Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

IWAI HIRING DEO & MTS / কেন্দ্রীয় সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ ও ডেটা এন্ট্রি অপারেটর

No. IWAI/Kolkata/Admin/AG(PIU)/2022

Inland Waterways Authority of India invites applications for recruitment to the following posts on contractual basis

Post: Multi Tasking Staff, Data Entry Operator

Total Vacancy: 4 (Multi Tasking Staff- 2, Data Entry Operator- 2)

Eligibility:

Multi Tasking Staff- 10th with experience etc.

Data Entry Operator- Graduate with experience etc.

Age Limit: 18 to 35 years as on 10th February, 2022.

Consolidated Monthly Remuneration: Multi Tasking Staff- Rs. 18,000; Data Entry Operator- Rs, 20,000.

Last Date of Receipt of Application: 10th February, 2022 till 5pm.

……………………………………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের ডাক মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া-র কলকাতা শাখা আর্থ গঙ্গা প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিটে মাল্টি টাস্কিং স্টাফ ও ডেটা এন্ট্রি অপারেটর পদে ৪ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ২ বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তে পারে৷ বয়স হতে হবে ১০ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ১০ ফেব্রুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি টাস্কিং স্টাফ: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা ও হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (ফারাক্কা-১, সাহেবগঞ্জ-১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(২) ডেটা এন্ট্রি অপারেটর: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা, কম্পিউটার বিষয়ক কাজ দ্রুত সম্পন্ন করার দক্ষতা এবং হিন্দি ও ইংরাজি ভাষায় দক্ষতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (কলকাতা-১, সাহেবগঞ্জ-১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা

আবেদন করার পদ্ধতি: সম্পূর্ণ জীবনপঞ্জীর সাথে শিক্ষাগত যোগ্যতা ও  অভিজ্ঞতার যাবতীয় নথিপত্রের প্রতিলিপি একত্রে একটি মুখবন্ধ খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে বা সরাসরি জমা করতে এই ঠিকানায়-To The Director, IWAI, PIU Kolkata, P-78, Garden Reach Road Kolkata-700043 (West Bengal)৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷

Official Website: https://iwai.nic.in/

Official Notification: Click Here

Share it :