Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Jalpaiguri District Health & Family Welfare – 13 / জলপাইগুড়ি জেলায় ১৩ স্বাস্থ্যকর্মী

Memo No. DHFWS/JAL_REC./1477/2020

District Health & Welfare Samiti, Jalpaiguri will engage different categories of staff basis under various programs under the Department of Health & Family Welfare Samaiti, Jalpagur, On purely contractual basis.

Post : Technical Supervisor-Blood Bank under NHM Programme, Nutritionist for Nutrition Rehabilitation Centre (NRC), Saptibari under Child Health,Rehabilitation Worker / Physiotherapist under NPHCE Programme, Lab Technician (Blood Bank) under NHM Programme, Lab Technician (Blood Bank) under NACPProgramme,Lab Technician of CHC Clinic (NCD) under NPCDSProgramme,Lab Technician at District Hospital (NCD) under NPCDS Programme, Lab Technician of Thalassemia unit, DH,Jalpaiguri under NHM Programme, Lab Technician under NVBDCP Programme,Peer Support under NVHCP Programme.

Eligibility :(i)Technical Supervisor-Blood Bank under NHM Programme : (A) Essential Qualification:Passed 10+2 with Physics, Chemistry, Mathematics / Biological Science before obtaining Diploma or Degree in Laboratory Technology. Diploma in Medical Laboratory Technology (DMLT) / Diploma in Laboratory Techniques (DLT) from any Government recognized University / Institution orDegree in Medical laboratory Technology (BMLT) from any Government recognized University / Institution or Post Graduate Degree or Diploma in Medical Laboratory Technology (M.Sc in MLT / PGDMLAT) from any Government recognized University / institution. Working knowledge of Computer.(B) Experience (Desirable) :One year post qualification experience in Blood Component Separation Unit for candidates having M.Sc in MLT / PGDMLT / BMLT/ DMLT/DLT. Six months post qualification experience in the testing of blood ad or preparation of blood components (in a Licensed Blood Bank) in case of candidates having M.Sc in MLT / PGDMLT/BMLT. One year post qualification experience in the testing of blood and or preparation of blood components (in a Licensed Blood Bank) in case of candidates  having DMLT/DLT.

(ii) Nutritionist for Nutrition Rehabilitation Centre (NRC), Saptibari under Child Health :B.Sc or M.Sc inFods and Nutrition or equivalent course with computer knowledge. The candidate should be able to read write and speak in Bengali.

(iii) Rehabilitation Worker / Physiotherapist under NPHCE Programme :Bachelors in Physiotherap. At least two (2) years working experience in hospital.

(iv) Lab Technician (Blood Bank) under NHM Programme :: (A) Essential Qualification : Passed 10+2 with Physics, Chemistry Mathematics / Biological Science before obtaining Diploma or Degree. Diploma in Medical Laboratory Technology (DMLT) / Diploma in Laboratory Techniques (DLT) from any Government recognized University / Institution orDegree in Medical laboratory Technology (BMLT) from any Government recognized University / Institution or Post Graduate Degree or Diploma in Medical Laboratory Technology (M.Sc in MLT/PGDMLT) from any Government recognized University / Institution  Working knowledge of Computer. (B) Experience (Desirable) : (1) Six Month’s post qualification experience in testing of Blood andor preparation of blood and or preparation of blood components (in a Licensed Blood bank) in case of candidates having Degree / Post Graduate Degree or Post Graduate Diploma in Medical Laboratory Technology (M.Sc in MLT / PGDMLT / BMLT).(2) One year post qualification experience in the testing of blood and or preparation of blood components (in a licensed Blood Bank) in case of candidates having Diploma in Medial Laboratory Technology or Diploma in Laboratory Technology or Diploma in Laboratory Techniques (DMLT / DLT).

(v)Lab Technician (Blood Bank) under NACP Programme :Graduate in Medical Laboratory Technology (B.Sc MLT) or Diploma in Medical Laboratory Technology (DMLT) other expertise required working knowledge of computers. At least One year experience (after graduation) or at least two year experience (after diploma).

(vi)Lab Technician of CHC Clinic (NCD) under NPCDS Programme :Passed 1+2 and DMLT.

(vii)Lab Technician at District Hospital (NCD) under NPCDS Programme :Passed 1+2 and DMLT.

(viii)Lab Technician of Thalassaemia unit, DH, Jalpaiguri under NHM Programme :(A) Essential Qualification : HS or equivalent with Physics Chemistry &Biology. Two (2) years Diploma Course in medical Laboratory Technology from any institute recognized by W.B. Govt. (B) Experience (Desirable) :Experience in handling cell counter and HPLC machines.

(ix)Lab Technician under NVBDCP Programme :Passed Hgher Secondary (10+2) Examination or its equivalent with Physics, Chemistry and Biology and two years Diploma in Medical Laboratory Technology recognized by the Govt. of West Bengal State Medical Facility. At Lest 2 year experience (after diploma).

(x)) Peer Support under NVHCP Programme : Peer Support should be a person preferably with or recovered from the disease of Hepatitis-B or Hepatitis-C with minimum  qualification of HS (12 level education). He / She also have sound knowledge of Local language and working knowledge of English.

Age (As on 01.01.2020):: (i)Technical Supervisor-Blood Bank under NHM Programme :Max.  40 years.

(ii) Nutritionist for Nutrition Rehabilitation Centre (NRC), Saptibari under Child Health :Max.  40 years.

(iii) Rehabilitation Worker / Physiotherapist under NPHCE Programme :Max.  40 years.

(iv) Lab Technician (Blood Bank) under NHM Programme :Max.  40 years.

(v) Lab Technician (Blood Bank) under NACP Programme :Max.  60 years.

(vi) Lab Technician of CHC Clinic (NCD) under NPCDS Programme : Max.  40 years.

(vii)Lab Technician at District Hospital (NCD) under NPCDS Programme : Max.  40 years.

(viii) Lab Technician of Thalassemia unit, DH, Jalpaiguri under NHM Programme : Max.  40 years.

(ix) Lab Technician under NVBDCP Programme :Max.  40 years.

 (x) Peer Support under NVHCP Programme :Max.  40 years.

Total Vacancy :13

(i)Technical Supervisor-Blood Bank under NHM Programme :1 (U.R).

(ii) Nutritionist for Nutrition Rehabilitation Centre (NRC), Saptibari under Child Health :1 (U.R).

(iii) Rehabilitation Worker / Physiotherapist under NPHCE Programme :2 (U.R-1, S.T-1).

(iv) Lab Technician (Blood Bank) under NHM Programme :1 (U.R).

(v) Lab Technician (Blood Bank) under NACP Programme :1 (U.R).

(vi) Lab Technician of CHC Clinic (NCD) under NPCDS Programme :2 (U.R-1, OBC-B-1).

(vii)Lab Technician at District Hospital (NCD) under NPCDS Programme :1 (U.R).

(viii) Lab Technician of Thalassemia unit, DH, Jalpaiguri under NHM Programme :1 (U.R).

(ix) Lab Technician under NVBDCP Programme :2 (U.R-1, S.T-1).

 (x) Peer Support under NVHCP Programme :1 (U.R).

Salary Per Month :(i)Technical Supervisor-Blood Bank under NHM Programme :Rs. 17,220/-.

(ii) Nutritionist for Nutrition Rehabilitation Centre (NRC), Saptibari under Child Health :Rs. 20,000/-.

(iii) Rehabilitation Worker / Physiotherapist under NPHCE Programme :Rs. 15,000/-.

(iv) Lab Technician (Blood Bank) under NHM Programme :Rs. 17,220/-.

(v) Lab Technician (Blood Bank) under NACP Programme :Rs. 13,000/-.

(vi) Lab Technician of CHC Clinic (NCD) under NPCDS Programme :Rs. 17,220/-.

(vii)Lab Technician at District Hospital (NCD) under NPCDS Programme :Rs. 17,220/-.

(viii) Lab Technician of Thalassemia unit, DH, Jalpaiguri under NHM Programme :Rs. 16,860/-.

(ix) Lab Technician under NVBDCP Programme :Rs. 17,220/-.

 (x) Peer Support under NVHCP Programme :Rs. 10,000/-.

Online application closing date :31.12.2020 (12:00 A.M).

Website : www.jalpaigurihealth.com/Recruitment

……………………………………………………………………………………………………………

জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরে টেকনিক্যাল সুপারভাইজর-ব্লাড ব্যাঙ্ক, নিউট্রিশনিস্ট, রিহ্যাবিলিটেশন ওয়ার্কার / ফিজিয়োথেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ান, পিয়ার সাপোর্ট পদে ১৩ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ ডিসেম্বর, ২০২০ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) টেকনিক্যাল সুপারভাইজর-ব্লাড ব্যাঙ্ক : কোনো স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কমিপউটার জানতে হবে৷ লাইসেন্স প্রাপ্ত কোনো ব্লাড ব্যাঙ্কে ৬ মাস থেকে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(২) নিউট্রিশনিস্টফর নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার : ফুড অ্যান্ড নিউট্রিশনে বি.এসসি / এম.এসসি পাশ হতে হবে৷ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা চাই৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং ও লিখিত পরীক্ষার মাধ্যমে৷

(৩) রিহ্যাবিলিটেশন ওয়ার্কার / ফিজিয়োথেরাপিস্ট, এনপিএইচসিই প্রোগ্রাম : ফিজিয়োথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি পাশ ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং, শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(৪) ল্যাব টেকনিশিয়ান-ব্লাড ব্যাঙ্ক, এনএইচএম প্রোগ্রাম: কোনো স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কমিপউটার জানতে হবে৷ লাইসেন্স প্রাপ্ত কোনো ব্লাড ব্যাঙ্কে ৬ মাস থেকে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং, শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(৫) ল্যাব টেকনিশিয়ান-ব্লাড ব্যাঙ্ক, এনএসিপি প্রোগ্রাম: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ কমিপউটার জানতে হবে৷ ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা বা ডিপ্লোমা পাশের পর ২ বচর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং, লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(৬) ল্যাব টেকনিশিয়ান-সিএইচসি ক্লিনিক, এনপিসিডিএস প্রোগ্রাম : উচ্চমাধ্যমিক ও ডিএমএলটি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(৭) ল্যাব টেকনিশিয়ান-ডিস্ট্রিক্ট হসপিটাল, এনপিসিডিএম প্রোগ্রাম: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(৮) ল্যাব টেকনিশিয়ান-থ্যালাসেমিয়া ইউনিট, ডিএইচ, জলপাইগুড়ি, এনএইচএম প্রোগ্রাম: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সেল কাউন্টার ও এইচপিএলসি মেশিনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৬,৮৬০ টাকা৷ প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(৯) ল্যাব টেকনিশিয়ান-এনভিবিডিসিপি প্রোগ্রাম: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(১০) পিয়ার সাপোর্ট: হেপাটাইটিস বি / সি রোগ থেকে সুস্থ হয়ে ওঠা যেসব ছেলেমেয়েরা উচ্চমাধ্যমিক পাস তারা আবেদনের যোগ্য৷ প্রার্থীদের অবশ্যই ইংরেজি ও স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং, শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷  অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.wbhealth.gov.in ও www.jalpaigurihealth.com ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :