Advt. No. 166
Applications are invited for recruitment of the following post purely on contract basis for deployment in the office of Chittranjan National Cancer Institute, Kolkata.
Post: Junior Hindi Typist
Total Vacancy: 2
Eligibility: (10+2) from recognized board with minimum 30 WPM typing speed in Hindi.
Age-limit: 30 years
Salary: Rs. 20000
Application Fee: Rs. 750 (Rs. 450 for SC/ST/EWS/PH/ESM/WOMEN)
Last Date of Online Application: 7th August, 2022
…………………………………
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, কলকাতায় নিম্নলিখিত চুক্তিভিত্তিক পদের জন্য দরখাস্ত আহ্বান করছে।
পদের নাম: জুনিয়র হিন্দি টাইপিস্ট
মোট শূন্যপদ: ২
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ ও হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
বয়স: ৩০ বছরের মধ্যে।
বেতন: ২০,০০০ টাকা।
দরখাস্ত ফি: ৭৫০ টাকা (তপশিলি, আর্থিকভাবে অনগ্রসর, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা)
অনলাইন দরখাস্তের শেষ তারিখ: ৭ আগস্ট, ২০২২
Official Website: www.becil.com
Official Notification: Click Here