Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

MINISTRY OF DEFENCE HIRING 13 / এমবার্কেশন হেডকোয়ার্টার্স কলকাতায় ১৩ কর্মী

Embarkation Headquarters Kolkata, under Ministry of Defence, is inviting applications for recruitment to following posts.

Post:  Tally Clerk, Cook, MTS (Safaiwala), MTS (Watchman), Housekeeper.

Total Vacancy: 13

Eligibility: Matriculation/HS

Age Limit: 18 to 25 years as on 25th February, 2022

Pay scale: Postwise different.

Last Date of Receipt of Application: 25th February, 2022.

……………………………………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এমবার্কেশন হেডকোয়ার্টার্স, কলকাতা ট্যালি ক্লার্ক, এমটিএস (ওয়াচম্যান), এমটিএস (সাফাইওয়ালা), কুক, হাউজ কিপার পদে ১৩ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৫ ফেব্রুয়ারি, ২০২২-এর  হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীদের বেলায় ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ৫ বছর বয়সের ছাড় রয়েছে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৫ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷

(১) ট্যালি ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শিপিং / অ্যাকাউন্টস সংক্রান্ত কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল-২৷ নিয়োগ হবে- এমবার্কেশন হেডকোয়ার্টার, কলকাতা৷

(২) এমটিএস (ওয়াচম্যান) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল-১৷ নিয়োগ হবে- এমবার্কেশন হেডকোয়ার্টার, কলকাতা৷

(৩) এমটিএস (সাফাইওয়ালা) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল-১৷ নিয়োগ হবে- এমবার্কেশন হেডকোয়ার্টার, কলকাতা: ১ ২২৪ ট্রানজিট ক্যাম্প শিলিগুড়ি- ২৷

(৪) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান থাকতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল-২৷ নিয়োগ হবে- ২৩৪ ট্রানজিট ক্যাম্প মাইল-৫ (সিকিম): ১ ২৫৩ ট্রানজিট ক্যাম্প লাখাবালি- ১ ২৫১ ট্রানজিট ক্যাম্প সেনগে (অরুণাচল প্রদেশ)- ১৷

(৫) হাউজ কিপার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল-১৷ নিয়োগ হবে- ২৩৬ ট্রানজিট ক্যাম্প মাইল-১৭ (সিকিম)৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে নিম্নে সংযুক্ত বয়ান অনুসারে টাইপ করে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ১টি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি ও অ্যাডমিট কার্ডের নির্দিষ্ট অংশে ২টি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে মাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট,  জন্ম শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের প্রতিলিপি ও নিজের নাম ঠিকানা লেখা ২টি খাম (পোস্টাল স্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST ………………….. and Category ………………. .” লিখে পাঠাতে হবে এই ঠিকানায় — কমান্ড্যান্ট এমবার্কেশন হেডকোয়ার্টার্স, ২৪৬, এজেসি বোস রোড, আলিপুর, কলকাতা-৭০০০২৭৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা ও স্কিল / প্র্যাকটিক্যাল / ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

APPLICATION FORM FOR RECRUITMENT OF GP ‘C’ CIVILIAN

FOR THE POST OF __________

(Part-I)

Affix self attested passport size photograph——

  1. Post for which applied (single entry only)

(a) Category _________________ (UR/OBC/SC/ST/ESM)

(b) Places applied for ____________________________

Note. Applicant may apply for one or more places as given

in advertisement for respective trade)

  1. Name of the Applicant (In block letters)
  2. Father’s Name : ________ Mother’s Name : ___________
  3. Date of birth : ___________________________________
  4. Age as on (closng date of application)

_____________ Yrs __________ Months ________ Days

  1. Education Qualifications : _________________________________________
  2. Full postal Address

(a) Correspondence Address :- _________________________________________

_________________________________________________________________

(b) Permanent Address :- ______________________________________________

_________________________________________________________________

 

  1. Details of Education Qualifications (Photocopy of mark Sheet and certificate to be attached)
Essential Qualification Board Marks Obtained Percentage
12th Matriculation

or Equivalent

     
Any other Qualification (Academic/Technical

Traning/Experience)

 

     

 

  1. Employment Exchange Registration Card Number, If any
  2. Identification Mark
  3. I hereby certify that :-

((a) I am not involved in any criminal case and no proceedings Criminal / Civil are pending / contemplated against me in any court of law.

(b) The above particulars are true and correct to the best of my knowledge and belief If any particular is found to be incorrect and false at any stage my selection / appointment / services are liable to be terminated without notice.

Date :

Place :                                                                                (Signature of Applicant)

_________________________________________________________________

ACKNOWLEDGEMENT SLIP/CALL LETTER (TWO COPIES)

(To be filled by  the candidate on a separate page)

  1. Name (in block letters) ____________
  2. Father’s Name _________________
  3. Address for Communication ________
  4. This call letter is for the post of _____
  5. Which category to belong to ________

(For Office Use Only)

Received On   Accepted/Rejected  
Reason for Rejection Underage/Overage/Incomplete Documents/ Any other reason to be specified
Regn No./ Index No.   Date of Test  
Time of Test   Place of Test  

Note :-

(a) Candidates have to produce all original copies of certificates /  testimonial and any original Govt. issued photo ID proof like Aadhar Card, Voter ID, Pan Card, Pass port, Driving Licence on the date of test.

(b) Candidates should bring Pen, Pencil, Clip Board and writing materials for written test / Practical test / physical test.

(c) Candidates to bring Vaccination Certificate / RT-PCR/Rapid test report while attending the test.

 

(Sinature of Controlling Officer with office Seal)

Share it :