IIT Guwahati has announced to conduct JAM 2023 on February 12, 2023 for admissions to M.Sc., M.Sc. (Tech), MS (Research), Joint M.Sc.-Ph.D., M.Sc.-Ph.D. Dual Degree Programmes at all the Indian Institutes of Technology & Integrated Ph.D. Programmes at Indian Institute of Science, Bangalore.
Test Papers: Biotechnology (BT), Chemistry (CY), Economics (EN) Geology (GG), Mathematics (MA), Mathematical Statistics (MS), Physics (PH).
Eligibility: Bachelor Degree
Application fee: One Test Paper: Female (All Categories)/SC/ST/PwD – Rs. 900, All others – Rs. 1250; Two test papers: Female (All Categories)/SC/ST/PwD – Rs. 1800, All Others – Rs. 2500
Last date of online application: 11/10/2022
………………………..
আইআইটি খড়গপুর-সহ দেশের সমস্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তিন হাজারের বেশী আসনে এমএসসি, এমএসসি (টেক), এমএস (রিসার্চ) জয়েন্ট এমএসসি-পিএইচডি, এমএসসি-পিএইচডি ডুয়াল ডিগ্রি, এমএসসি-এমটেক ডুয়াল ডিগ্রি এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স-২০২৩ (JAM 2023) পরীক্ষার দরখাস্ত নেওয়া হবে অনলাইনে ৭ সেপ্টেম্বর, ২০২২ থেকে ১১ অক্টোবর, ২০২২ এর মধ্যে৷ অনলাইনে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৩৷ এই পরীক্ষায় পাশ করলে ২০২৩-২০২৪ অ্যাকাডেমিক সেশনে ভর্তির জন্য উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরাসরি আবেদন করা যাবে৷ এই বছর পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে আইআইটি গুয়াহাটি৷
আইআইটি অনুযায়ী কোর্স: (১) আইআইটি খড়গপুর: জয়েন্ট এমএসসি-পিএইচডি পড়ানো হবে কেমিস্ট্রি, জিয়োলজি, জিয়োফিজিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, মেডিক্যাল ফিজিক্স, নিউক্লিয়ার মেডিসিন ও মলিকুলার মেডিক্যাল মাইক্রোবায়োলজি বিষয়ে৷ (২) আইআইটি ভুবনেশ্বর: জয়েন্ট এমএসসি-পি.এইচডি পড়ানো হবে কেমিস্ট্রি, জিয়োলজি, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ফিজিক্স বিষয়ে৷ (৩) আইআইটি পাটনা, মাদ্রাজ, গান্ধীনগর, পালাক্কাদ ও রোপার: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিষয়ে৷ (৪) আইআইটি ধানবাদ: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ফিজিক্স বিষয়ে ও এমএসসি (টেক) পড়ানো হবে অ্যাপ্লায়েড জিয়োলজি ও অ্যাপ্লায়েড জিয়োফিজিক্স বিষয়ে৷ (৫) আইআইটি বম্বে: এমএসসি পড়ানো হবে অ্যাপ্লায়েড জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োফিজিক্স, অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিষয়ে এবং এমএসসি–পিএইচডি ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম পড়ানো হবে এনার্জি, এনভায়রনমেন্টাল সায়েন্স ও অপারেশনস রিসার্চ বিষয়ে৷ (৬) আইআইটি গৌহাটি: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ফিজিক্স ও ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং বিষয়ে৷ (৭) আইআইটি হায়দরাবাদ: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং ও ফিজিক্স বিষয়ে৷ (৮) আইআইটি ভিলাই: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং ও ফিজিক্স বিষয়ে৷ (৯) আইআইটি ইন্দোর: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি ও বায়োটেকনোলজি বিষয়ে৷ (১০) আইআইটি কানপুর: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স ও স্ট্যাটিসটিক্স বিষয়ে এবং এমএসসি-পি.এইচডি ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম পড়ানো হবে ফিজিক্স বিষয়ে৷ (১১) আইআইটি রুরকি: এমএসসি পড়ানো হবে অ্যাপ্লায়েড জিয়োলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিষয়ে৷ (১২) আইআইটি (বিএইচইউ) বারাণসী: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি ও ফিজিক্স বিষয়ে৷ (১৩) আইআইটি মান্ডী: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ফিজিক্স ও অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বিষয়ে৷ (১৪) আইআইটি দিল্লি: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ফিজিক্স, ইকোনমিক্স ও ম্যাথমেটিক্স বিষয়ে৷ (১৫) আইআইটি যোধপুর: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ও ফিজিক্স এবং এমএসসি-এমটেক ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম পড়ানো হবে ফিজিক্স অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্স-ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস বিষয়ে৷ (১৬) আইআইটি তিরুপতি: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি, ফিজিক্স ও ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিষয়ে৷ (১৭) আইআইটি জম্মু: এমএসসি পড়ানো হবে কেমিস্ট্রি বিষয়ে ও এমএস (আর) পড়ানো হবে কেমিস্ট্রি ও ফিজিক্স বিষয়ে৷
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ যে সব ছেলেমেয়েরা ডিগ্রি কোর্সে শেষ বর্ষে পড়ছেন, তারাও আবেদনের যোগ্য৷ তবে নথিপত্র যাচাইয়ের সময় পাশের প্রমাণপত্র দাখিল করতে হবে৷ বয়সের কোনো কড়াকড়ি নেই৷
আবেদনের পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://jam.iitg.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ একটি বিষয়ে পরীক্ষা দিলে ১৮০০ টাকা ও দুইটি বিষয়ের পরীক্ষা দিলে ২৫০০ টাকা পরীক্ষা ফি অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে একটি বিষয়ে পরীক্ষা দিলে ৯০০ টাকা ও দুইটি বিষয়ের পরীক্ষা দিলে ১২৫০ টাকা পরীক্ষা ফি জমা করতে হবে অনলাইনে৷ উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর যাবতীয় তথ্য, ছবি ও সই নির্দেশানুসারে আপলোড করে সাবমিট করার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
পরীক্ষা পদ্ধতি: জ্যাম-২০২৩ নেওয়া হবে অনলাইনে এই ৭ টি বিষয়ে – বায়োটেকনোলজি BT), কেমিস্ট্রি CY), ইকোনমিক্স EN), জিয়োলজি GG), ম্যাথমেটিক্স MA), ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিক্স MS) ও ফিজিক্স PH)৷ কেমিস্ট্রি, জিয়োলজি ও ম্যাথমেটিক্স বিষয়ের পরীক্ষা হবে ফোরনুন সেশনে৷ বায়োটেকনোলজি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স ও ফিজিক্সের পরীক্ষা হবে আফটারনুন সেশনে৷ প্রার্থীরা কেবলমাত্র একটি বিষয়ে বা দুইটি বিষয়ের পরীক্ষায় বসতে পারেন৷ অবজেক্টিভ টাইপ প্রশ্নপত্রে ৩টি বিভাগ থাকবে – মাল্টিপল চয়েস প্রশ্ন, মাল্টিপল সিলেক্ট প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যানসার টাইপ প্রশ্ন৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র- কলকাতা, কোলাঘাট, মেদিনীপুর, আসানসোল-দূর্গাপুর, কল্যাণী ও শিলিগুড়ি৷ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১০ জানুয়ারি, ২০২৩ থেকে৷ পরীক্ষার ফলপ্রকাশের তারিখ ২২ মার্চ, ২০২৩৷ আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://jam.iitg.ac.in/
Official Notification: Click Here