Indian navy invites applications from outstanding unmarried sportsmen who have participated at International / Junior or Senior National Championship / Senior State Championship/ All India University Championships in Athletics, Aquatics, Basket-ball, Boxing, Cricket, Football, Artistic Gymnastics, Handball, Hockey, Kabaddi, Volleyball, Weightlifting, Wrestling, Squash, Fencing, Golf, Tennis, Kayaking & Canoeing, Rowing, Shooting, Sailing and Wind Surfing
Post: Direct Entry Petty Officer, Senior Secondary Recruit (SSR), Matric Recruits (MR)
Eligibility:
Direct Entry Petty Officer- 10+2 qualified in any stream or Equivalent examination. Sports Proficiency. In Team Games, should have participated at International /National/State level at junior /senior level or represented a University in the Inter University tournament. In Individual Events, should have attained a minimum of 6th position in Nationals (seniors) or 3rd position in National (juniors) or 3rd position in the Inter University meets
Senior Secondary Recruit (SSR)- 10+2 qualified in any stream or equivalent examination. Sports Proficiency. Should have participated at International/National/State level or represented a University in the Inter University tournament.
Matric Recruits (MR)- 10th /equivalent qualified. Sports Proficiency. Should have participated at International/National/State level tournament.
Age limit:
Direct Entry Petty Officer- 17 to 22 years. Candidates should have been born between 01 Feb 2000 to 31 Jan 2005 (Both dates inclusive).
Senior Secondary Recruit (SSR)- 17 to 21 years. Candidates should have been born between 01 Feb 2001 to 31 Jan 2005 (Both dates inclusive).
Matric Recruits (MR)- 17 to 21 years. Candidates should have been born between 01 Apr 2001 to 31 Mar 2005 (Both dates inclusive).
Remuneration: During the initial training period, a stipend of Rs. 14,600/- per month will be admissible. On successful completion of initial training, they will be placed in Level 3 of the Defence Pay Matrix (Rs. 21,700- Rs. 43,100). In addition, they will be paid MSP @ Rs. 5200/- per month plus DA (as applicable).
Last Date of Receipt of Application: 25 December, 2021
……………………………….
ভারতীয় নৌবাহিনীতে স্পোর্টস কোটার মাধ্যমে ডাইরেক্ট এন্ট্রি পেটি অফিসার, সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (এসএসআর) ও ম্যাট্রিক রিক্রুট (এমআর) পদে(01/2022 ব্যাচ) অবিবাহিত পুরুষ নিয়োগ করা হবে৷ প্রার্থীকে আন্তর্জাতিক / জুনিয়র বা সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ / সিনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপ / অল ইন্ডিয়া ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে অ্যাথলেটিক্স, অ্যাকোয়াটিক্স, বাস্কেট-বল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, হকি, কবাডি, ভলিবল, ওয়েটলিফটিং, রেসলিং, স্কোয়াশ, ফেন্সিং, গলফ, টেনিস, কায়াকিং ও ক্যানোয়িং, রোয়িং, শুটিং, সেইলিং ও উইন্ড সার্ফিং খেলায় অংশগ্রহণকারী হতে হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৫ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷
এন্ট্রি অনুযায়ী যোগ্যতা : (১) ডাইরেক্ট এন্ট্রি পেটি অফিসার : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ টিম গেমে জুনিয়র বা সিনিয়র বিভাগে আন্তর্জাতিক / জাতীয় / রাজ্য / ইন্টার ইউনিভার্সিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হতে হবে৷ ব্যাক্তিগত ইভেন্টে জাতীয় (সিনিয়র) ক্রীড়া প্রতিযোগিতায় কমপক্ষে ষষ্ঠ স্থান বা জাতীয় (জুনিয়র) ক্রীড়া প্রতিযোগিতায় কমপক্ষে তৃতীয় স্থান বা ইন্টার ইউনিভার্সিটি মিটে কমপক্ষে তৃতীয় স্থানের অধিকারী হতে হবে৷ বয়স : ১৭ থেকে ২২ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০০০ থেকে ৩১ জানুয়ারি, ২০০৫-এর মধ্যে৷
(২) সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (এসএসআর) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ আন্তর্জাতিক / জাতীয় / রাজ্য / ইন্টার ইউনিভার্সিটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হতে হবে৷ বয়স : ১৭ থেকে ২১ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০০১ থেকে ৩১ জানুয়ারি, ২০০৫-এর মধ্যে৷
(৩) ম্যাট্রিক রিক্রুট (এমআর) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ আন্তর্জাতিক / জাতীয় / রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হতে হবে৷ বয়স : ১৭ থেকে ২১ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ১ এপ্রিল, ২০০১ থেকে ৩১ মার্চ, ২০০৫-এর মধ্যে৷
শারীরিক মাপজোক : প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি এবং দেহের ওজন ও বুকের ছাতির মাপ মানানসই হতে হবে৷ বুকের ছাতি কমপক্ষে ৫ সেমি ফোলানোর সক্ষমতা থাকতে হবে৷ সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (এসএসআর) পদের প্রার্থীদের দৃষ্টিশক্তি চশমা ছাড়া ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯ এবং চশমা-সহ ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৬ হতে হবে৷ ম্যাট্রিক রিক্রুট (এমআর) পদের প্রার্থীদের দৃষ্টিশক্তি চশমা ছাড়া ভালো চোখে ৬/৩৬, খারাপ চোখে ৬/৩৬ এবং চশমা-সহ ভালো চোখে ৬/৯, খারাপ চোখে ৬/৯ হতে হবে৷
ট্রেনিং, স্টাইপেন্ড ও বেতন : প্রাথমিক পর্যায়ে ট্রেনিং হবে আইএনএস চিলকা-তে৷ ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ১৪,৬০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ ট্রেনিং শেষে বেতনক্রম হবে ২১,৭০০ টাকা থেকে ৪৩,১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে A-4 কাগজে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুসারে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সই করতে হবে ও সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে মাধ্যমিকের শংসাপত্র (জন্ম তারিখের প্রমাণপত্র), মাধ্যমিকের মার্কশিট, এনসিসি / স্পোর্টস সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ডোমিসাইল সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং নিজের নাম-ঠিকানা লেখা দুটি খাম (একটিতে ১০ টাকার স্ট্যাম্প-সহ) অন্য একটি ব্রাউন কালারের খামে ভরে তার উপর টাইপ অফ এন্ট্রি ও কৃতিত্ব-সহ ক্রীড়া যোগ্যতা লিখে অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – To the secretary, indian navy sports control board, integrated headquarters of ministry of defence (navy), 7th floor, chankya bhawan, new delhi 110021৷
প্রার্থী বাছাই পদ্ধতি : সিলেকশন ট্রায়াল ও ডাক্তারি পরীক্ষার (আইএনএস হামলা, মুম্বাই) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: http://www.joinindiannavy.gov.in/
Official Notification: Click Here