Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NIFT RECRUITS 190 ASSISTANT PROFESSORS / এনআইএফটি-তে ১৯০ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

Advt. no. 07/Assistant Professor /Contract/2021

Online applicatons are invited for the post of Assistant Professor in National Institute of Fashion Technology.

Post: Assistant Professor.

Total vacancy: 190.

Eligibility: Post Graduate and three years experience.

Age limit: 40 years (as on 31.01.2022)

Salary:  56,100/- and other allowances.

Last Date of online Application: 31 January, 2022.

……………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি’তে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে ১৯০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ প্রাথমিকভাবে ৫ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে শিক্ষকতা / গবেষণার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে পি.এইচডি ডিগ্রি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে শিক্ষকতা/গবেষণার কাজে ১ বছরের  অভিজ্ঞতা থাকতে হবে৷ কোড অনুযায়ী বিষয়গুলি হল – কোড এ১ – বি.ডিজ (ফ্যাশন ডিজাইন) ও মাস্টার ডিগ্রি পাশ, কোড এ২ – বি.ডিজ (অ্যাকসেসরি ডিজাইন / প্রোডাক্ট ডিজাইন / ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাকসেসরি / জুয়েলারি ডিজাইন / ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন) ও মাস্টার ডিগ্রি পাশ, কোড এ৩ – বি.ডিজ (লেদার ডিজাইন / ফুটওয়্যার ডিজাইন) ও মাস্টার ডিগ্রি পাশ, কোড এ৪ – বি.ডিজ (টেক্সটাইল ডিজাইন) ও মাস্টার ডিগ্রি পাশ, কোড এ৫ – বি.ডিজ (নিটওয়্যার ডিজাইন) ও মাস্টার ডিগ্রি পাশ, কোড এ৬ – ডিজাইনে মাস্টার ডিগ্রি পাশ, কোড বি১ – এম.আর্ক., কোড বি২ – কমার্শিয়াল / ভিস্যুয়াল আর্টসে স্পেশালাইজেশন সহ এমএফএ পাশ, কোড বি৩ – আর্ট হিস্ট্রি অ্যান্ড ক্রিটিসিজম / মিউজিয়োলজিতে স্পেশালাইজেশন সহ এমএফএ পাশ, কোড ডি১ – বি.ডিজ (ফ্যাশন কমিউনিকেশন / কমিউনিকেশন ডিজাইন / ভিস্যুয়াল কমিউনিকেশন) ও মাস্টার ডিগ্রি পাশ, কোড ডি২ – মাস কমিউনিকেশন / ইনফরমেশন ডিজাইনে মাস্টার ডিগ্রি পাশ, কোড ডি৩ – অ্যাডভার্টাইজিং অ্যান্ড ব্র্যান্ডিং / অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড জার্র্নলিজম / স্ট্রাটেজিক ডিজাইনে মাস্টার ডিগ্রি পাশ, কোড ডি৪ – ফিল্ম ডিজাইন/ ফোটোগ্রাফি / অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া / গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন / ইন্টার্যাকটিভ ডিজাইন / ডিজিটাল ডিজাইনে মাস্টার ডিগ্রি পাশ, কোড ডি৫ – স্পেস ডিজাইন/ এক্সিবিশন / ইন্টেরিয়র ডিজাইনে মাস্টার ডিগ্রি পাশ, কোড এইচ – কম্পিউটার সায়েন্স / আইটি / কম্পিউটার অ্যাপ্লিকেশন / কম্পিউটার ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি পাশ৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর , শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১৯০ (জেনাঃ ৭৭, তঃজাঃ ২৭, তঃউঃজাঃ ১৪, ওবিসি ৫৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৯)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৮টি পদ সংরক্ষিত৷ বেতন: ৫৬,১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nift.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় নিম্নলিখিত নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে – প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / পিএনজি ফরম্যাটে), প্রার্থীর সই (২০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / পিএনজি ফরম্যাটে),ক্যাটেগরি সার্টিফিকেট (৫০০ কেবি সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে),সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র (৫ এমবি সাইজের মধ্যে একটি একক পিডিএফ ফাইলে), অভিজ্ঞতার শংসাপত্র (৫ এমবি সাইজের মধ্যে একটি একক পিডিএফ ফাইলে),  বিভিন্ন পুরস্কার, পাবলিকেশন ও পেটেন্ট সম্পর্কিত তথ্য (৫ এমবি সাইজের মধ্যে একটি একক পিডিএফ ফাইলে)৷ দরখাস্তের ফি ১১৮০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷  অপর কপিতে সই করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রে স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ১৫ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে – To The Office Registrar, Head Office, NIFT Campus, Hauz Khas, New Delhi – 110016৷ খামের উপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF ASSISTANT PROFFESSOR”৷ একজন প্রার্থী একটি মাত্র দরখাস্ত করবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দু’টি ভাগে – পার্ট ১ (৫০ নম্বর): জেনারেল এবিলিটি, কমিউনিকেশন এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যানালিটিক্যাল এবিলিটি, টেস্ট অফ রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন৷ পার্ট ২ (৫০ নম্বর): প্রফেশনাল অ্যাপ্ঢিটিউড (সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক)৷ লিখিত পরীক্ষা হবে এই ৬টি শহরে – দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, ভূবনেশ্বর, ভোপাল, গুয়াহাটি৷  লিখিত পরীক্ষায় পাশ প্রার্থীদের এরপর সিলেকশন কমিটির সামনে প্রেজেন্টেশন / ক্লাস রুম লেকচার / ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে৷ এতে সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য নির্বাচন করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://nift.ac.in/

Get details: Click Here

Share it :