F.No: NICS/103/1/2019/20-Trg
Ministry of Labour & Employment invites applications for the following post.
Posts: Young Professionals
Total Vacancy: 130
Eligibility: Graduate or PG in relevant disciplines
Age limit: 24 to 40 years
Salary: Rs. 50,000
Last Date of Application: 22nd June, 2022
………………………………………………..
কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রক ইয়ং প্রফেশনাল পদে ১৩০ জন কর্মী নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ২ বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ জুন, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: বিএ / বিটেক/ বিই / বিএড পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা এমবিএ বা ইকোনমিক্স / সাইকোলজি / সোশিয়োলজি / সাইকোলজি / অপারেশনস রিসার্চ / স্ট্যাটিস্টিকস / সোশ্যাল ওয়ার্ক / ম্যনেজমেন্ট / ফিন্যান্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / কমার্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং ইংরাজি সহ হিন্দি বা অন্য কোনো আঞ্চলিক ভাষায় লিখতে, বলতে ও পড়তে জানতে হবে৷ বয়স: ২৪ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩০৷ বেতন: ৫০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://labour.gov.in বা www.ncs.gov.in ওয়েবসাইটে https://forms.gle/4f3NvwsF3Bswp7ty5 লিংকে প্রদত্ত গুগল ফর্ম পূরণের মাধ্যমে৷ ফর্ম পূরণের আগে www.ncs.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা ফর্ম সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://labour.gov.in , www.ncs.gov.in
Official Notification: Click Here
Google Form: Click Here