Employment Notification No.: 01/2021
The Jute Corporation of India, Kolkata invites applications for the following posts.
Post: Junior Inspector, Junior Assistant, Accountant
Total Vacancy: 63 (Junior Inspector- 40, Junior Assistant- 11, Accountant- 12)
Eligibility:
Junior Inspector- Class 12 pass, 3 years’ experience in relevant field.
Junior Assistant- Graduate, Computer knowledge, Typing proficiency
Accountant- M.Com with Advanced Accountancy & auditing as a special subject, 5 years’ experience / B.Com with 7 years’ experience.
Age limit: 30 years as on 01.12.2021
Pay scale:Junior Inspector, Junior Assistant- Rs. 21,500 – Rs. 81,500; Accountant-Rs. 28,600 – Rs. 1,15,000.
Application Fee: Rs. 200 (SC/ST/PWBD/ESM category candidates are exempted)
Last Date of Online Application: 13th January, 2022
…………………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, কলকাতা জুনিয়র ইন্সপেক্টর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্ট্যান্ট পদে ৬৩ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র ইন্সপেক্টর(S3) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৪০ (জেনাঃ ১৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ বেতন : ২১,৫০০ টাকা থেকে ৮৬,৫০০ টাকা৷
(২)জুনিয়র অ্যাসিস্ট্যান্ট(S3) : গ্র্যাজুয়েশন বা সমতুল পাশ হতে হবে এবং কম্পিউটার (এমএস ওয়ার্ড ও এক্সেল-সহ) চালনায় দক্ষ হতে হবে ও ইংরিজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ শূন্যপদ : ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতন : ২১,৫০০ টাকা থেকে ৮৬,৫০০ টাকা৷
(৩) অ্যাকাউন্ট্যান্ট(S5) : অ্যাডভান্সড অ্যাকাউন্ট্যান্সি অ্যান্ড অডিটিং বিষয়-সহ এম.কম পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা বি.কম পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এসিএ, এসএএস, সিএ, এসিডব্লুএ, সিএডি যোগ্যতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতন : ২৮,৬০০ টাকা থেকে ১,১৫,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.jutecorp.in ওয়েবসাইটের মাধ্যমে৷এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ২০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের দরখাস্ত ফি লাগবে না৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে (তিন সপ্তাহের মধ্যে) তোলা ছবি ও কালো / নীল কালিতে করা সই জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে এবং জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র,কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকরা প্রমাণপত্র, প্রাক্তন সমরকর্মীর সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : জুনিয়র ইন্সপেক্টর ও অ্যাকাউন্ট্যান্ট পদের প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা (সিবিটি) ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা (সিবিটি), টাইপিং টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশনে ৯০ মিনিট সময়সীমায় ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে৷ কোনো নেগেটিভ মার্কিং নেই৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.jutecorp.in
Official Notification: Click Here
Apply Online: Click Here