Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

National Aerospace Laboratories – 24 / ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজে ২৪ অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার

Advt. No. 8/2020

National Aerospace Laboratories (N.A.L) is a premier research laboratory under the Council of  Scientific and Industrial Research (CSIR) which is an Autonomous Body under Ministry of Science & Technology, Government of India. csir-nal invites online application from Indian Nationals for filling up some vacant posts.

Post : Junior Secretariat Assistant (Gen & S&P), Junior Secretariat Assistant (F&A), Junior Stenographer (English).

Eligibility : (i)Junior Secretariat Assistant (Gen & S&P) : 10+2 / XII standard / PUC or its equivalent with typewriting speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi  on Computer.

(ii) Junior Secretariat Assistant (F&A) : 10+2 / XII standard / PUC or its equivalent with Accountancy as one of the subject and typewriting speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi  on Computer.

(iii) Junior Stenographer (English) : 10+2 / XII standard / PUC or its equivalent with a speed of 80 w.p.m in shorthand in English and Transcription in 50 mts and 35 w.p.m. in type-writing in English on Computer.

Age: (i)Junior Secretariat Assistant (Gen & S&P) : Not more than 28 years.

(ii) Junior Secretariat Assistant (F&A) :  Not more than 28 years.

(iii) Junior Stenographer (English) : Not more than 27 years.

Total Vacancy : 24

(i)Junior Secretariat Assistant (Gen & S&P) : 12 (U.R-6, S.C-1, OBC-4, EWS-1).

(ii) Junior Secretariat Assistant (F&A) : 5 (U.R-4 & OBC-1).

(iii) Junior Stenographer (English) : 7 (U.R-3, S.C-1, OBC-2, EWS-1).

Salary : (i)Junior Secretariat Assistant (Gen & S&P) : Rs. 19,900/- – 63,200/-.

(ii) Junior Secretariat Assistant (F&A) : Rs. 19,900/- – 63,200/-.

(iii) Junior Stenographer (English) : Rs. 25,500/- – 81,100/-.

Online application closing date : 27.12.2020

Website : www.nal.res.in

……………………………………………………………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা সিএসআইআর-ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ ‘জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট’ ও ‘জুনিয়র স্টেনোগ্রাফার’ পদে ২৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ ডিসেম্বর, ২০২০-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেন অ্যান্ড এস অ্যান্ড পি) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (এফ অ্যান্ড এ) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ৪,ওবিসি  ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৩) জুনিয়র স্টেনোগ্রাফার (ইংলিশ) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

প্রতিটি পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর  তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ নির্বাচিত প্রার্থীদের প্রথম বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nal.res.in ওয়েবসাইটে৷ প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ একাধিক পদে দরখাস্তের জন্য আলাদা-আলাদা দরখাস্ত জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসোসিয়েট পদের প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে, লিখিত পরীক্ষা হবে দু’টি পেপারে৷ পেপার-১ : ২০০ নম্বরের মেন্টাল এবিলিটি টেস্ট হবে ১০০টি প্রশ্ণের৷ পেপার-২ : জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ণ) ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ণ)৷ প্রতি প্রশ্ণের মান থাকবে ৩ নম্বর৷ পেপার-১ কোয়ালিফাই হলে তবেই পেপার-২ দেখা হবে৷ এরপর হবে টাইপিং টেস্ট৷ জুনিয়র স্টেনোগ্রাফার পদের প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও স্টেনোগ্রাফি টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিথ ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :