Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

IRCON INTERNATIONAL LTD. HIRES 32 EXECUTIVES & MANAGERS / ইরকন ইন্টারন্যাশনালে ৩২ এক্সিকিউটিভ ও ম্যানেজার

Advt. No. 08/2021

Ircon International Limited is inviting applications for following regular posts in Civil discipline.

Post: Executive / Civil (E-0), Assistant Manager / Civil (E-1)

Total Vacancy:  32

Executive / Civil (E-0) – 12 (UR:7, SC:1,OBC:3,EWS:1)

Assistant Manager / Civil (E-1) – 20 (UR:10, SC:3, ST:1,OBC:5,EWS:1)

Eligibility:  Full time Graduate degree in Civil Engg., work experience

Age limit: Executive / Civil (E-0)- 33, Assistant Manager / Civil (E-1)- 30 as on 01.12.2021

Pay scale:

Executive / Civil (E-0)- Rs. 30000 – Rs. 120000

Assistant Manager / Civil (E-1)- Rs. 40000 – Rs. 140000

Application Fee: Rs. 1000 (SC/ST/PWD/EXS/EWS candidates are exempted)

……………………………..

কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এক্সিকিউটিভ / সিভিল ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / সিভিল পদে ৩২ জন নিয়োগ করবে৷ নিয়োগ হতে পারে দেশে বা বিদেশে সংস্থার যে কোনো অফিসে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) এক্সিকিউটিভ / সিভিল(E-0) : সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড-সহ ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / সিভিল(E-1) : সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড-সহ ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.ircon.org ওয়েবসাইটে নির্দেশিত পদ্ধতি অনুসারে৷ দরখাস্ত ফি ১,০০০ টাকা জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, আর্থিকভাবে অনগ্রসর, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের বেলায় কোনো দরখাস্ত ফি লাগবে না৷

প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.ircon.org

Official NotificationClick Here

Share it :