Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

IWAI HIRING 14 EMPLOYEES / কেন্দ্রীয় সংস্থায় ১৪ কর্মী

Employment Notice No. IWAI-17011/4/2022-ADMIN RECTT

Inland Waterways Authority of India invites applications for recruitment to the following posts on contractual basis

Post: Lower Division Clerk, Stenographer-D, Junior Hydrographic Surveyor, EDP Assistant, Deputy Director (Finance & Accounts).

Total Vacancy: 14

Eligibility: HS, Diploma, Degree (post-wise different)

Age Limit: post-wise different

Pay-scale: post-wise different

Last Date of Online Application: 17/12/2022

………………………….

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার-ডি, জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়র, ইডিপি অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে ১৪ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ ডিসেম্বর, ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) লোয়ার ডিভিশন ক্লার্ক (পোস্ট কোড ০৫/২২): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ টাইপ রাইটারে প্রতি মিনিটে ৩০টি ইংরাজি শব্দ বা ২৫টি হিন্দি শব্দ টাইপ করতে হবে বা কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরাজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপ করতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(২) স্টেনোগ্রাফার-ডি (পোস্ট কোড ০৪/২২): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৮০টি শব্দ ডিকটেশন নিতে হবে এবং ঐ ম্যাটার টাইপ রাইটারে ৬৫ মিনিট সময়সীমায় ইংরাজিতে ও ৭৫ মিনিট সময়সীমায় হিন্দিতে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে বা কম্পিউটারে ৫০ মিনিট সময়সীমায় ইংরাজিতে ও ৬৫ মিনিট সময়সীমায় হিন্দিতে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ১৮ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৩) জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়র (পোস্ট কোড ০৩/২২): সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ভারতীয় নৌবাহিনী প্রদত্ত এসআরI/II সার্টিফিকেট থাকতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৪) ইডিপি অ্যাসিস্ট্যান্ট  (পোস্ট কোড ০২/২২): কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৫) ডেপুটি ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) (পোস্ট কোড ০১/২২):  যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে বা এসএএস কমার্শিয়াল এগজামিনেশন অফ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে বা কোনো সংগঠিত অ্যাকাউন্টস অ্যান্ড অডিট সার্ভিসের সদস্য হতে হবে অথবা সরকারি / আধা-সরকারি / রাষ্ট্রায়ত্ত সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে লেভেল-১০ বেতনক্রমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷

উল্লিখিত সব পদের ক্ষেত্রে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.iwai.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক ছবি ও সই ৫ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (অফেরৎ যোগ্য) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি ২০০ টাকা, যা প্রার্থী বাছাইয়ের অনলাইন পরীক্ষায় বসলে ফেরত দেওয়া হবে৷ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitehttps://iwai.nic.in/

Official NotificationClick Here

Share it :