Advt. No. NIELIT/NDL/MeitY/2021/1
National Institute of Electronics & Information Technology (NIELIT) is inviting applications for the recruitment to 11 posts of Staff Car Driver.
Post: Staff Car Driver (Ordinary Grade)
Total vacancy: 11 (UR: 05, EWS: 01, OBC: 03, SC: 01, ST: 01)
Eligibility: 10th, Driving license & experience
Age limit: 18 to 27 years (as on 14 September, 2021)
Pay scale: Rs. 19,900 – Rs. 63,200
Last date of online application: 14 September, 2021 till 5:30 pm
Application fee: Rs. 300 (Rs. 150 for SC/ST/Women Candidates)
………………………………………..
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ১১ জন স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর, ২০২১ সন্ধা সাড়ে ৫টার মধ্যে৷ পোস্টিং হবে নিউ দিল্লিতে৷
যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে৷ মোটরকার ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ কমপক্ষে ৩ বছর মোটরকার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে৷ হোম গার্ড বা সিভিল ভলান্টিয়ার হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বয়স : ১৪ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে৷ তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর বয়সের ছাড় পাওয়া যাবে৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে https://register-delhi.nielit.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যিক৷ দরখাস্ত পূরণের সময় জন্মের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), আর্থিকভাবে অনগ্রসর সার্টিফিকেট (যদি থাকে), ফটো আইডেন্টিটিকার্ড, ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতার প্রমাণপত্র পিডিএফ ফরম্যাটে (প্রতিটি ডকুমেন্ট সর্বোচ্চ ২৫০ কেবি-এর মধ্যে) অপলোড করতে হবে৷ নির্দেশানুসারে ধাপে-ধাপে দরখাস্ত পূরণ সম্পন্ন করে সাবমিট করতে হবে৷ এক কপি প্রিন্ট নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা (তপশিলি সম্প্রদায়, মহিলা ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ১৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷
প্রার্থী বাছই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ ২ ঘন্টায় ১২০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ণ হবে ইংরিজি ও হিন্দিতে৷ পরীক্ষা হবে দিল্লিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official website: http://www.nielit.gov.in
Click here to download the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/NIELIT-11-STAFF-CAR-DRIVER.pdf