Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NHPC RECRUITING 133 JR. ENGINEERS / এনএইচপিসি লিমিটেডে ১৩৩ জুনিয়র ইঞ্জিনিয়ার

Advt No. : NH/Rectt./05/2021

NHPC Ltd invites online applications for the following posts.

Post: Junior Engineer

Total vacancy: 133. Junior Engineer (Civil)- 68, Junior Engineer (Electrical)- 34, Junior Engineer (Mechanical)- 31.

Eligibility: Full time regular Diploma in relevant Engineering discipline from Govt/ Govt recognized Institutes with minimum 60% marks or equivalent grade.

Age limit: 30 years (as on 01/02/2022).

Pay scale: Rs, 29,600 – Rs. 1,19,500

Last date of online application: 21st February, 2022 till 6 pm.

……………………………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এনএইচপিসি লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়র পদে ১৩৩ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি এনসিএল প্রার্থীর বেলায় ১৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীর বেলায় ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম: ২৯,৬০০ টাকা থেকে ১,১৯,৫০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যে ৬টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা :  (১) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) ) :  সরকারি বা সরকার দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ফুল টাইম রেগুলার ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ :  ৬৮ (জেনাঃ ২৮, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷

(২) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) :   সরকারি বা সরকার দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ফুল টাইম রেগুলার ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ :  ৩৪ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩, ব্যকলগ তঃজাঃ ১)৷

(৩) জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) :  সরকারি বা সরকার দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ফুল টাইম রেগুলার ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ :  ৩১ (জেনাঃ ১৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷

উল্লিখিত পদগুলিতে ৪টি শূন্যপদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে৷

আবেদন করার পদ্ধতি :  দরখাস্ত করতে হবে অনলাইনে www.nhpcindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই আপলোড করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় নিম্নলিখিত নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে – দশম শ্রেণীর সার্টিফিকেট (জন্মতারিখের প্রমাণপত্র), শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট / সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)৷ দরখাস্তের ফি ২৯৫ টাকা (জিএসটি সহ) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (ইউনিক অ্যাপ্লিকেশন আইডি সহ) ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি :  কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষা হবে কলকাতা সহ ভারতের ২২টি শহরে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: http://www.nhpcindia.com

Official Notification: http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/NHRectt.052021POST_OF_JUNIOR_ENGINEER_E.pdf

Share it :