Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

LABORATORY TECHNICIAN & LABORATORY ASSISTANT AT MEDICAL COLLEGE KOLKATA / মেডিক্যাল কলেজ, কলকাতায় টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট

Notice No. MC/5595/2021

Medical College & Hospital, Kolkata is inviting application for engagement of contractual staff for the establishment of Multidisciplinary Research Units (MRUs).

Post: Laboratory Technician, Laboratory Assistant

Total Vacancy: 3 (Laboratory Technician-2, Laboratory Assistant-1)

Eligibility: Laboratory Technician – DMLT with minimum 2 years experience, Laboratory Assistant – Passed HS with science.

Consolidated Remuneration:  Laboratory Technician- Rs. 18,360, Laboratory Assistant- Rs. 16,179

Last Date of Receipt of Application: 1st December, 2021 at 4pm.

……………………………

মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা-এর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটে ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ৩ জন নিয়োগ করা হবে  ১ বছরের চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত জমা দিতে হবে ১ ডিসেম্বর, ২০২১ বিকেল ৪টের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ল্যাবরেটরি টেকনিশিয়ান : ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পাশ হতে হবে, সঙ্গে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক৷ রিসার্চ ল্যাবে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভলো হয়৷ শূন্যপদ : ২৷ এককালীন বেতন : ১৮,৩৬০ টাকা৷

(২) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট : বিজ্ঞান বিষয়-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ রিসার্চ ল্যাব / কম্পিউটার ট্রেনিং / ডেটা কিপিং ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভলো হয়৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন : ১৬,১৭৯ টাকা৷

আবেদন করার পদ্ধতি : সম্পূর্ণ জীবনপঞ্জী ও পাসপোর্ট ছবি-সহ দরখাস্তের সঙ্গে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন ও টেকনিক্যাল যোগ্যতার মার্কশিট, বাসস্থানের প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে নির্দিষ্ট ড্রপ বক্সে ফেলতে হবে এই ঠিকানায় – To The Principal, Office of the Principal, Administrator Block, Medical College, Kolkata, 88, College Street, Kolkata – 700073৷

প্রার্থী বাছাই পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.wbhealth.gov.in ওয়েবসাইট৷

Official Website: www.wbhealth.gov.in

Official Notification: Click Here

Share it :