Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

JOINT ADMISSION TEST FOR MASTERS (JAM)- 2022 / জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ২০২২

IIT Roorkee has announced to conduct JAM 2022 on February 13, 2022 for admissions to M.Sc. (Two-Year), Joint M.Sc.-Ph.D., M.Sc.-Ph.D. Dual Degree and other Post-Bachelor’s Degree Programmes at all the Indian Institutes of Technology &  Integrated Ph.D. Programmes at  Indian Institute of Science, Bangalore.

Test Papers: Biotechnology (BT), Chemistry (CY), Economics (EN) Geology (GG), Mathematics (MA), Mathematical Statistics (MS), Physics (PH).

Eligibility: All candidates should have a Bachelor’s degree. In the qualifying degree, the aggregate marks or CGPA/CPI without rounding-off (taking into account all subjects, including languages and subsidiaries, all years combined) should be at least 55% or 5.5 out of 10 for General/OBC (NCL)/EWS category candidates, and 50% or 5.0 out of 10 for SC/ST and PwD category candidates. The candidates who have either appeared or are due to appear in the final examination of their qualifying degree in 2022 are also eligible to appear in JAM 2022.

Last date of online application: October 11, 2021

Application fee: One Test Paper: Female (All Categories)/SC/ST/PwD – Rs. 750, All others – Rs. 1500; Two test papers: Female (All Categories)/SC/ST/PwD – Rs. 1050, All Others – Rs. 2100

…………………

খড়গপুরের  ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-সহ সারা ভারতের ২০টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এম.এসসি (২ বছর), জয়েন্ট এমএসসি-পিএইচডি, এমএসসি-পিএইচডি ডুয়াল ডিগ্রি, এম.এসসি-এম.টেক ডুয়াল ডিগ্রি, পোস্ট ব্যাচেলর ডিগ্রি কোর্স এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে ইন্টিগ্রেটেড পি.এইচডি প্রোগ্রামে ভর্তির জন্য জয়েন্ট অ্যাডমিশন টেস্ট(JAM 2022) এর দরখাস্ত নেওয়া হচ্ছে৷ এবছর এই পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে আইআইটি রুরকি৷ কম্পিউটার বেসড অনলাইন জয়েন্ট অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে ১৩ ফেব্রুয়ারি, ২০২২৷ এই পরীক্ষায় পাশ করলে ২০২২-২০২৩ অ্যাকাডেমিক সেশনে ভর্তির জন্য প্রতিষ্ঠানগুলিতে সরাসরি আবেদন করা যাবে৷

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে ব্যাচেলর ডিগ্রিতে কমপক্ষে ৫৫% (তপশিলি অথবা প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর থাকতে হবে৷ যে সব ছেলেমেয়েরা ডিগ্রি কোর্সে শেষ বর্ষে পড়ছেন, তারাও আবেদনের যোগ্য৷ তবে নথিপত্র যাচাইয়ের সময় পাশের প্রমাণপত্র দাখিল করতে হবে৷ বয়সের কোনো কড়াকড়ি নেই৷

পরীক্ষা পদ্ধতি : জ্যাম ২০২২ নেওয়া হবে অনলাইনে এই ৭ টি বিষয়ে – বায়োটেকনোলজি(BT), কেমিস্ট্রি(CY), ইকোনমিক্স(EN), জিওলজি(GG), ম্যাথমেটিক্স(MA), ম্যাথামেটিক্যাল স্ট্যাটিটিক্স(MS) ও ফিজিক্স(PH)৷ বায়োটেকনোলজি, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স ও  ফিজিক্সের পরীক্ষা হবে ফোরনুন সেশনে৷ কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওলজি ও ম্যাথমেটিক্স বিষয়ের পরীক্ষা হবে আফটারনুন সেশনে৷ প্রার্থীরা কেবলমাত্র একটি বিষয়ে বা দু’টি বিষয়ের পরীক্ষায় বসতে পারেন৷ অবজেক্টিভ টাইপ প্রশ্নপত্রে ৩টি বিভাগ থাকবে – মাল্টিপল চয়েস প্রশ্ন, মাল্টিপল সিলেক্ট প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যানসার টাইপ প্রশ্ন৷

পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র : কলকাতা, খড়গপুর, আসানসোল-দূর্গাপুর, কল্যাণী ও শিলিগুড়ি৷

আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ অক্টোবর, ২০২১ এর মধ্যে এই ওয়েবসাইটে https://jam.iitr.ac.in৷ একটি ই-মেল আইডি-তে কেবলমাত্র একজন প্রার্থীই রেজিস্টার করতে পারবেন৷ পরীক্ষা সর্ম্পকিত সমস্ত তথ্য ইমেল আই ডি ও মোবাইল নম্বরে পাঠানো হবে, তাই প্রার্থীর নিজস্ব ইমেল আই ডি ও মোবাইল নম্বর পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঠিকঠাক থাকা দরকার৷ একটি বিষয়ে পরীক্ষা দিলে ১৫০০ টাকা ও ২টি বিষয়ের পরীক্ষা দিলে ২১০০ টাকা, মহিলা/তপশিলি জাতি/তপশিলি উপজাতি/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে একটি বিষয়ে পরীক্ষা দিলে ৭৫০ টাকা ও ২টি বিষয়ের পরীক্ষা দিলে ১০৫০ টাকা পরীক্ষা ফি জমা করতে হবে অনলাইনে৷ এরপর উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর যাবতীয় তথ্য, ছবি ও সই নির্দেশানুসারে আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে৷ তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে৷ কোর্স করানো হবে আই.আই.টি অনুযায়ী এই সব বিষয়ে – (১) খড়গপুর আই.আই.টি : জয়েন্ট এম.এসসি ও পি.এইচডি পড়ানো হবে কেমিস্ট্রি, জিওলজি, জিওফিজিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, মেডিকেল ফিজিক্স, নিউক্লিয়ার মেডিসিন ও মলিকুলার মেডিকেল মাইক্রোবায়োলজি (২ ভুবনেশ্বর আই.আই.টি : জয়েন্ট এম.এসসি ও পি.এইচডি পড়ানো হবে কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স ও অ্যাটমসফিয়ার অ্যান্ড ওশন সায়েন্সে৷ (৩ পাটনা, মাদ্রাজ, গান্ধীনগর ও রোপার আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ফিজিক্স (৪ ধানবাদ আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ফিজিক্স ও ৩ বছরের এম.এসসি (টেক) ইন অ্যাপ্লায়েড জিওলজি ও অ্যাপ্লায়েড জিওফিজিক্স৷ (৫ মুম্বই আই.আই.টি : এম.এসসি ইন অ্যাপ্লায়েড জিওলজি, অ্যাপ্লায়েড জিওফিজিক্স, অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ফিজিক্স আর এম.এসসি – পি.এইচডি ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম ইন এনার্জি, এনভায়রনমেন্টাল সায়েন্স ও অপারেশন রিসার্চ কোর্স৷ (৬) গৌহাটি আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি, ফিজিক্স ও ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং৷ (৭ হায়দরাবাদ ও ভিলাই আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং ও ফিজিক্স৷ (৮ ইন্দোর আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি ও বায়োটেকনোলজি অপশান নিয়ে দ্বিতীয় সেমিস্টারে এম.এসসি-পি.এইচডি ডুয়াল প্রোগ্রাম৷  (৯ কানপুর আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স ও স্ট্যাটিসটিক্স এবং ফিজিক্স বিষয় নিয়ে এম.এসসি-পি.এইচডি ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম৷ (১০) রুরকি আই.আই.টি : এম.এসসি ইন অ্যাপ্লায়েড জিওলজি, কেমিস্ট্রি, ইকনোমিক্স, ম্যাথমেটিক্স ও ফিজিক্স৷ (১১) বারাণসী আই.আই.টি :  এম.এসসি ইন কেমিস্ট্রি ও ফিজিক্স৷ (১২) মান্ডী আই.আই.টি :  এম.এসসি ইন কেমিস্ট্রি, ফিজিক্স ও অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স৷ (১৩) পালাক্কাদ আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি, ফিজিক্স ও ম্যাথমেটিক্স৷ (১৪) দিল্লি আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি, ফিজিক্স, ইকোনমিক্স ও ম্যাথমেটিক্স৷ (১৫) যোধপুর আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ফিজিক্স এবং ফিজিক্স বিষয় নিয়ে এম.এসসি-এম.টেক ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম৷ (১৬) তিরুপতি আই.আই.টি : এম.এসসি ইন কেমিস্ট্রি,  ফিজিক্স ও ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স৷ (১৭) বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স : ইন্টিগ্রেটেড পি.এইচডি প্রোগ্রাম ইন বায়োলজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্যাল সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্স৷

গুরুত্বপূর্ণ তারিখ : (১) অ্যাডমিট কার্ড ডাউনলোড – ৪ জানুয়ারি, ২০২২৷ (২) পরীক্ষার ফলপ্রকাশ ২২ মার্চ, ২০২২৷ (৩) ভর্তির জন্য আবেদন করতে হবে ১১ থেকে ২৫ এপ্রিল, ২০২২’র মধ্যে৷ (৪) ভর্তির প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (অন্তিম) তালিকা প্রকাশ করা হবে যথাক্রমে ১, ১৬, ২৫ জুন, ২০২২ ও ৫ জুলাই, ২০২২৷ (৫) ভর্তি হওয়ার শেষ তারিখ ১১ জুলাই, ২০২২৷ আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন এই ওয়েবসাইট https://jam.iitr.ac.in৷

Official website: https://jam.iitr.ac.in/

Click to get the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/InformationBrochureJAM2022.pdf

 

Share it :