Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

LIEUTENANTS IN INDIAN ARMY THROUGH JAG ENTRY SCHEME / সেনাবাহিনীতে লেফটেন্যান্ট

The Indian Army is inviting applications from unmarried men & women for JAG Entry Scheme 29th Course (OCT 2022).

Post: Lieutenant

Total Vacancy: 9 (Men – 6, NCC Women – 3)

Eligibility: Minimum 55% aggregate marks in LLB Degree (three years professional after graduation or five years after 10+2 examination). The candidates should be eligible for registration as an advocate with Bar Council of India/State. Candidate should be from a College/University recognized by Bar Council of India.

Medical Standards: Height for males- 157.5cm, Height for females- 152cm.

Age limit: 21 to 27 years as on 01 July 2022

Training Period: 49 weeks at OTA, Chennai

Stipend: Rs. 56,000

Pay scale: Rs. 56,100 – Rs. 1,77,500  + Service pay of Rs. 15,500 + Other allowances (after becoming Lieutenant)

Last date of online application: 17th February, 2022 till 3 pm.

……………………………………………………………………………….

ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে জেএজি এন্ট্রি স্কিমের ২৯তম কোর্স (অক্টোবর ২০২২)-এর জন্য ৯ জন অবিবাহিত ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৭ ফেব্রুয়ারি, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত কলেজ / বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ এলএলবি ডিগ্রি (গ্র্যাজুয়েশনের পর ৩ বছরের বা উচ্চমাধ্যমিকের পর ৫ বছরের) পাশ হতে হবে এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া/স্টেট-এ অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হওয়ার যোগ্যতা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২-এর হিসেবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৫ থেকে ১ জুলাই, ২০০১-এর মধ্যে৷ শূন্যপদ: ৯ (পুরুষ- ৬, মহিলা- ৩)৷

শারীরিক মাপজোক : পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭.৫ সেমি, সঙ্গে মানানসই ওজন ও মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫২ সেমি, সঙ্গে মানানসই ওজন৷ গোর্খা, নেপালি, অসমিয়া ও গাড়োয়ালি ছেলেমেয়েরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন৷

ট্রেনিং পিরিয়ড, স্টাইপেন্ড ও বেতনক্রম: চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ৪৯ সপ্তাহের ট্রেনিং শেষে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে৷ ট্রেনিং চলাকালীন প্রার্থীরা ৫৬,১০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷ লেফটেন্যান্ট পদে নিয়োগের পর বেতনক্রম হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা, সঙ্গে মিলিটারি সার্ভিস পে ১৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রোল নম্বর-সহ) ২ কপি প্রিন্টআউট নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের এসএসবি  ইন্টারভিউ হবে এইসব শহরে এলাহাবাদ, ভোপাল, ব্যাঙ্গালোর, কাপুরথালা৷ ইন্টারভিউ দুটি স্টেজে সংঘটিত হবে৷ শেষে হবে ডাক্তারি পরীক্ষা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.joinindianarmy.nic.in

Official Notification: Click Here

Share it :