Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NEW INDIA ASSURANCE TO RECRUIT 300 OFFICERS / নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্সে ৩০০ অফিসার

Ref No: CORP.HRM/AO/2021. 24.08.2021

New India Assurance Co. Ltd (NIACL) is inviting applications for recruitment to 300 posts of Administrative Officers (Generalist) (Scale 1).

Post: Administrative Officers (Generalist) (Scale 1).

Total vacancy: 300 (UR  – 121, SC – 46, ST – 22, OBC – 81, EWS – 30)

Eligibility: Graduate/Post graduate

Age limit: 21-30 years (as on 1 April, 2021)

Pay scale:  Rs. 32,795 – Rs. 62,315

Last date of online application: 21 September, 2021

Application fee: Rs. 750 (Rs. 100 for SC/ ST / PwBD)

…………………………………………..

রাষ্ট্রায়ত্ত জেনারেল ইনসিওরেন্স সংস্থা দ্য নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনারেলিস্ট) (স্কেলI) পদে ৩০০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ সেপ্ঢেম্বর, ২০২১ থেকে ২১ সেপ্ঢেম্বর, ২০২১-এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৬০% নম্বরসহ (তপশিলি সম্প্রদায় ও প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫%) যেকোন শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পাশরা আবেদনের যোগ্য৷ বয়স:১ এপ্রিল, ২০২১ অনুযায়ী ২১ থেকে ৩০ বছর৷ অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২ এপ্রিল,  ১৯৯১ থেকে ১ এপ্রিল,  ২০০০ সালের মধ্যে৷ তপশিলি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊধর্বসীমায় যথাক্রমে ৫,৩ ও ১০ বছরের ছাড় রয়েছে৷ শূন্যপদ: ৩০০ (জেনা:১২১, ত:জা:৪৬, ত:উ:জা: ২২, ওবিসি ৮১, আর্থিকভাবে অনগ্রসর ৩০)৷ এরমধ্যে ১৭টি পদ শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ৩২,৭৯৫ টাকা থেকে ৬২,৩১৫ টাকা৷ শুরুতে মেট্রোপলিটান শহরে মাসে ৬০,০০০ টাকা বেতন পাবেন৷ প্রবেশন: শুরুতে ১ বছরের প্রবেশন৷ ১ বছর পর ৬ মাস করে মোট ২ বার এই প্রবেশন পিরিয়ড বাড়তে পারে, এই সময়ের মধ্যে  ইনসিওরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার নন-লাইফ লাইসেন্সিয়েট পরীক্ষা পাশ করতে হবে৷ সফল প্রার্থীরাই একমাত্র কোম্পানিতে পাকাভাবে চাকরির জন্য যোগ্য হবেন৷ প্রবেশন হিসেবে যোগদানের পূর্বে ন্যূনতম ৪ বছর চাকরি করতে হবে এই মর্মে বন্ডে স্বাক্ষর করতে হবে৷

আবেদনের পদ্ধতি:  অনলাইনে আবেদন করা যাবে http://newindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদনের সময় এইগুলি স্ক্যান করে আপলোড করতে হবে – প্রার্থীর সম্প্রতিককলো তোলা ৪.৫ সেমি × ৩.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি (ডাইমেনশন ২০০× ২৩০ পিক্সেল, সাইজ ২০ কেবি থেকে ৫০ কেবি), সাদা কাগজে কালো কালিতে করা সই, সাদা কাগজে কালো বা নীল কালিতে বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (ডাইমেনশন ২৪০× ২৪০ পিক্সেল, সাইজ ২০ কেবি থেকে ৫০ কেবি) ও সাদা কাগজে কালো কালিতে হাতে লেখা ডিক্লারেশন ” I,——(Name of the Candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”)৷ ডিক্লারেশন ডাইমেনশন ৮০০× ৪০০ পিক্সেল, সাইজ ৫০ কেবি থেকে ১০০ কেবি হবে৷ অনলাইনে দরখাস্ত ফি বাবদ ৭৫০ টাকা (তপশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের ১০০ টাকা) জমা করতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করতে হবে৷ পেমেন্ট রিসিপ্ঢ ও সাবমিট করা দরখাস্তের এক কপি করে প্রিন্ট নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ’র মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় অক্টোবর, ২০২১ ও মেইন পরীক্ষার সম্ভাব্য সময় নভেম্বর, ২০২১৷ ১০০ নম্বরের ১ ঘণ্টার অনলাইন পরীক্ষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ৩০ নম্বর, রিজনিং এবিলিটি ৩৫ নম্বর ও কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড ৩৫ নম্বর থাকবে৷ প্রতিটি সেকশনে ২০ মিনিট করে সময় বরাদ্দ৷ মোট শূন্যপদের ১৫ গুণ প্রার্থীকে মেইন পরীক্ষায় ডাকা হবে৷ মেইন পরীক্ষায় অবজেকটিভ ও ডেসক্রিপটিভ – দুটি টেস্ট থাকবে৷ ২০০ নম্বরের অবজেকটিভ টাইপ টেস্টে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস ও কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড-এর প্রতিটিতে ৫০ নম্বর করে থাকবে৷ মোট সময় ২ ঘণ্টা ৩০ মিনিট৷ অনলাইন ডেসক্রিপটিভ টেস্টে থাকবে ১০ নম্বরের চিঠি লেখা ও ২০ নম্বরের প্রবন্ধ ৷ মোট সময় ৩০ মিনিট৷ মেইন পরীক্ষার প্রতিটি সেকশনে থাকবে আলাদা আলাদা করে কাট অফ মার্কস ৷ অবজেকটিভ টেস্টে পাশ  করলে তবেই ডেসক্রিপটিভ টেস্টের খাতা মূল্যায়ন করা হবে৷ ডেসক্রিপটিভ টেস্ট মূলত কোয়ালিফাইং প্রকৃতির, এই পরীক্ষায় পাওয়া নম্বর ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না তবে পাশ করতে হবে৷ ডেসক্রিপটিভ টেস্টের কোয়ালিফাইং নম্বর হল— জেনা: ১৫ ত:জা:, ত:উ:জা: ও প্রতিবন্ধী ১৩.৫৷ প্রতিটি অবজেকটিভ টেস্টে এক-চতুর্থাংশ নেগেটিভ মার্কস আছে৷ মেইন পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউতে ডাকা হবে৷ মেইন পরীক্ষার অবজেকটিভ টেস্ট ও ইন্টারভিউতে পাওয়া মোট নম্বর মিলিয়ে তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট৷

পরীক্ষা কেন্দ্র: প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার কেন্দ্র পশ্চিমবঙ্গে রয়েছে৷ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা ও শিলিগুড়িতে৷ মেইন পরীক্ষা কেবলমাত্র গ্রেটার কলকাতায় নেওয়া হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official website: http://newindia.co.in

Click here to download the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/NIACL-AO-RECTT.-2021-24.08.21.pdf

Share it :