Kendriya Vidyalaya (NTPC) Farakka, Malda is going to recruit Post Graduate Teacher, Trained Graduate Teacher & Primary Teacher through walk-in-interview on purely part-time contractual basis.
Posts: Post Graduate Teacher (PGT), Trained Graduate Teacher (TGT), Primary Teacher & Primary Teacher (Music)
Eligibility:
PGT: PG, B.Ed., CTET etc.
TGT: Graduate, B.Ed., CTET etc.
Primary Teacher: HS, B.Ed, CTET
Primary Teacher (Music): Graduate in relevant field, CTET etc.
Proficiency in teaching Hindi and English medium.
Age limit:
PGT: 40 years
TGT: 35 years
Primary Teacher & Primary Teacher (Music): 30 years
Pay scale: As per KVS rules
Date of walk-in-interview: 29th , 30th September, 2021
………………….
কেন্দ্রীয় বিদ্যালয় এনটিপিসি, ফারাক্কা (মালদা) সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অস্থায়ী চুক্তির ভিত্তিতে পোস্ট গ্র্যাজুয়েট টিচার (ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ইংরেজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার সায়েন্স), ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (ম্যাথস, সায়েন্স, সংস্কৃত, ইংরেজি), প্রাইমারি টিচার পদে নিয়োগ করবে৷ পদ অনুযায়ী যোগ্যতা : (১) পোস্ট গ্র্যাজুয়েট টিচার : কমপক্ষে ৫০% নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও বিএড থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই সিটেট পাশ হতে হবে৷ ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষকতায় দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটার সায়েন্স পাদের বেলায় কমপক্ষে ৫০% নম্বরসহ আইটি / কম্পিউটার সায়েন্স বিষয়ে বিই / বিটেক বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার সায়েন্সে বিসিএ / বিএসসি / এমসিএ / এমএসসি পাশরাও আবেদনের যোগ্য৷ বয়স : বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন৷
(২) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার : কমপক্ষে ৫০% নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ ও বিএড থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই সিটেট পাশ হতে হবে বা কোনো স্বীকৃত রিজিওন্যাল কলেজ অফ এডুকেশন থেকে ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স : বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন৷
(৩) প্রাইমারি টিচার ও প্রাইমারি টিচার (মিউজিক): কমপক্ষে ৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন পাশ হতে হবে৷ প্রার্থীকে আবশ্যই সিটেট পাশ হতে হবে৷ ইংরেজি ও হিন্দি মাধ্যমে শিক্ষাকতা করার দক্ষতা থাকতে হবে৷ প্রাইমারি টিচার (মিউজিক) পদের বেলায় মিউজিক বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও মাধ্যমিক / উচচমাধ্যমিকে কমপক্ষে ৫০% নম্বরসহ পাশ হতে হবে৷ ইংরেজি ও হিন্দি মাধ্যমে শিক্ষাকতা করার দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন৷
প্রতিটি পদের বেলায় এককালীন বেতন পাওয়া যাবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস)-এর নিয়মানুযায়ী৷
পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের ইন্টারভিউ হবে ২৯ সেপ্টেম্বর, ২০২১৷ প্রাইমারি টিচার ও প্রাইমারি টিচার (মিউজিক) পদের ইন্টারভিউ হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১৷
ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট দিনে সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয় এনটিপিসি, ফারাক্কা ক্যাম্পাসে প্রার্থীকে বায়োডাটা ও অরিজিনাল নথিপত্র (স্বপ্রত্যয়িত প্রতিলিপি-সহ) নিয়ে উপস্থিত হতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট https://ntpcfarakka.kvs.ac.in৷
Official Website: https://ntpcfarakka.kvs.ac.in
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/KV-Interview-2021.pdf