Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

JOINT CSIR-UGC NET JUNE 2022 / সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

National Testing Agency will be conducting the Joint CSIR-UGC Net June 2022.

Eligibility: M.Sc or equivalent degree / Integrated BS-MS / BS-4 years/ B.E / B.Tech./ B.Pharma / MBBS with minimum 55% marks.

Age: For JRF, maximum 28 years as on 01/07/2021. For Lectureship / Assistant Professor, there is no upper age limit.

Application Fee: Rs. 1000 (Rs. 500 for OBC-NCL, Rs. 250 for SC/ST, Third Gender, Nil for PwD)

Last Date of online application: 10th August, 2022 till 5 pm.

…………………………

পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ ও ‘লেকচারশিপ’ / ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’-এর যোগ্যতা অর্জনের সর্বভারতীয় স্তরের পরীক্ষা জয়েন্ট সিএসআইআর- ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) জুন ২০২২-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ও ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যৌথভাবে পরীক্ষাটি পরিচালনা করবে৷ একজন প্রার্থী ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ ও ‘লেকচারশিপ’ / ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ বা ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ বা ‘লেকচারশিপ’ / ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’-এর জন্য আবেদন করতে পারবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ আগস্ট, ২০২২ বিকেল ৫ টার  মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ৫৫% নম্বর সহ (তপশিলি সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০% নম্বর) এমএসসি / ইন্টিগ্রেটেড বিএস-এমএস / বি.এস (৪ বছরের) /বিই / বিটেক / বিফার্মা / এমবিবিএস পাশ হতে হবে৷ ৫৫% নম্বর সহ (তপশিলি সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০% নম্বর) বিএসসি (অনার্স) বা সমতুল পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ তবে তাদের ২ বছরের মধ্যে পিএইচডি / ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে নথিভুক্ত হতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি পাশ প্রার্থীরা শুধুমাত্র জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য আবেদনের যোগ্য, ‘লেকচারশিপ’ / ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’-এর জন্য বিবেচিত হবেন না৷ বিএসসি (অনার্স) ফাইনাল ইয়ারে পাঠরত বা ফাইনাল ইয়ারের রেজাল্ট এখনও বেরোয়নি এরকম প্রার্থীরা আবেদনের যোগ্য নন৷

বয়স: ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’-এর জন্য ১ জুলাই, ২০২১-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং মহিলা, তপশিলি, তৃতীয় লিঙ্গ ও  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ ‘লেকচারশিপ’ / ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’-এর জন্য বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷

স্টাইপেন্ড: জুনিয়র রিসার্চ ফেলোশিপের বেলায় প্রথম ২ বছর স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে ৩১,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.csirnet.nta.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট রঙিন ছবি (১০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে) ও সই (৪ থেকে ৩০ কেবি সাইজের মধ্যে) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে এবং কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) (৫০ থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (৫০ থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০০ টাকা (ওবিসি-এনসিএল প্রার্থীদের বেলায় ৫০০ টাকা এবং তপশিলি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে ১০ আগস্ট, ২০২২ রাত ১১টা ৫০ মিনিটের মধ্যে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ত্রুটি থাকলে  ১২ আগস্ট ২০২২ থেকে ১৬ আগস্ট ২০২২-এর মধ্যে তা সংশোধন করে নেওয়ার সুযোগ পাওয়া যাবে৷ একজন প্রার্থী কেবলমাত্র একটি দরখাস্ত পূরণ করবেন৷

পরীক্ষা পদ্ধতি: ৩ ঘণ্টায় ২০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হবে নিম্নলিখিত বিষয়গুলির উপর – (ক) কেমিক্যাল সায়েন্সেস (কোড ৭০১), (খ) আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশেন অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস (কোড ৭০২), (গ) লাইফ সায়েন্সস (কোড ৭০৩), (ঘ) ম্যাথমেটিক্যাল সায়েন্সেস (কোড ৭০৪), (ঙ) ফিজিক্যাল সায়েন্সেস (কোড ৭০৫)৷ নেগেটিভ মার্কিং রয়েছে৷ পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি- আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা ও শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন।

Official Website: https://csirnet.nta.nic.in

Official Notification: click here

 

 

 

Share it :