks separately in both graduation and post-graduation.
(iv) Management Trainee (Information Technology) : Minimum 60% or equivalent grade in B.E/B. Tech Degree in Computer Science/ Information Technology/ Electronics & Communication or Minimum 60% in any Graduation Course & MCA.
(v) Management Trainee (Human Resource) :Post-Graduates in any discipline with diploma/ degree in HR/Personnel Management. Minimum 60% aggregate marks in Post-Graduation/ diploma/degree.
Age: Maximum age as on December 01, 2020 including age relaxation (years).UR/EWS – 25, SC/ST –30, OBC (non-creamy layer)- 28(Maximum age of PWD candidates belonging to UR/EWS – 35 years, SC/ST – 40 years and OBC – 38 years).
Total Vacancy : 60 (U.R-27, S.C-8, S.T-4, OBC (non-creamy layer)-16, EWS-5).
Online application closing date : 31.12.2020.
Website :www.eximbankindia.in
……………………………………………………………………………………………………………..
এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেশজুড়ে বিভিন্ন দপ্তরে ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে ৬০ জন ছেলেমেয়ে নিয়োগ হবে৷
বয়স : ১ ডিসেম্বর, ২০২০ অনুযায়ী ২৫ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ ডিসেম্বর,২০২০ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: (১) ম্যানেজমেন্ট ট্রেনি (কর্পোরেট লোনস অ্যান্ড অ্যাডভান্স / প্রোজেক্ট ট্রেড / লাইনস অফ ক্রেডিট / ইন্টারনাল ক্রেডিট অডিট / রিস্ক ম্যানেজমেন্ট / কমপ্লায়েন্স / ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস): ফিনান্সে স্পেশালাইজেশন সহ এমবিএ / পিজিডিবিএ পাশ অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্সি পাশ হতে হবে৷ গ্র্যাজুয়েশন ও পোস্ট-গ্র্যাজুয়েশন উভয় স্তরে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে এবং উভয় ক্ষেত্রেই ক্যালেনডার ২০১৯ বা ২০২০-এর পাশ হতে হবে৷
(২) ম্যানেজমেন্ট ট্রেনি (ল): আইন বিষয়ে সদ্য গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদনের যোগ্য৷ গ্র্যাজুয়েশন স্তরে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷
(৩) ম্যানেজমেন্ট ট্রেনি (ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স / ইন্ডাস্ট্রি / কান্ট্রি রিস্ক অ্যানালিসিস অ্যান্ড— ইকনমিক্স রিসার্চ): ইন্টারন্যাশনাল ট্রেড / ফিনান্সিয়াল ইকোনমিক্স / ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স / এগ্রিকালচারাল ইকোনমিক্সে স্পোশালাইজেসন সহ ইকোনমিক্সে সদ্য পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদনের যোগ্য৷ গ্র্যাজুয়েশন ও পোস্ট-গ্র্যাজুয়েশন উভয় স্তরে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷
(৪) ম্যানেজমেন্ট ট্রেনি (ইনফরমেশন টেকনোলজি): কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বি.ই / বি.টেক অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও এমসিএ পাশ হতে হবে৷ গ্র্যাজুয়েশন স্তরে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷
(৫) ম্যানেজমেন্ট ট্রেনি (হিউম্যান রিসোর্স): যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ও এইচআর / পার্সোনেল ম্যানেজমেন্টে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিগ্রি / ডিপ্লোমা ও পোস্ট-গ্র্যাজুয়েশন স্তরে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷
শূন্যপদ: ৬০ (জেনাঃ / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৫, তঃজাঃ /তঃউঃজাঃ ৩০, ওবিসি-এনসিএল ২৮)৷
বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ২ বছরের ট্রেনিং চলবে৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৪০,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফল ভাবে ট্রেনিং শেষ করার পর প্রার্থীদের ডেপুটি ম্যানেজার হিসেবে নিয়োগ করা হবে৷ তখন বার্ষিক ১৭ লাখ টাকা বেতন পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.eximbankindia.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ অ্যাপ্লিকেশন ফি ৬০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের ১০০ টাকা) জমা দিতে হবে অনলাইনে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷