Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

JOIN MILITARY NURSING SERVICE THROUGH B.Sc (NURSING) COURSE – 2022 / নার্সিং ট্রেনিং করিয়ে সেনাবাহিনীতে চাকরি

Online applications are invited from FEMALE CANDIDATES (only) who have registered and are appearing for NEET (UG) – 2022 for admission to four years BSc (Nursing) Course commencing in the year 2022 at Colleges of Nursing of Armed Forces Medical Services (AFMS). Candidates will be selected for admission at Colleges of Nursing based on the final merit cum choice prepared using NEET (UG) – score, Computer Based Test of General Intelligence, General English (ToGlGE), Psychological Assessment Test (PAT) and Interview, subject to medical fitness and vacancies at each College.

Course: B.Sc Nursing Course 2022

Total vacancy: 220

Eligibility: Candidate must have passed in the FIRST ATTEMPT, Senior Secondary Examination (10+2) or equivalent with Physics, Chemistry, Biology (Botany & Zoology) and English with not less than 50% aggregate marks as a regular student from a Statutory/ Recognized Board/ University/Examining Body. Candidates who will be appearing for final year of qualifying examination during the current academic session may also apply provisionally.

Age limit: Candidate should born between 01 Oct 1997 and 30 Sep 2005 (both days inclusive).

Physical Standards: The minimum height required for entry into Armed Forces for female candidates is 152 cm. Candidates from Hill and North-eastern States will be accepted with a minimum height of 147 cm.

Last date of online application: 31st May, 2022.

………………………………

ভারতীয় সেনাবাহিনী ২২০ জন মহিলা প্রার্থীকে ৪ বছরের বি.এসসি নার্সিং কোর্স পড়িয়ে মিলিটারি নার্সিং সার্ভিসে নিয়োগ করবে৷ কলকাতা, পুণে, মুম্বই, নয়া দিল্লি, লক্ষ্ণৌ ও ব্যাঙ্গালোরের  নার্সিং কলেজে ভরতি নেওয়া হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ মে থেকে ৩১ মে, ২০২২-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয় নিয়ে কমপক্ষে ৫০% নম্বর সহ প্রথম সুযোগেই উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত ২০২২ সালের এনইইটি (ইউজি) পরীক্ষায় পাশ করতে হবে৷ শুধুমাত্র অবিবাহিত / বিবাহ-বিচ্ছিন্না / বিধবা পিছুটানহীন মহিলারাই আবেদনের যোগ্য৷

বয়স : প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ১ অক্টোবর, ১৯৯৭ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০০৫-এর মধ্যে৷

শারীরিক মাপজোক : উচ্চতা কমপক্ষে ১৫২ সেমি হতে হবে (পার্বত্য অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের মেয়েদের বেলায় ১৪৮ সেমি) ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে৷

কলেজ অনুযায়ী শূন্যপদ: CON, CH (EC), Kolkata – ৩০৷CON, AFMC, Pune – ৪০৷CON, INHS Asvini, Mumbai – ৪০৷CON, AH (R&R), New Delhi – ৩০৷CON, CH (CC), Lucknow – ৪০৷CON, CH (AF), Bangalore – ৪০৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ প্রথমে ওয়েবসাইটের officers entry apply / login সেকশনে ক্লিক করে নাম নথিভুক্ত করে দরখাস্ত পূরণ করতে হবে৷ যাদের নাম নথিভুক্ত আছে তারা সরাসরি দরখাস্ত পূরণ করতে পারবেন৷ নতুন প্রার্থীদের নাম নথিভুক্ত করার জন্য Registration ট্যাবে ক্লিক করতে হবে৷ এরপর Continue বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজ খুলবে যা যথাযথভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে৷ এরপর আপনার ই-মেল আইডি’তে পাঠানো ওটিপি এন্ট্রি করে সাবমিট করতে হবে৷ তখন একটি ট্যাব খুলবে যেখানে প্রার্থীর যাবতীয় তথ্য দিতে হবে৷ এরপর Save Continue বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে৷ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ড্যাশবোর্ডের “Apply Online” -এ ক্লিক করে দরখাস্ত পূরণ করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে  এনইইটি (ইউজি) – ২০২২ পরীক্ষার স্কোর, নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা, সাইকোলজিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ নির্বাচিত প্রার্থীদের এরপর ৪ বছরের বি.এসসি নার্সিং কোর্স পড়ানো হবে৷ পড়া চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন৷ ট্রেনিং শেষে মিলিটারি নার্সিং সার্ভিসের অধীন পার্মানেন্ট / শর্ট সার্ভিস কমিশনে চাকরি হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://joinindianarmy.nic.in/default.aspx

Get DetailsClick Here

 

Share it :