Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

KIOCL LIMITED HIRING 35 GRADUATE ENGINEER TRAINEES / রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩৫ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি

ADVT. NO. HR/02/662

Online applications are invited for recruitment to the following post in KIOCL Limited through GATE-2021/2022.

Post: Graduate Engineer Trainee

Total vacancy: 35

Eligibility: BE/BTech in relevant disciplines with valid Gate score.

Age limit: 27 years as on 31/07/2022.

Last Date of Online Application: 24/09/2022

Last Date of Receipt of Application: 30/09/2022

Application Fee: Rs. 1000 (No fee is required for SC/ST/PWD)

………………………….

রাষ্ট্রায়ত্ত সংস্থা কেআইওসিএল লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে ৩৫ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে এবং প্রিন্ট করা দরখাস্ত পাঠাতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে কমপক্ষে ৭৫ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও ওবিসি-এনসিএল প্রার্থীদের বেলায় ৬৫ শতাংশ) নম্বর-সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ হতে হবে এবং গেট-২০২১/২০২২ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷ বয়স: ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় হলে ১৫ বছর ও ওবিসি-এনসিএল হলে ১৩ বছর) বয়সের ছাড় পাওয়া যাবে৷

শাখা অনুযায়ী শূন্যপদ: (১) মেকানিক্যাল: ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃ:উঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (২)  ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স: ১১ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃ:উঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৩)  ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৪)  মেটালার্জি: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ (৫)  কম্পিউটার সায়েন্স: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (৬)  মাইনিং: ২ (অসংরক্ষিত)৷ (৭) সিভিল: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷

বেতনক্রম: প্রতি মাসে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকার মধ্যে৷ সফলভাবে ১ বছরের ট্রেনিং শেষে বেতনক্রম হবে প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকার মধ্যে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.kioclltd.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ১০০০ টাকা “KIOCL Limited”, payable at Bengaluru-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট নিয়ে তার সাথে প্রার্থীর ২টি সাম্প্রতিক পাসপোর্ট ছবি, উল্লিখিত ডিমান্ড ড্রাফ্ট এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, গেট ২০২১/২০২২ স্কোর কার্ড, শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-To The General Manager (HR), HR Department, KIOCL Limited, Koramangala 2nd Block, Sarjapura Road, Bengaluru-560034৷

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট- ২০২১/২০২২ পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitewww.kioclltd.com

Official Notification: Click Here

Share it :