Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

INDIAN NAVY REQUIRES 35 OFFICER বি.টেক পড়িয়ে ভারতীয় নৌবাহিনীতে ৩৫

Applications are invited from unmarried male candidates to join the prestigious Indian Naval Academy, Kerala for a four year B.Tech degree course under the 10+2 B.Tech cadet entry scheme.

Post: Sub Lieutenant.

Eligibility: Passed 12th standard with atleast 70% marks in Physics, Chemistry and Mathematics.

Age limit: Born between 2 July,2002 to 1 January, 2005.

Last Date of Online Application: 10 October, 2021.

………………………………….

ভারতীয় নৌবাহিনীর পার্মানেন্ট কমিশনে অবিবাহিত ছেলেদের ১+২(বি.টেক) ক্যাডেট এন্ট্রি স্কিমের মাধ্যমে কোর্স করিয়ে চাকরি দেওয়া হবে৷ কেরালার এঝিমালাতে অবস্থিত ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ৪ বছরের ডিগ্রি কোর্স করানো হবে৷ শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক অন্যতম বিষয় হিসেবে মোট অন্তত ৭০% নম্বর পেয়ে থাকলেআবেদন করতে পারবেন৷ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ইংরেজি নিয়ে অন্তত ৫০% নম্বর থাকতে হবে৷ ২০২১ সালে জে.ই.ই (মেন) পরীক্ষায় অ্যাপিয়ার্ড হতে হবে৷ কারণ জে.ই.ই (মেন) ২০২১-তে পাওয়া সর্ব ভারতীয় র‍্যাঙ্কের ভিত্তিতে সার্ভিস সিলেকশন বোর্ডে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ বয়স: ২ জুলাই,২০০২ থেকে ১ জানুয়ারি, ২০০৫ তারিখের মধ্যে প্রার্থীর  জন্ম তারিখ হওয়া চাই৷ শূন্যপদ: এডুকেশন ব্রাঞ্চ ৫, এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চ ৩০৷ শারীরিক মাপজোক: শারীরিক মাপজোক হতে হবে লম্বায় অন্তত ১৫৭ সেমি৷ গোর্খা, নেপালি, অসমিয়া, গাড়োয়ালি, কুমায়ুনি ও উত্তরাখণ্ড, সিকিম ও উত্তর-পূর্ব রাজ্যের প্রার্থীদের জন্য উচ্চতায় ৫ সেমি ছাড় রয়েছে৷ আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, মিনিকয় দ্বীপপুঞ্জ ও লাদাখ এলাকার উপজাতি প্রার্থীদের উচ্চতায় ২ সেমি ছাড় রয়েছে৷ উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকা চাই৷ দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় প্রতি চোখে ৬/৬,৬/৯, যা চশমা পরে ৬/৬, ৬/৬ পর্যন্ত সংশোধনযোগ্য৷  বর্ণান্ধতা থাকলে চলবে না৷ বাছাই প্রার্থীদের এ বছরের জুলাই-অক্টোবর মাস নাগাদ কলকাতা / ব্যাঙ্গালোর / ভোপাল / কোয়েম্বাটুর / বিশাখাপত্তনমে এসএসবি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ এসএসবি ইন্টারভিউ দুটি ধাপে অনুষ্ঠিত হবে৷ প্রথম ধাপে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন টেস্ট এবং গ্রুপ ডিসকাশন নেওয়া হবে৷ দ্বিতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্টিং, গ্রুপ টেস্টিং ও ইন্টারভিউ নেওয়া হবে যা ৪ দিন ধরে চলবে৷ সফল প্রার্থীদের এরপর ৩ থেকে ৫ দিনের মধ্যে মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে৷ যদি প্রথমবার এসএসবি ইন্টারভিউতে ডাক পেয়ে থাকেন তাহলে ফেরার সময় রেলের তৃতীয় শ্রেণীর এসি কামরার ভাড়া ফেরত পাবেন৷ ভাড়া ফেরত পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ব্যাঙ্কের পাসবুক বা চেক (নাম, অ্যাকাউন্ট নম্বর ও আইএফএস কোড স্পষ্ট থাকা চাই) সঙ্গে নিয়ে যাবেন৷ এসএসবি ইন্টারভিউতে সফল হলে ও মেডিক্যালে ফিট থাকলে কেরালার এঝিমালাতে অবস্থিত ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হবেন৷ নির্বাচিত প্রার্থীদের অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ৪ বছরের বি.টেক কোর্স করানো হবে৷ কোর্স শেষে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বি.টেক ডিগ্রি পাবেন৷ ট্রেনিংয়ের সমস্ত খরচ ভারতীয় নৌবাহিনী বহন করবে৷ এর জন্য প্রার্থীদের কোনো খরচ দিতে হবে না৷ ট্রেনিংয়ে সফল প্রার্থীদের  প্রথমে সাব-লেফটেন্যান্ট পদে চাকরি হবে৷ এই র্যাঙ্কে মাসে ৮৩,৪৪৮ টাকা থেকে ৯৬,২০৪ টাকা বেতন পাবেন সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে৷ সাব-লেফটেন্যান্ট র‍্যাঙ্ক থেকে কমান্ডার র‍্যাঙ্ক পর্যন্ত প্রোমোশনের সুযোগ রয়েছে৷

আবেদন করার পদ্ধতি:www.joinindiannavy.gov.in -এর মাধ্যমে ১০ অক্টোবর, ২০২১ এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে৷ বৈধ ও চালু মোবাইল নম্বর সহ ই-মেল অ্যাড্রেস ফর্ম ফিলআপের সময় যথাযথ স্থানে দেবেন৷ কারণ প্রার্থীদের ই-মেল আইডি বা মোবাইল নম্বরে এসএসবি দ্বারা ইন্টারভিউ সম্পর্কিত তথ্য পাঠানো হবে৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, জে.ই.ই (মেন) ২০২১’র স্কোর কার্ড ও সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি ভালোভাবে স্ক্যান ও পিডিএফ করে আপলোড করবেন৷ স্ক্যান করা কোনো নথি যদি বোঝা না যায় তাহলে আবেদনপত্র বাতিল হবে৷ অনলাইন আবেদনপত্রের ১টি প্রিন্ট কপি নিয়ে নেবেন৷ এটি এসএসবি ইন্টারভিউয়ের সময় দেখাতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.joinindiannavy.gov.in/en

Get details:

https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1632288984_459014.pdf

Share it :