Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NHPC LTD. TO HIRE 173 / এনএইচপিসি লিমিটেডে ১৭৩

Advt. No. NH/Rectt./02/2021

NHPC Limited is inviting applications for recruitment to 173 posts.

Post: Senior Medical Officer (E3), Assistant Rajbhasha Officer(E1), Junior Engineer (Civil)(S1), Junior Engineer (Electrical) (S1), Junior Engineer (Mechanical)(S1), Sr. Accountant(S1)

Total vacancy: 173. Junior Engineer (Civil)- 68, Junior Engineer (Electrical)- 34,Junior Engineer (Mechanical)- 31, Sr Accountant- 20 , Senior Medical Officer- 13, Assistant Rajbhasha Officer- 7

Eligibility: MBBS / MA / Diploma in Engineering / Intermediate CA or CMA

Age limit: Junior Engineer & Sr. Accountant- 30 years,  Senior Medical Officer- 33 years, Assistant Rajbhasha Officer- 35 years (as on 01.07.2021).

Payscale:  Junior Engineer & Sr. Accountant: 29,600 – 1,19,500, Senior Medical Officer: Rs. 60,000 – Rs. 1,80,000, Assistant Rajbhasha Officer : 40,000 – 1,40,000

Last date of online application: 30 September, 2021 (by 11:55 pm)

……………………………

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ‘মিনিরত্ন’ কোম্পানি এনএইচপিসি লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, সিনিয়র মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার  পদে ১৭৩ জনকে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০২১, রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) (গ্রেড S1) : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে  ডিপ্লোমা পাশ হতে হবে৷ অটো ক্যাড বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ৬৮ (জেনাঃ ২৮, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,৬০০ টাকা থেকে ১,১৯,৫০০ টাকা৷

(২) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) (গ্রেড S1) : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ অটো ক্যাড বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ৩৪ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩, ব্যাকলগ ১)৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,৬০০ টাকা থেকে ১,১৯,৫০০ টাকা৷

(৩) জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) (গ্রেড S1) : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ অটো ক্যাড বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ৩১ (জেনাঃ ১৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,৬০০ টাকা থেকে ১,১৯,৫০০ টাকা৷

(৪) সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট (গ্রেড S1) : ইন্টারমিডিয়েট সিএ / সিএমএ পাশ হতে হবে৷ শূন্যপদ : ২০ (জেনাঃ ১২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,৬০০ টাকা থেকে ১,১৯,৫০০ টাকা৷

(৫) সিনিয়র মেডিকেল অফিসার (গ্রেড E3) : এমবিবিএস পাশ হতে হবে৷ ২ বছরের পোস্ট ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ : ১৩ (জেনাঃ ৪, ওবিসি ২, ব্যাকলগ ৭)৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ৩৩ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(৬) অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার (গ্রেড E1) : কমপক্ষে ৬০% নম্বরসহ হিন্দিতে মাস্টার ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে, সাথে ডিগ্রি কোর্সে ইংরিজি থাকতে হবে বা কমপক্ষে ৬০% নম্বরসহ ইংরিজিতে মাস্টার ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে, সাথে ডিগ্রি কোর্সে হিন্দি থাকতে হবে৷ কোনো কেন্দ্রীয় দপ্তর / রাজ্য দপ্তর / পিএসইউ-তে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৭ (ব্যাকলগ)৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.nhpcindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত করার সময় প্রার্থীর ছবি, সই, জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি থাকে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ২৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নিদের্শানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট কারর পর অ্যাপ্লিকেশন আইডি-সহ দরখস্তের প্রিন্ট কপি নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ইংরিজি ও হিন্দি মাধ্যমে ৩ ঘন্টায় ২০০ নম্বরের পরীক্ষা হবে এইসব বিষয়ে – সংশ্লিষ্ট ক্ষেত্র, জেনারেল অ্যাওয়ারনেস ও রিজনিং৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র – কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttp://www.nhpcindia.com

Click here to download the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Notification-NHPC-Ltd-Jr-Engineer-Sr-Accountant-Other-Advt-No.-02-2021.pdf

 

Share it :