Jammu & Kashmir Rifles Regimental Centre, Jabalpur (MP) invites applications for recruitment to the following posts.
Post: Cook, MTS (Mail), MTS (Safaiwala), Barber, Stenographer Gr.II, Draughtsman, Washerman, Bootmaker, Barber.
Total Vacancy: 24
Eligibility: 10th/12th/Diploma/ITI/ Typing Proficiency (post wise different).
Age limit: 18 to 25 years as on 18th May, 2022
Pay scale: Level-1/Level-2/Level-4 (Post wise different).
Last Date of Receipt of Application: 18th May, 2022
………………………………………………….
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলস রেজিমেন্টাল সেন্টার, জববলপুর (এমপি) কুক, বুটমেকার, বার্বার, এমটিএস (সাফাইওয়ালা), ওয়াশারম্যান, টেলর, স্টেনোগ্রাফার গ্রেড-II, ড্রাফটসম্যান, এমটিএস (মেল) পদে ২৪ জন গ্রুপ-সি কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮ মে, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ১৮ মে, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রান্না ভালো জানতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ পুরুষ প্রার্থীরা আগ্রাধিকার পাবে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ প্রাক্তন সমরকর্মী প্রার্থীর জন্য ১ টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা৷
(২) বুটমেকার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকলে ভালো হয়৷ মহিলা প্রার্থীরা এই পদের উপযোগী নয়৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা৷
(৩) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
(৪) এমটিএস (সাফাইওয়ালা): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ প্রাক্তন সমরকর্মী প্রার্থীর জন্য ১ টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
(৫) ওয়াশারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
(৬) টেলর: মাধ্যমিক বা সমতুল ও আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
(৭) স্টেনোগ্রাফার গ্রেড-II: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৮০টি শব্দ ডিক্টেশন নেওয়ার এবং কম্পিউটারে ইংরিজিতে ৫০ মিনিট ও হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করার সক্ষমতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা৷
(৮) ড্রাফটসম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা৷
(৯) এমটিএস (মেল): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবেA4 সাইজের কাগজে নিম্নে সংযুক্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সাথে মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট / জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং সাম্প্রতিককালে তোলা অতিরিক্ত ৪টি স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি ও নিজের নাম ঠিকানা লেখা ২৩ সেমি× ১০ সেমি (কমপক্ষে) মাপের ১টি খাম (পোস্টাল স্ট্যাম্প সহ) একত্রে ৩৯ সেমি শ্র ২১ সেমি (কমপক্ষে) মাপের অন্য একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF (Name of the Post)” লিখে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়- ‘SELECTION BOARD GP’C’ POST J&K RIF REGIMENTAL CENTRE JABALPUR CANTT PIN 482001’’৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টে প্রাপ্ত নম্বরের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Proforma: Click Here